ETV Bharat / sports

Rohit Sharma: নীল জার্সিতে নজির গড়ে 18 হাজারি ক্লাবে হিটম্যান - আইসিসি বিশ্বকাপ

Rohit Sharma in ICC Cricket World Cup: আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলক ছুঁলেন রো-হিটম্যান শর্মা ৷ 18 হাজার আন্তর্জাতিক রান করলেন ভারত অধিনায়ক ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 4:04 PM IST

Updated : Oct 29, 2023, 5:00 PM IST

লখনউ, 29 অক্টোবর: আন্তর্জাতিক ক্রিকেটে 18 হাজার রান পূরণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ রবিবার লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এই কীর্তি অর্জন করেন তিনি ৷ তবে, ভারত এই মুহূর্তে ভালো অবস্থায় নেই বিশ্বকাপের পয়েন্টস টেবিলে থাকা লাস্ট বয়দের সামনে ৷ শুভমন গিল, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের উইকেট হারিয়ে চাপে রয়েছে ভারত ৷ রোহিত শর্মা হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন ৷ প্রায় একার হাতেই ভারতের ইনিংস টানছেন তিনি ৷

এ দিন ইনিংসের শুরুটা পরিচিত আক্রমণাত্মক ভঙ্গিতে করেছিলেন রোহিত ৷ কিন্তু, মাঝে একের পর এক উইকেট পতনে উইকেটে টিকে থেকে খেলা শুরু করেন তিনি ৷ কিন্তু, 18 হাজার আন্তর্জাতিক রান করার আগে রোহিতকে আম্পায়ার এলবিডব্লিউ ঘোষণা করেছিলেন ৷ তখন রোহতি 33 রানে খেলছিলেন ৷ রিভিউতে আম্পায়ারের সিদ্ধান্ত বদল নট-আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার ৷ এর পর আর সুযোগ দেননি রোহিত ৷

ETV BHARAT
এনাকা স্টেডিয়ামে রোহিতের সমর্থনে ভারতীয় দর্শকরা

এ দিন ম্যাচে ওপেন করতে নামার আগে রোহিতের 476 ইনিংসে মোট আন্তর্জাতিক রান ছিল 17 হাজার 953 ৷ গড় 43.36 (তিনটি ফরম্যাট মিলিয়ে) ৷ 18 হাজার আন্তর্জাতিক রানের পাশাপাশি রোহিত এ দিন কেরিয়ারের 99 তম হাফ-সেঞ্চুরিও করে ফেললেন ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৷ রোহিতের 31টি ওয়ান-ডে সেঞ্চুরি রয়েছে ৷ আজ তাঁর সামনে ভারতের হয়ে স্কোরবোর্ডে বড় রান তোলার পাশাপাশি, 32 নম্বর সেঞ্চুরি করার সুযোগ রয়েছে রোহিতের সমানে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে 100তম আন্তর্জাতিক ম্যাচ রোহিতের, 'হিটম্যান'কে নিয়ে বাড়ছে প্রত্যাশা

উল্লেখ্য, অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা 100 তম ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন আজ ৷ এই ম্যাচে তাঁর থেকে ক্যাপ্টেন ইনিংসের আশায় বুক বাঁধছে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা ৷ এখনও পর্যন্ত এই বিশ্বকাপের রোহিতের নেতৃত্বে ভারত সব ম্যাচে জিতেছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলে সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা হয়ে যাবে ভারতের ৷

লখনউ, 29 অক্টোবর: আন্তর্জাতিক ক্রিকেটে 18 হাজার রান পূরণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ রবিবার লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এই কীর্তি অর্জন করেন তিনি ৷ তবে, ভারত এই মুহূর্তে ভালো অবস্থায় নেই বিশ্বকাপের পয়েন্টস টেবিলে থাকা লাস্ট বয়দের সামনে ৷ শুভমন গিল, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের উইকেট হারিয়ে চাপে রয়েছে ভারত ৷ রোহিত শর্মা হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন ৷ প্রায় একার হাতেই ভারতের ইনিংস টানছেন তিনি ৷

এ দিন ইনিংসের শুরুটা পরিচিত আক্রমণাত্মক ভঙ্গিতে করেছিলেন রোহিত ৷ কিন্তু, মাঝে একের পর এক উইকেট পতনে উইকেটে টিকে থেকে খেলা শুরু করেন তিনি ৷ কিন্তু, 18 হাজার আন্তর্জাতিক রান করার আগে রোহিতকে আম্পায়ার এলবিডব্লিউ ঘোষণা করেছিলেন ৷ তখন রোহতি 33 রানে খেলছিলেন ৷ রিভিউতে আম্পায়ারের সিদ্ধান্ত বদল নট-আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার ৷ এর পর আর সুযোগ দেননি রোহিত ৷

ETV BHARAT
এনাকা স্টেডিয়ামে রোহিতের সমর্থনে ভারতীয় দর্শকরা

এ দিন ম্যাচে ওপেন করতে নামার আগে রোহিতের 476 ইনিংসে মোট আন্তর্জাতিক রান ছিল 17 হাজার 953 ৷ গড় 43.36 (তিনটি ফরম্যাট মিলিয়ে) ৷ 18 হাজার আন্তর্জাতিক রানের পাশাপাশি রোহিত এ দিন কেরিয়ারের 99 তম হাফ-সেঞ্চুরিও করে ফেললেন ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৷ রোহিতের 31টি ওয়ান-ডে সেঞ্চুরি রয়েছে ৷ আজ তাঁর সামনে ভারতের হয়ে স্কোরবোর্ডে বড় রান তোলার পাশাপাশি, 32 নম্বর সেঞ্চুরি করার সুযোগ রয়েছে রোহিতের সমানে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে 100তম আন্তর্জাতিক ম্যাচ রোহিতের, 'হিটম্যান'কে নিয়ে বাড়ছে প্রত্যাশা

উল্লেখ্য, অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা 100 তম ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন আজ ৷ এই ম্যাচে তাঁর থেকে ক্যাপ্টেন ইনিংসের আশায় বুক বাঁধছে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা ৷ এখনও পর্যন্ত এই বিশ্বকাপের রোহিতের নেতৃত্বে ভারত সব ম্যাচে জিতেছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলে সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা হয়ে যাবে ভারতের ৷

Last Updated : Oct 29, 2023, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.