ETV Bharat / sports

Rohit Sharma: জোড়া এশিয়া কাপ, নিদাহাস ট্রফি! ধোনি পরবর্তী অধিনায়কত্বে রোহিতই ‘রাজা’ - দলকে ট্রফি দিলেন মুম্বইকর

11টি ম্যাচেই অর্জুন রণতুঙ্গা ও মহেন্দ্র সিং ধোনির নজির ছুঁয়েছেন রোহিত ৷ এশিয়া কাপে সবচেয়ে বেশি ইনিংসে 50+ রান করার রেকর্ডও রোহিতের ঝুলিতে ৷ এদিন অধিনায়ক হিসেবে দ্বিতীয় নিজের প্রাপ্তির ঝুলিটা আরেকটু ভরিয়ে নিলেন হিটম্যান ৷

Rohit Sharma
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 8:06 PM IST

কলম্বো, 17 সেপ্টেম্বর: আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজের 450তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা ৷ দেশের নবম ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে এটা ছিল তাঁর আড়াইশোতম ম্যাচ ৷ সেই লড়াইয়েই অধিনায়ক হিসেবে নিজের প্রাপ্তির ঝুলিটা আরেকটু ভরিয়ে নিলেন হিটম্যান ৷ 2018 সালে বিরাট কোহলির অনুপস্থিতিতে স্ট্যান্ডবাই ক্যাপ্টেন হিসেবে দলকে এশিয়া সেরা করেছিলেন ৷ এবার পূর্ণ সময়ের ক্যাপ্টেন হিসেবে দলকে ট্রফি দিলেন মুম্বইকর ৷

রেকর্ড বলছে, ওডিআই ক্রিকেটে জয়ের নিরিখে দেশের সেরা অধিনায়ক রোহিত ৷ শর্মাজির অধিনায়কত্বে ভারতের জয়ের হার 73.09 % ৷ একই সঙ্গে এশিয়া কাপেও নজির গড়েছেন রোহিত ৷ ছুঁয়েছেন অর্জুন রণতুঙ্গা ও মহেন্দ্র সিং ধোনিকে ৷ দুই দেশের দুই প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক এশিয়া কাপের ওডিআই ফর্ম্যাটে মোট 9টি করে ম্যাচ জিতেছেন। ধোনি নেতৃত্ব দিয়েছেন মোট 14টি ম্যাচে ও রণতুঙ্গা মোট 13টি ম্যাচে । 11টি ম্যাচেই সেই নজির ছুঁয়েছেন রোহিত ৷

Rohit Sharma
ধোনি-পরবর্তী অধিনায়কত্বে রোহিতই ‘রাজা’

তৃতীয় অধিনায়ক হিসেবে দু’বার এশিয়া কাপ জিতলেন রোহিত ৷ এর আগে এই কৃতিত্ব ছিল মহেন্দ্র সিং ধোনি ও মহম্মদ আজহারউদ্দিনের ৷ অধিনায়ক হিসেবে এশিয়া কাপে সবচেয়ে বেশি ইনিংসে 50+ রান করার রেকর্ডও রোহিতের ঝুলিতে ৷ মোট ছ’বার অর্ধ-শতরানের গণ্ডি টপকেছেন অধিনায়ক রোহিত ৷ অর্জুন রণতুঙ্গার সঙ্গে একাসনে বসেছেন শর্মাজি ৷

আরও পড়ুন: সিরাজের স্পেলে ছারখার লঙ্কা, এশিয়া কাপ ফাইনালে রেকর্ডের ছড়াছড়ি

ভারতের হয়ে এশিয়া কাপে সবচেয়ে বেশি শিরোপা

  • এমএস ধোনি: 3 ফাইনালে 2টি জয় (2010 এবং 2016)
  • মহম্মদ আজহারউদ্দিন: 2টি ফাইনালে 2 জয় (1991 এবং 1995)
  • রোহিত শর্মা: 2টি ফাইনালে 2টি জয় (2018 এবং 2023)
  • দিলীপ বেঙ্গসরকার: 1টি ফাইনালে 1টি জয়
  • 1988 সুনীল গাভাসকর: 1984 সালে অধিনায়ক হিসাবে এশিয়া কাপ জয়

আরও পড়ুন: সৌজন্যে সিরাজ! 5 বছরের ট্রফি-খরা কাটিয়ে এশিয়া সেরা ভারত

একনজরে ক্যাপ্টেন রোহিত:

  • আইপিএল 2013
  • চ্যাম্পিয়নস লিগ 2013
  • আইপিএল 2015
  • আইপিএল 2017
  • এশিয়া কাপ 2018
  • নিদাহাস ট্রফি 2018
  • আইপিএল 2019
  • আইপিএল 2020
  • এশিয়া কাপ 2023

কলম্বো, 17 সেপ্টেম্বর: আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজের 450তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা ৷ দেশের নবম ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে এটা ছিল তাঁর আড়াইশোতম ম্যাচ ৷ সেই লড়াইয়েই অধিনায়ক হিসেবে নিজের প্রাপ্তির ঝুলিটা আরেকটু ভরিয়ে নিলেন হিটম্যান ৷ 2018 সালে বিরাট কোহলির অনুপস্থিতিতে স্ট্যান্ডবাই ক্যাপ্টেন হিসেবে দলকে এশিয়া সেরা করেছিলেন ৷ এবার পূর্ণ সময়ের ক্যাপ্টেন হিসেবে দলকে ট্রফি দিলেন মুম্বইকর ৷

রেকর্ড বলছে, ওডিআই ক্রিকেটে জয়ের নিরিখে দেশের সেরা অধিনায়ক রোহিত ৷ শর্মাজির অধিনায়কত্বে ভারতের জয়ের হার 73.09 % ৷ একই সঙ্গে এশিয়া কাপেও নজির গড়েছেন রোহিত ৷ ছুঁয়েছেন অর্জুন রণতুঙ্গা ও মহেন্দ্র সিং ধোনিকে ৷ দুই দেশের দুই প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক এশিয়া কাপের ওডিআই ফর্ম্যাটে মোট 9টি করে ম্যাচ জিতেছেন। ধোনি নেতৃত্ব দিয়েছেন মোট 14টি ম্যাচে ও রণতুঙ্গা মোট 13টি ম্যাচে । 11টি ম্যাচেই সেই নজির ছুঁয়েছেন রোহিত ৷

Rohit Sharma
ধোনি-পরবর্তী অধিনায়কত্বে রোহিতই ‘রাজা’

তৃতীয় অধিনায়ক হিসেবে দু’বার এশিয়া কাপ জিতলেন রোহিত ৷ এর আগে এই কৃতিত্ব ছিল মহেন্দ্র সিং ধোনি ও মহম্মদ আজহারউদ্দিনের ৷ অধিনায়ক হিসেবে এশিয়া কাপে সবচেয়ে বেশি ইনিংসে 50+ রান করার রেকর্ডও রোহিতের ঝুলিতে ৷ মোট ছ’বার অর্ধ-শতরানের গণ্ডি টপকেছেন অধিনায়ক রোহিত ৷ অর্জুন রণতুঙ্গার সঙ্গে একাসনে বসেছেন শর্মাজি ৷

আরও পড়ুন: সিরাজের স্পেলে ছারখার লঙ্কা, এশিয়া কাপ ফাইনালে রেকর্ডের ছড়াছড়ি

ভারতের হয়ে এশিয়া কাপে সবচেয়ে বেশি শিরোপা

  • এমএস ধোনি: 3 ফাইনালে 2টি জয় (2010 এবং 2016)
  • মহম্মদ আজহারউদ্দিন: 2টি ফাইনালে 2 জয় (1991 এবং 1995)
  • রোহিত শর্মা: 2টি ফাইনালে 2টি জয় (2018 এবং 2023)
  • দিলীপ বেঙ্গসরকার: 1টি ফাইনালে 1টি জয়
  • 1988 সুনীল গাভাসকর: 1984 সালে অধিনায়ক হিসাবে এশিয়া কাপ জয়

আরও পড়ুন: সৌজন্যে সিরাজ! 5 বছরের ট্রফি-খরা কাটিয়ে এশিয়া সেরা ভারত

একনজরে ক্যাপ্টেন রোহিত:

  • আইপিএল 2013
  • চ্যাম্পিয়নস লিগ 2013
  • আইপিএল 2015
  • আইপিএল 2017
  • এশিয়া কাপ 2018
  • নিদাহাস ট্রফি 2018
  • আইপিএল 2019
  • আইপিএল 2020
  • এশিয়া কাপ 2023
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.