মুম্বই, 7 জানুয়ারি: আফগানিস্তানের বিরুদ্ধে 11 জানুয়ারি থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টি-20 আন্তর্জাতিকের দল ঘোষণা করল জাতীয় দলের নির্বাচক কমিটি ৷ যেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ফের একবার টি-20 আন্তর্জাতিকের পরিকল্পনায় ফেরানো হল ৷ আর শুধু ফিরলেন না, টি-20 দলের অধিনায়ক হয়েই দলে ফিরলেন রোহিত ৷ আজ অজিত আগরকরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের জাতীয় নির্বাচক কমিটি এবং কোচ রাহুল দ্রাবিড় মিলে 16 জনের প্রাথমিক দল বাছাই করেছেন ৷
টি-20 বিশ্বকাপের আগে জাতীয় দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফিরবেন, তা প্রায় চূড়ান্ত ছিল ৷ দুই সিনিয়র ক্রিকেটার আফগানদের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েও দিয়েছিলেন ৷ আর হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের অনুপস্থিতিতে দুই সিনিয়র ক্রিকেটার যে দলে ফিরছেন তা নিয়ে সংশয় থাকার কথাও নয় ৷ কিন্তু, একটা প্রশ্ন থেকেই যাচ্ছিল ৷ টেস্ট ও ওয়ান-ডে দলের অধিনায়ক রোহিত কি টি-20’তে অধিনায়ক হবেন ? নাকি, একজন ওপেনার হিসেবে দলে ঢুকবেন ?
আজ দল 16 জনের দল ঘোষণার সঙ্গেই সেই জল্পনার অবসান হল ৷ রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দলে সামিল করা হয়েছে ৷ এ দিন ঘোষিত দলে রোহিতের সঙ্গে যস্বশী জয়সওয়াল এবং শুভমন গিল রয়েছেন ওপেনার হিসেবে ৷ কিন্তু প্রশ্ন হল, রোহিতের সঙ্গে ওপেন কে করবেন ? টেস্টে শুভমন তিননম্বরে খেলছেন ৷ যেমনটা ঘরোয়া টুর্নামেন্টে খেলতেন ৷ কিন্তু, লিমিটেড ওভার ফরম্যাটে তিননম্বরে আগাগোড়া খেলে এসেছেন বিরাট কোহলি ৷ সেক্ষেত্রে যস্বশী এবং শুভমন দু’জনেই খেললে, স্বাভাবিকভাবে যস্বশী রোহিতের সঙ্গে ওপেন করবেন ৷ তাহলে কি শুভমন গিলকে এবার চার নম্বরে দেখা যাবে ?
-
🚨 NEWS 🚨#TeamIndia’s squad for @IDFCFIRSTBank T20I series against Afghanistan announced 🔽
— BCCI (@BCCI) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rohit Sharma (C), S Gill, Y Jaiswal, Virat Kohli, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Sanju Samson (wk), Shivam Dube, W Sundar, Axar Patel, Ravi Bishnoi, Kuldeep Yadav,…
">🚨 NEWS 🚨#TeamIndia’s squad for @IDFCFIRSTBank T20I series against Afghanistan announced 🔽
— BCCI (@BCCI) January 7, 2024
Rohit Sharma (C), S Gill, Y Jaiswal, Virat Kohli, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Sanju Samson (wk), Shivam Dube, W Sundar, Axar Patel, Ravi Bishnoi, Kuldeep Yadav,…🚨 NEWS 🚨#TeamIndia’s squad for @IDFCFIRSTBank T20I series against Afghanistan announced 🔽
— BCCI (@BCCI) January 7, 2024
Rohit Sharma (C), S Gill, Y Jaiswal, Virat Kohli, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Sanju Samson (wk), Shivam Dube, W Sundar, Axar Patel, Ravi Bishnoi, Kuldeep Yadav,…
অন্যদিকে, এই সিরিজে দুই পেসার জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ তিন মিডিয়াম-পেসারকে দলে রাখা হয়েছে ৷ আরশদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার ৷ স্লো-মিডিয়াম অলরাউন্ডার হিসেবে রয়েছেন শিবম দুবে ৷ আর ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল স্পিন-বোলিং অলরাউন্ডার ৷ সঙ্গে কুলদীপ যাদব এবং রবি বিষ্ণোই দলে রয়েছেন স্পিনার হিসেবে ৷ ফের একবার বাদ পড়লেন যুজবেন্দ্র চহাল ৷ উইকেট-কিপার হিসেবে রয়েছেন সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা ৷ চোট সারিয়ে ওয়ান-ডে ও টেস্টে প্রত্যাবর্তন করা কেএল রাহুলকে এখনও টি-20’তে সামিল করা হয়নি ৷
বাকি মিডল-অর্ডার ব্যাটার হিসেবে দলে রয়েছেন তিলক বর্মা এবং রিঙ্কু সিং ৷ হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার চোটের কারণে বাইরে ৷ তাই রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷ আর জুন মাসে নিউইয়র্কে বিশ্বকাপে হার্দিক চোট সারিয়ে ফিরবেন ৷ সেখানে কাকে দেখা যাবে অধিনায়ক হিসেবে ? এটাই এখন 'শতকোটি'র প্রশ্ন ৷
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যস্বশী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেট-কিপার), সঞ্জু স্যামসন (উইকেট-কিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার
আরও পড়ুন: