লন্ডন, 12 জুন: ফের একবার তিন ম্যাচের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পক্ষে সওয়াল করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 209 রানে ফাইনাল হারার পর সাংবাদিক বৈঠকে এসে এমনই দাবি জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তবে, শুধু রোহিত নন, এর আগে 2021-এর ফাইনালে হারের পর তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীও তিন ম্যাচের ফাইনালের পক্ষে সওয়াল তুলেছিলেন ৷ রোহিত আরও একটি দাবি জানিয়েছেন ৷ তা হল, ফাইনালে ওঠা দু’টি দলকে 20-25 দিনের প্রস্তুতির সময় দেওয়া দরকার ৷
তবে, এই দীর্ঘ সময়ের ফাইনাল কতটা বাস্তব সম্মত ? এই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷ কারণ, রোহিত যে তিন ম্যাচের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা বলছেন, তার জন্য অন্তত 1 মাসের ক্রিকেট ক্যালেন্ডার প্রয়োজন ৷ বিশ্বের বিভিন্ন দেশে চলতে থাকা টি-20 লিগের কারণে ক্রিকেট ক্যালেন্ডার থেকে এতটা সময় বের করা আইসিসি-র পক্ষে সম্ভব নয় বলে আগেও জানানো হয়েছিল ৷
তবে, রোহিতও সেই বিষয়টিতে একমত ৷ তাঁর বক্তব্য, "আমি তিন ম্যাচের ফাইনালের পক্ষে ৷ কিন্তু, সেই সময়টা আছে কি না সেটাই বড় প্রশ্ন ৷ সত্যি বলতে এমন বড় ম্যাচের ক্ষেত্রে আপনাকে অংশ নেওয়া দু’টি দলকেই সমান সুযোগ করে দিতে হবে ৷ এখানে 3 ম্যাচের সিরিজ হলে সবচেয়ে ভালো হয় ৷ সেই সময় পাওয়া নিয়ে সংশয় আছে ৷ তবে, হলে আমি খুশি হব ৷ এমন বড় ইভেন্টের জন্য আপনি 2 বছর ধরে প্রস্তুতি নেন কিন্তু, একটা ম্যাচের জন্য পিছিয়ে যেতে হয় ৷"
আরও পড়ুন: ফাইনালের মঞ্চে অভিজ্ঞদের দায়িত্বজ্ঞানহীন নজির
রোহিতের মতে একটি দলকে টেস্ট ক্রিকেটে পারফর্ম করতে ছন্দের দরকার হয় ৷ আর সেটা কখনই একটা ম্যাচের উপর নির্ভর করে আসে না ৷ তাই রোহিত মনে করেন, পরের টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে সম্ভব হলে, তিন ম্যাচের সিরিজের ফাইনাল করা হোক ৷ সেটাই সবচেয়ে আদর্শ ফাইনাল হবে ৷ তবে, ভারতীয় দল যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আগে যথেষ্ট প্রস্তুতি পায়নি, তা বলার অপেক্ষা রাখে না ৷ দলের অধিকাংশ ক্রিকেটার ম্যাচ শুরু 4-5 দিন আগে শিবিরে যোগ দেন ৷
আরও পড়ুন: কেন ঘরের মাঠে গতিশীল ব্যাটিং উইকেট তৈরি হবে না ? ফাইনালে হারের পর রাহুলকে প্রশ্ন সৌরভের
এর মূল কারণ আইপিএল ৷ মহম্মদ শামি, শুভমন গিল, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা এবং শ্রীকর ভরত, প্রথম একাদশের 5 জন ক্রিকেটার 29 তারিখ ফাইনাল খেলে লন্ডন পৌঁছন 2 জুন ৷ এর পর মাত্র 3 দিনের অনুশীলনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামতে হয়েছে তাঁদের ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়ার ফাইনালের দলে একমাত্র ডেভিড ওয়ার্নার এবং টিম ডেভিড বাদে কোনও ক্রিকেটারই আইপিএল খেলেননি ৷ বিশেষত, অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ এবং মিচেল স্টার্ক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, অ্যাসেজ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন ৷
আরও পড়ুন: পঞ্চমদিনে 'তাসের ঘর' ভারতীয় ব্যাটিং, রোহিতদের 209 রানে হারিয়ে টেস্টে বিশ্বসেরা অজিরা
সেখানে একমাত্র চেতেশ্বর পূজারাকে বাদ দিলে, ভারতীয় দলের সব ক্রিকেটার 22 মে ও তারও বেশি সময় পর্যন্ত আইপিএল খেলতে ব্যস্ত ছিলেন ৷ টেস্ট ক্রিকেটের প্রস্তুতি তো দূর, তার ধারে কাছেও ছিলেন না কেউ ৷ তাই ভারতীয় দলের গত 10 বছরে কোনও আইসিসি খেতাব জিততে না পারাটাই স্বাভাবিক ৷ আর এ নিয়ে টিম ম্যানেজমেন্টকে নিয়ে প্রশ্ন তোলার আগে, বিসিসিআই কর্তাদের ভাবা উচিত তারা কোনটাকে বেশি গুরুত্ব দেবেন ?