মুম্বই, 13 ডিসেম্বর: কেটে গিয়েছে বেশ অনেকগুলো দিন ৷ তবু 19 নভেম্বরের ক্ষতে যেন প্রলেপ পড়ছে না ৷ জুতোর উঠে থাকা পেরেকের মতোই সে যন্ত্রণা ক্রমাগত পীড়া দিয়ে চলেছে ক্রিকেটপ্রেমীদের ৷ টানা দশ ম্যাচ অজেয় থাকার পর সবরমতীতে সলিল সামাধি হয়েছিল ভারতের বিশ্বজয়ের ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সামনে সেদিন কোনওভাবেই দাঁড়াতে পারেনি ভারত ৷ চোখের জল লুকিয়ে ক্লান্ত পা টানতে টানতে মাঠ ছেড়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ হিটম্যানের এই রূপ এর আগে কোনওদিন দেখেনি ক্রিকেট বিশ্ব ৷ গোটা সিরিজে দলের জন্য় নিজের খেলার ধরনটাই বদলে ফেলেছিলেন রোহিত ৷ সেঞ্চুরি আর মাইলস্টোনের দিকে দৃকপাত না-করে হয়ে উঠেছিলেন 'সুইসাইড বম্বার' ৷ ফাইনালেও তো ঠিক তাই করেছিলেন 'রো-হিট' ৷ কিন্তু ভাগ্য সেদিন বাঁকা হাসি হেসেছিল তাঁকে দেখে ৷ আর তাই কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন হওয়ার সৌভাগ্য হয়নি তাঁর ৷ বুধবার সেই অনুভূতির কথাই একটি ভিডিয়োবার্তায় জানালেন ভারত অধিনায়ক ৷
মুম্বই ইন্ডিয়ানসের এক্স হ্যান্ডেলে শেয়ার হওয়া এই ভিডিয়োর শুরুতেই তিনি জানান, হার হজম করাটা ভীষণ কঠিন ছিল তাঁর জন্য় ৷ রোহিত বলেন, "কীভাবে ঘুরে দাঁড়াব তা নিয়ে আমার সত্যিই কোনও ধারণা ছিল না ৷ প্রথম কয়েকদিন তো বুঝতে পারছিলাম না কী করব? পরিবার এবং বন্ধুরা আমাকে এগিয়ে যেতে সাহায্য় করেছে ৷ তাঁরা বিষয়টাকে হালকা করার চেষ্টা করেছে ৷ এটা সত্যিই সাহায্য করেছে ৷ হার হজম করা সহজ ছিল না ৷ কিন্তু জীবন এভাবেই এগিয়ে চলে ৷ কিন্তু সত্যি এই হার হজম করাটা খুব কঠিন ছিল ৷"
-
𝗛𝗘𝗔𝗟𝗜𝗡𝗚 🟩🟩🟩⬜️❤️🩹
— Mumbai Indians (@mipaltan) December 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🎥: IG/@team45ro#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan @ImRo45 pic.twitter.com/HAQpGrV9bf
">𝗛𝗘𝗔𝗟𝗜𝗡𝗚 🟩🟩🟩⬜️❤️🩹
— Mumbai Indians (@mipaltan) December 13, 2023
🎥: IG/@team45ro#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan @ImRo45 pic.twitter.com/HAQpGrV9bf𝗛𝗘𝗔𝗟𝗜𝗡𝗚 🟩🟩🟩⬜️❤️🩹
— Mumbai Indians (@mipaltan) December 13, 2023
🎥: IG/@team45ro#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan @ImRo45 pic.twitter.com/HAQpGrV9bf
এর আগে টি-20 বিশ্বকাপ জিতেছেন তিনি ৷ কিন্তু ওডিআই বিশ্বকাপ জয়ী দলে তিনি ছিলেন না ৷ আর তাই এবার ওয়ানডে বিশ্বকাপ হাতে তোলার জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন ৷ তিনি বলেন,"আমি বড় হয়েছি 50 ওভারের ক্রিকেট বিশ্বকাপ দেখে ৷ আর তাই আমার কাছে সেটাই হল সর্বোচ্চ পুরস্কার ৷ এতগুলো বছর আমরা তৈরি হয়েছি এই বিশ্বকাপের জন্য় ৷ এটা ভীষণ হতাশাজনক যদি শেষ পর্যন্ত আপনি না পারেন ৷ বিশেষত যে স্বপ্নটা আপনি এতদিন ধরে দেখেছেন ৷"
তিনি এও জানান, তাঁদের যতটা করা সম্ভব ছিল তাঁরা করেছেন ৷ রোহিত বলেন, "কেউ যদি জিজ্ঞাসা করেন, কী ভুল হল? কারণ আমরা তো দশটা ম্যাচ জিতেছিলাম ৷ এই দশটা ম্য়াচেও আমরা ভুল করেছি ৷ প্রত্যেকটা ম্যাচেই ভুল হয় ৷ কোনও ম্যাচ নেই যেখানে কোনও ভুল নেই ৷ হয়তো এমন ম্যাচ হতে পারে যা পারফেক্টের কাছাকাছি ৷ তবে পুরোপুরি পারফেক্ট ম্য়াচ বলে কিছু নেই ৷ যদিও অন্য়দিকটা দেখি তাহলে বলতেই হবে আমদের টিম খুব ভালো খেলেছে ৷ আমার তা নিয়ে গর্ববোধ হয় ৷ কারণ এমন পারফরম্যান্স প্রত্য়েক বিশ্বকাপে হয় না ৷"
রোহিতের মতে, টিম যেভাবে ফাইনাল পর্যন্ত খেলেছে তাতে সমর্থকরা নিশ্চয়ই গর্বিত বোধ করবেন ৷ হ্য়াঁ ফাইনালের পর ফিরে আসাটা সত্যিই কঠিন ছিল ৷ তিনি বলেন, "আমি ঠিক করেছিলাম এই পরিস্থিতি থেকে মনকে সরিয়ে নিতে কোথাও থেকে ঘুরে আসা যাক ৷ কিন্তু যেখানেই থাকি না কেন মানুষ আমার কাছে এসেছেন, তাঁরা আমাদের খেলার প্রশংসা করেছেন ৷...আমি সকলের অনুভূতিটা বুঝতে পারছি ৷ তাঁরাও আমাদের সঙ্গে ট্রফি জয়ের স্বপ্ন দেখেছিলেন ৷" যেখানে ভারতীয় দল গিয়েছে সকলে সমর্থন করেছেন জানালেন রোহিত ৷ তাঁর কথায়,"যতবার একথা ভাবছি তত হতাশ লাগছে ৷ কারণ আমরা জিততে পারিনি ৷ তবে মানুষ আমার কাছে এসেছেন ৷ তাঁরা একটুও ক্ষোভ দেখাননি ৷ এটা আমার ভালো লেগেছে ৷"
আরও পড়ুন: