ETV Bharat / sports

IND vs SL 1st Test : অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া পন্থের, লঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

এদিন কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে শততম টেস্ট ম্যাচের সংবর্ধনা নেওয়ার সময়েও আবেগ বাঁধ মানেনি 70টি আন্তর্জাতিক শতরানের মালিকের (Virat Kohli gets special 100th test match cap from his childhood hero Rahul Dravid) ৷ স্মারক হিসেবে দ্রাবিড়ের হাত থেকে বিশেষ ক্যাপ সংগ্রহ করে কোহলি বলেন, "বিসিসিআই-কে ধন্যবাদ ছেলেবেলার নায়কের হাত থেকে শততম টেস্ট ম্যাচের বিশেষ ক্যাপ সংগ্রহ করার সুযোগ দেওয়ায় ৷"

IND vs SL Test
অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া পন্থের, লঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত
author img

By

Published : Mar 4, 2022, 4:51 PM IST

Updated : Mar 4, 2022, 7:07 PM IST

মোহালি, 4 মার্চ : শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে প্রথম টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরির দোরগোড়ায় আটকে গেলেন ঋষভ পন্থ ৷ মাত্র চার রানের জন্য শতরান মাঠে রেখে আসেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ৷ 97 বলে 96 রান করে লাকমলের বল বোল্ড হন পন্থ (Rishabh Pant Scores 96 in 97 balls) ৷ তবে প্যাভিলিয়নে ফেরার আগে দুরন্ত ইনিংস খেলে দলকে চালকের আসেনে পৌঁছে দেন তিনি ৷ প্রথম টেস্টের প্রথম দিনের শেষে রানের পাহাড়ে ভারত ৷ দিনের শেষে 6 উইকেটে 357 রান তুলেছে টিম ইন্ডিয়া ৷

দিনের শেষবেলায় পন্থ ফিরে যাওয়ার পর রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বাঁধেন রবিচন্দ্রন অশ্বিন । দিনের শেষে জাদেজা ৪৫ এবং অশ্বিন ১০ রানে অপরাজিত রয়েছেন । তবে পন্থ-জাদেজার সেঞ্চুরি পার্টনারশিপে রানের পাহাড়ে উঠে ভারত । মাত্র চার রানের জন্য টেস্টে পঞ্চম ও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট শতরানের স্বাদ পেলেন না পন্থ । ৯৬ রানের ইনিংসে ৯টি ছয় ও চারটি বাউন্ডারি মারেন তিনি । এর আগে হাফ-সেঞ্চুরি করেন হনুমা বিহারী । ব্যক্তিগত ৫৮ রান করে আউট হন তিনি । এছাড়া শ্রেয়স আইয়ার ২৭ রান করেন ।

মোহালিতে লঙ্কার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে শুরুটা মন্দ হয়নি ভারতের ৷ তবে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ইনিংস লম্বা হয়নি রোহিত শর্মার ৷ 28 বলে 29 রান করে প্যাভিলিয়ানের পথ ধরেন ক্যাপ্টেন রোহিত ৷ ওপেনিং জুটিতে অর্ধশতরান পূর্ণ করে দ্বীপরাষ্ট্রের বোলারদের উপর জাঁকিয়ে বসার ইঙ্গিত দিয়েছিল রোহিত-ময়াঙ্ক জুটি ৷ কিন্তু দলীয় 52 রানের মাথাতেই ছন্দপতন ৷ সীমিত ওভারের মেজাজে শুরু করা রোহিত লাহিরু কুমারার ডেলিভারিতে সুরঙ্গা লাকমলের হাতে ধরা পড়েন ৷ আশা জাগিয়েও ব্যর্থ হন তাঁর ওপেনিং পার্টনার ময়াঙ্ক আগরওয়াল ৷ 49 বলে 33 রান করেন তিনি ৷

আরও পড়ুন : সঙ্গী অনুষ্কা, ছেলেবেলার নায়কের থেকে শততম ম্যাচের স্মারক পেয়ে আপ্লুত বিরাট

যদিও দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হারের ভূত ঝেড়ে ফেলে বিরাট কোহলির শততম টেস্টে শুরু মন্দ হয়নি ভারতের ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথমে সেশনে 109 রান তোলে ভারত ৷ তবে লাঞ্চের পর কোহলিও প্যাভিলিয়নে ফেরেন ৷ শততম টেস্টে 5 রানের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয় বিরাটের ৷ 76 বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি সহযোগে 45 রান করে আউট হন কোহলি ৷ এদিন কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে শততম টেস্ট ম্যাচের সংবর্ধনা নেওয়ার সময়েও আবেগ বাঁধ মানেনি 70টি আন্তর্জাতিক শতরানের মালিকের (Virat Kohli gets special 100th test match cap from his childhood hero Rahul Dravid) ৷ স্মারক হিসেবে দ্রাবিড়ের হাত থেকে বিশেষ ক্যাপ সংগ্রহ করে কোহলি বলেন, "বিসিসিআই-কে ধন্যবাদ ছেলেবেলার নায়কের হাত থেকে শততম টেস্ট ম্যাচের বিশেষ ক্যাপ সংগ্রহ করার সুযোগ দেওয়ায় ৷"

মোহালি, 4 মার্চ : শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে প্রথম টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরির দোরগোড়ায় আটকে গেলেন ঋষভ পন্থ ৷ মাত্র চার রানের জন্য শতরান মাঠে রেখে আসেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ৷ 97 বলে 96 রান করে লাকমলের বল বোল্ড হন পন্থ (Rishabh Pant Scores 96 in 97 balls) ৷ তবে প্যাভিলিয়নে ফেরার আগে দুরন্ত ইনিংস খেলে দলকে চালকের আসেনে পৌঁছে দেন তিনি ৷ প্রথম টেস্টের প্রথম দিনের শেষে রানের পাহাড়ে ভারত ৷ দিনের শেষে 6 উইকেটে 357 রান তুলেছে টিম ইন্ডিয়া ৷

দিনের শেষবেলায় পন্থ ফিরে যাওয়ার পর রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বাঁধেন রবিচন্দ্রন অশ্বিন । দিনের শেষে জাদেজা ৪৫ এবং অশ্বিন ১০ রানে অপরাজিত রয়েছেন । তবে পন্থ-জাদেজার সেঞ্চুরি পার্টনারশিপে রানের পাহাড়ে উঠে ভারত । মাত্র চার রানের জন্য টেস্টে পঞ্চম ও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট শতরানের স্বাদ পেলেন না পন্থ । ৯৬ রানের ইনিংসে ৯টি ছয় ও চারটি বাউন্ডারি মারেন তিনি । এর আগে হাফ-সেঞ্চুরি করেন হনুমা বিহারী । ব্যক্তিগত ৫৮ রান করে আউট হন তিনি । এছাড়া শ্রেয়স আইয়ার ২৭ রান করেন ।

মোহালিতে লঙ্কার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে শুরুটা মন্দ হয়নি ভারতের ৷ তবে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ইনিংস লম্বা হয়নি রোহিত শর্মার ৷ 28 বলে 29 রান করে প্যাভিলিয়ানের পথ ধরেন ক্যাপ্টেন রোহিত ৷ ওপেনিং জুটিতে অর্ধশতরান পূর্ণ করে দ্বীপরাষ্ট্রের বোলারদের উপর জাঁকিয়ে বসার ইঙ্গিত দিয়েছিল রোহিত-ময়াঙ্ক জুটি ৷ কিন্তু দলীয় 52 রানের মাথাতেই ছন্দপতন ৷ সীমিত ওভারের মেজাজে শুরু করা রোহিত লাহিরু কুমারার ডেলিভারিতে সুরঙ্গা লাকমলের হাতে ধরা পড়েন ৷ আশা জাগিয়েও ব্যর্থ হন তাঁর ওপেনিং পার্টনার ময়াঙ্ক আগরওয়াল ৷ 49 বলে 33 রান করেন তিনি ৷

আরও পড়ুন : সঙ্গী অনুষ্কা, ছেলেবেলার নায়কের থেকে শততম ম্যাচের স্মারক পেয়ে আপ্লুত বিরাট

যদিও দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হারের ভূত ঝেড়ে ফেলে বিরাট কোহলির শততম টেস্টে শুরু মন্দ হয়নি ভারতের ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথমে সেশনে 109 রান তোলে ভারত ৷ তবে লাঞ্চের পর কোহলিও প্যাভিলিয়নে ফেরেন ৷ শততম টেস্টে 5 রানের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয় বিরাটের ৷ 76 বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি সহযোগে 45 রান করে আউট হন কোহলি ৷ এদিন কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে শততম টেস্ট ম্যাচের সংবর্ধনা নেওয়ার সময়েও আবেগ বাঁধ মানেনি 70টি আন্তর্জাতিক শতরানের মালিকের (Virat Kohli gets special 100th test match cap from his childhood hero Rahul Dravid) ৷ স্মারক হিসেবে দ্রাবিড়ের হাত থেকে বিশেষ ক্যাপ সংগ্রহ করে কোহলি বলেন, "বিসিসিআই-কে ধন্যবাদ ছেলেবেলার নায়কের হাত থেকে শততম টেস্ট ম্যাচের বিশেষ ক্যাপ সংগ্রহ করার সুযোগ দেওয়ায় ৷"

Last Updated : Mar 4, 2022, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.