মুম্বই, 16 জানুয়ারি : তিনি যে অনেক ভেবেচিন্তে, পরিবারের মতামত নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন, সেটা তাঁর টুইটবার্তাতেই স্পষ্ট ছিল ৷ সূত্রের খবর, সিরিজ হারের ধাক্কা সামলে ওঠার আগে শুক্রবার রাতেই সতীর্থদের নেতৃত্ব ছাড়ার কথা জানিয়ে আরও একটা ধাক্কা দিয়ে যান বিরাট কোহলি ৷ এরপর শনিবার বিকেলে তাঁর টুইটবার্তা দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর অনেকেই ধাতস্থ হতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন ৷ ভারতীয় ক্রিকেটে বিরাট সাম্রাজ্যের অবসানে হতবাক রোহিত শর্মা (Rohit Sharma Shocked By The Decision Of Virat Kohli) ৷
সীমিত ওভারের ফর্ম্য়াটে বিরাটের ডেপুটি হিসেবে লম্বা সময় দায়িত্ব সামলেছেন ৷ কিন্তু লাল বলের ক্রিকেটে বিরাটের ডেপুটির দায়িত্ব আর সামলানোর সুযোগ হল না দেশের নয়া ওয়ান-ডে অধিনায়ক রোহিত ৷ দক্ষিণ আফ্রিকায় সেই সুযোগটা হত, কিন্তু কাঁটা হয়ে দাঁড়াল চোট ৷ বিরাট দায়িত্ব ছাড়তেই তাই সোশ্যাল মিডিয়ায় বিরাটের সঙ্গে রিস্ট বাম্পের ছবি পোস্ট করে 'হিটম্যান' লিখলেন, "হতবাক ! তবে ভারত অধিনায়ক হিসেবে একটা সফল যাত্রাপথ অতিক্রম করার জন্য অভিনন্দন ৷ আগামীর জন্য অনেক শুভেচ্ছা ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এদিকে ওডিআই ক্যাপ্টেন্সি ইস্যুতে যাঁর সঙ্গে তাঁর তীব্র মতবিরোধ, সেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও বিদায়বেলায় কুর্নিশ করলেন অধিনায়ক বিরাটকে (BCCI President Sourav Ganguly Congratulates Virat Kohli) ৷ বিসিসিআই সভাপতি লেখেন, "বিরাটের অধিনায়কত্বে সব ফর্ম্যাটেই ভারতীয় ক্রিকেটে দ্রুত উথ্থান ঘটেছে ৷ তবে তাঁর এই সিদ্ধান্ত নিতান্তই ব্যক্তিগত এবং বিসিসিআই এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছে ৷ ভবিষ্যতে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ও দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই বিশ্বাস ৷ দুর্দান্ত প্লেয়ার ৷ ওয়েল ডান ৷"
-
Under Virats leadership Indian cricket has made rapid strides in all formats of the game ..his decision is a personal one and bcci respects it immensely ..he will be an important member to take this team to newer heights in the future.A great player.well done ..@BCCI @imVkohli
— Sourav Ganguly (@SGanguly99) January 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Under Virats leadership Indian cricket has made rapid strides in all formats of the game ..his decision is a personal one and bcci respects it immensely ..he will be an important member to take this team to newer heights in the future.A great player.well done ..@BCCI @imVkohli
— Sourav Ganguly (@SGanguly99) January 15, 2022Under Virats leadership Indian cricket has made rapid strides in all formats of the game ..his decision is a personal one and bcci respects it immensely ..he will be an important member to take this team to newer heights in the future.A great player.well done ..@BCCI @imVkohli
— Sourav Ganguly (@SGanguly99) January 15, 2022