ETV Bharat / sports

Roger Binny on Wrestlers Protest: 83’র বিশ্বকাপ জয়ী দলের বিবৃতি থেকে নিজেকে সরিয়ে নিলেন রজার বিনি - 1983 বিশ্বকাপ জয়ী দল

কুস্তিগীরদের নিয়ে তিনি কোনওরকম বিবৃতি প্রকাশ করেননি বলে জানালেন রজার বিনি ৷ 1983 বিশ্বকাপ জয়ী দলের বিবৃতির সঙ্গে তাঁর যোগ নেই বলেও জানিয়ে দিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ৷ পাশাপাশি, তাঁর বক্তব্য খেলাধূলার থেকে রাজনীতিকে দূরে রাখতে হবে ৷

Roger Binny on Wrestlers Protest ETV BHARAT
Roger Binny on Wrestlers Protest
author img

By

Published : Jun 3, 2023, 10:44 AM IST

মুম্বই, 3 জুন: নিজেকে কোনওরকম বিতর্কে জড়াতে চান না বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি ৷ তাই কুস্তিগীরদের আন্দোলন নিয়ে 1983 বিশ্বকাপ জয়ী দলের বিবৃতি থেকে নিজেকে দূরে রাখতে চান ৷ তাঁর বক্তব্য "খেলাধূলাকে রাজনীতির থেকে দূরে রাখা উচিত ৷" উল্লেখ্য, শুক্রবার 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তা নিয়ে সংবাদ সংস্থা এএনআই-কে বিনি জানিয়েছেন, বলা হচ্ছে কুস্তিগীরদের আন্দোলন ও বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷ যা একেবারেই ঠিক নয় ৷

রজার বিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কুস্তিগীরদের আন্দোলন এবং বর্তমান পরিস্থিতির উপর তিনি কোনও বিবৃতি প্রকাশ করেননি ৷ এমনকী তাঁর মনে হয়, এই পুরো বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন এবং খেলাধূলার সঙ্গে রাজনীতিকে মিলিয়ে ফেলা কখনই উচিত নয় ৷ বোঝাই যাচ্ছে 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের তরফে গতকালের দেওয়া বিবৃতি থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি ৷

উল্লেখ্য, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ শুরুর দিন থেকে কুস্তিগীরদের উপর হওয়া পুলিশি জুলুমের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ গত 28 মে তিনি সোশাল মিডিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি উষ্মাপ্রকাশ করেছিলেন তিনি ৷ যেভাবে পুলিশ সাক্ষী, ভিনেশ, সঙ্গীতা এবং বজরংদের টেনে হিঁচড়ে বাসে তুলেছিল সেই ভিডিয়ো পোস্ট করে কেন্দ্রের ভূমিকার সমালোচনাও করেন তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ ৷ কীর্তি আজাদের বাইরে একমাত্র প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে এই ঘটনায় কুস্তিগীরদের পাশে দাঁড়ান ৷ এরপর দেশকে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ দেওয়া দল বিবৃতি প্রকাশ করে কুস্তিগীরদের পাশে দাঁড়ায় ।

আরও পড়ুন: কুস্তিগীরদের কোনও হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আর্জি 83-র বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের

উল্লেখ্য, গতকাল সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, 1983 সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দল একটি বিবৃতি জারি করে কুস্তিগীরদের কোনওরকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য আবেদন করেছিল ৷ সেখানে দিল্লি পুলিশের কুস্তিগীরদের হেনস্থা এবং টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দাও করা হয় ৷ পাশাপাশি, কুস্তিগীররা যাতে পদক বিসর্জনের মতো চরম পদক্ষেপ না নেন, সেই অনুরোধ করা হয়েছে ৷

মুম্বই, 3 জুন: নিজেকে কোনওরকম বিতর্কে জড়াতে চান না বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি ৷ তাই কুস্তিগীরদের আন্দোলন নিয়ে 1983 বিশ্বকাপ জয়ী দলের বিবৃতি থেকে নিজেকে দূরে রাখতে চান ৷ তাঁর বক্তব্য "খেলাধূলাকে রাজনীতির থেকে দূরে রাখা উচিত ৷" উল্লেখ্য, শুক্রবার 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তা নিয়ে সংবাদ সংস্থা এএনআই-কে বিনি জানিয়েছেন, বলা হচ্ছে কুস্তিগীরদের আন্দোলন ও বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷ যা একেবারেই ঠিক নয় ৷

রজার বিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কুস্তিগীরদের আন্দোলন এবং বর্তমান পরিস্থিতির উপর তিনি কোনও বিবৃতি প্রকাশ করেননি ৷ এমনকী তাঁর মনে হয়, এই পুরো বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন এবং খেলাধূলার সঙ্গে রাজনীতিকে মিলিয়ে ফেলা কখনই উচিত নয় ৷ বোঝাই যাচ্ছে 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের তরফে গতকালের দেওয়া বিবৃতি থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি ৷

উল্লেখ্য, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ শুরুর দিন থেকে কুস্তিগীরদের উপর হওয়া পুলিশি জুলুমের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ গত 28 মে তিনি সোশাল মিডিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি উষ্মাপ্রকাশ করেছিলেন তিনি ৷ যেভাবে পুলিশ সাক্ষী, ভিনেশ, সঙ্গীতা এবং বজরংদের টেনে হিঁচড়ে বাসে তুলেছিল সেই ভিডিয়ো পোস্ট করে কেন্দ্রের ভূমিকার সমালোচনাও করেন তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ ৷ কীর্তি আজাদের বাইরে একমাত্র প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে এই ঘটনায় কুস্তিগীরদের পাশে দাঁড়ান ৷ এরপর দেশকে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ দেওয়া দল বিবৃতি প্রকাশ করে কুস্তিগীরদের পাশে দাঁড়ায় ।

আরও পড়ুন: কুস্তিগীরদের কোনও হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আর্জি 83-র বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের

উল্লেখ্য, গতকাল সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, 1983 সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দল একটি বিবৃতি জারি করে কুস্তিগীরদের কোনওরকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য আবেদন করেছিল ৷ সেখানে দিল্লি পুলিশের কুস্তিগীরদের হেনস্থা এবং টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দাও করা হয় ৷ পাশাপাশি, কুস্তিগীররা যাতে পদক বিসর্জনের মতো চরম পদক্ষেপ না নেন, সেই অনুরোধ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.