সাউদাম্পটন, 23 জুন : রোহিত শর্মা ৷ ভারতীয় ক্রিকেটের হিটম্যান ৷ ক্রিকেটের তিন ফর্ম্যাটেই একাধিক রেকর্ডের অধিকারী রোহিত ৷ তবে এই রোহিত শর্মাই গড়লেন আরও এক বিরল রেকর্ড ৷
রোহিত শর্মা একমাত্র ক্রিকেটার যিনি প্রথমবার শুরু হওয়া দুটি বিশ্বকাপের ফাইনাল খেলছেন ৷ অর্থাৎ 2007 সালে ক্রিকেটের নবতম সংস্করণ টি-20 ক্রিকেটের ফাইনাল খেলেছিলেন রোহিত ৷ আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রোহিত আছেন দলের ওপেনারের ভূমিকায় ৷ রোহিত ছাড়া বিশ্বের আর কোনও ক্রিকেটারের এই নজির নেই ৷ আর কোনও নতুন বিশ্বকাপ আইসিসি চালু না করলে রোহিতের রেকর্ড স্পর্শ করা সম্ভব নয় ৷
টি-20 ক্রিকেট, 2007 সালে যা ভারতীয়দের কাছে একেবারেই নতুন ফর্ম্যাট ৷ বিশ্বকাপ খেলতে নামার আগে একটিও টি-20 ম্যাচ খেলেননি ধোনির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ৷ সেই সময় কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে গ্রেগ চ্যাপেল অধ্যায় ৷ নতুন কোচ লালচাঁদ রাজপুতের অধীনে ধোনির তরুণ ব্রিগেড গিয়েছিল প্রথম টি-20 বিশ্বকাপ খেলতে ৷ আসলে হয়তো ভারতীয় বোর্ড গুরুত্ব দিতে চায়নি নতুন ফর্ম্যাটের বিশ্বকাপকে ৷
ধোনির সেই তরুণ ব্রিগেডের অন্যতম মুখ ছিলেন রোহিত শর্মা ৷ বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটাররা বিশ্রাম নেওয়ায় সুযোগ পেয়েছিলেন ৷ সঠিক সময়ে সুযোগের সদ্বব্যবহার করেন রোহিত ৷ টি-20 বিশ্বকাপে মাত্র 4টি ম্যাচে খেলার সুযোগ পান রোহিত ৷ প্রথম ম্যাচ ব্যাট হাতে নামতে না হলেও, বাকি তিনটি ম্যাচে ছিলেন অপরাজিত ৷ যার মধ্যে ছিল একটি অর্ধশতরান ৷ বিশ্বকাপের ফাইনালে করেছিলেন অপরাজিত 30 রান ৷
মাঝে গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গিয়েছে ৷ সেদিনের তরুণ রোহিত, এখন অনেক দায়িত্ববান ৷ কিন্তু তাতেও কোনও এক অলিখিত কারণে রোহিতের টেস্ট ক্রিকেটে অভিষেক হয় অনেক দেরিতে ৷ সচিনের ফেয়ারওয়েল সিরিজ়ে অভিষেক হয় তাঁর ৷ অভিষেক সিরিজ়ে পরপর দুটি টেস্টে শতরান করেন ৷ তবে মাঝে ফের টেস্ট দল থেকে বাদ পড়েন এই মুম্বইকর ৷ ফিরেও আসেন স্বমহিমায় ৷
আরও পড়ুন : ড্র নাকি জয়...ষষ্ঠ দিনে কীসের জন্য এগোবে ভারত ?
2007 টি-20 বিশ্বকাপের ফাইনালে রোহিতের সংগ্রহ ছিল অপরাজিত 30 রান ৷ অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দ্বিতীয় ইনিংসে রোহিতের সংগ্রহ সেই 30 রান ৷ প্রথম ইনিংসেও 30 ঘরেই আউট হন রোহিত ৷ তবে এই ফাইনাল ম্যাচ খেলে যে অনন্য নজির তিনি গড়লেন তা এক কথায় অসাধারণ ৷