লন্ডন, 12 জুলাই: ভয়ঙ্কর জসপ্রীত বুমরা । গুজরাত পেসারের হাফডজন উইকেটের গুঁতোয় কুড়ি-বিশের পর বিলেত সফরে ওডিআই সিরিজেও জয় দিয়ে শুরু করল টিম ইন্ডিয়া । গতি এবং স্যুইংয়ে ইংরেজ ব্যাটারদের ধরাশায়ী করে মঙ্গলবার ওভালে একাধিক নজির গড়ে ফেলেছেন বুমরা । তবে এদিন বুমরার পাশে ব্যাট হাতে সমান উজ্জ্বল দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান । অবিভক্ত জুটিতে দলকে ম্যাচ জেতানোর দিনে এক অনন্য নজির গড়ে ফেললেন দুই অভিজ্ঞ ব্যাটার । সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায় জুটির পর দেশের দ্বিতীয় ওপেনিং জুটি হিসেবে ওডিআই-তে 5 হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করল এই জুটি (Rohit Sharma and Shikhar Dhawan entered in 5000 runs elite list as opening pair)।
ভারতের দ্বিতীয় এবং বিশ্বের চতুর্থ ওপেনিং জুটি হিসেবে ওডিআই-তে এই নজির গড়লেন হিটম্যান এবং গব্বর । 112 ইনিংস খেলে এই জুটির ঝুলিতে এখন 5,108 রান । শীর্ষে থাকা সচিন-সৌরভ জুটির ঝুলিতে 136 ইনিংসে রয়েছে 6,609 রান । তালিকার দ্বিতীয় এবং তৃতীয়স্থানে যথাক্রমে অ্যাডাম গিলক্রিস্ট- ম্যাথু হেডেন এবং গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেইনস জুটি ।
আরও পড়ুন: বলে বুমরা, ব্যাটে রোহিত; ওভালে ইংরেজ 'বধ' ভারতের
-
Rohit Sharma and Shikhar Dhawan, one of the all-time great opening pairs 🤝 #ENGvIND pic.twitter.com/hVmz8UKhoo
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rohit Sharma and Shikhar Dhawan, one of the all-time great opening pairs 🤝 #ENGvIND pic.twitter.com/hVmz8UKhoo
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 12, 2022Rohit Sharma and Shikhar Dhawan, one of the all-time great opening pairs 🤝 #ENGvIND pic.twitter.com/hVmz8UKhoo
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 12, 2022
বুমরার 19 রানে 6 উইকেটে ওভালে এদিন প্রথমে ব্যাট করে মাত্র 110 রানে অল-আউট হয়ে যায় আয়োজকরা । যা ওডিআই-তে ভারতীয়দের সেরা বোলিং ফিগারের তালিকায় তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছে । জবাবে 188 বল বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক 10 উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় মেন ইন ব্লু । 58 বলে 76 রানের ঝোড়ো ইনিংস আসে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে । 54 বলে 31 রানে অপরাজিত থাকেন ধাওয়ান ।