ETV Bharat / sports

Rishabh Pant Recovery: নেটে ফিরলেন ঋষভ, পন্তের অগ্রগতিতে খুশি চিকিৎসকরা - যশপ্রীত বুমরা

Rishabh Pant commence Batting and Keeping: বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ঋষভ পন্ত ৷ সেখানেই নেটে ব্যাটিং ও কিপিং শুরু করলেন জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ৷ ঋষভের অগ্রগতিতে খুশি চিকিৎসকরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 21, 2023, 10:07 PM IST

Updated : Jul 21, 2023, 11:06 PM IST

বেঙ্গালুরু, 21 জুলাই: অবশেষে ব্যাট হাতে বাইশ গজে নেমে পড়লেন ঋষভ পন্ত । দুর্ঘটনার কবলে পড়ার পরে প্রথমবার ব্যাট হাতে দাঁড়ালেন ভারতীয় দলের স্টাম্পার-ব্যাটার । এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণাদের সঙ্গে রি-হ্যাব করছেন ঋষভও ।

বোর্ড সচিব জয় শাহ এই তিন ক্রিকেটারের ফিটনেস সংক্রান্ত বিষয়ে জানিয়েছেন, “ঋষভ পন্তের রি-হ্যাবের যথেষ্ট অগ্রগতি হয়েছে । নেটে ব্যাটিং এবং কিপিং করেছেন । ওনার জন্য যে বিশেষ ফিটনেস ট্রেনিং চার্ট করা হয়েছে সেই মতোই সমস্ত কিছু চলছে । স্ট্রেন্থ, পেশির নমনীয়তা এবং দৌড়ের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে ।” চলতি বছরের অক্টোবর মাসে দেশে ওডিআই বিশ্বকাপ । তার আগে চোট পাওয়া গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের দ্রুত ফিট করে তোলার চেষ্টা হচ্ছে । সেই তালিকায় ঋষভ পন্ত থাকলেও তিনি কতটা ম্যাচ ফিট হতে পারবেন, তা নিয়ে সন্দিহান প্রাক্তন ক্রিকেটাররা ।

গত বছরের শেষে দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে বেশ কিছুদিন ভরতি ছিলেন টিম ইন্ডিয়ার এই স্টাম্পার। সেখান থেকে সুস্থ হয়ে ফিরলেও দীর্ঘসময় বাড়িতে ছিলেন । ধীরে ধীরে বাইরে বেরনো শুরু করেছিলেন । আইপিএলের ম্যাচ দেখতে স্টেডিয়ামেও উপস্থিত ছিলেন । পাশাপাশি মাঠে ফেরার প্রস্তুতি চলছিল । অবশেষে ব্যাটিং এবং কিপিং করা শুরু করলেন । যা সত্যিই আশার খবর ।

আরও পড়ুন: ক্যারিবিয়ান সফরের মাঝেই মগজে এশিয়া কাপ, পাকিস্তান নিয়ে ভাবিত নন দ্রাবিড়

বোর্ডের তরফে জানানো হয়েছে দুই পেসার যশপ্রীত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণার রি-হ্যাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে । দু'জনেই পুরোদমে নেটে বোলিং করছেন । ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি দু'জনের জন্য প্র্যাকটিস ম্যাচ আয়োজন করছে । সেখানে দু'জনেই বল করবেন । বোর্ডের চিকিৎসকরা এই দুই ক্রিকেটারের ফিটনেসের অগ্রগতিতে খুশি । প্র্যাকটিস ম্যাচে তাঁরা কেমন বল করেন তা দেখার পরেই প্রত্যাবর্তনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা । সূত্রের খবর, আয়ারল্যান্ড সফরে বুমরাকে হয়তো বল করতে দেখা যাবে ।

কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারও নেটে ব্যাটিং শুরু করছেন । তাঁরাও স্ট্রেন্থ বাড়ানোর ট্রেনিং করছেন । বোর্ডের চিকিৎসকরা এই দুই ক্রিকেটারের অগ্রগতিতে খুশি । আগামীতে আরও বেশি করে ফিটনেস ট্রেনিং করিয়ে প্রত্যাবর্তনের জন্য তৈরি করানো হবে । তবে বুমরার ফিট হয়ে ওঠার উজ্জ্বল পরিস্থিতির মধ্যে ঋষভের নেটে ব্যাটিং এবং কিপিং করার খবর আশার সঞ্চার করেছে ।

আরও পড়ুন: ক্যারিবিয়ান সফরে ‘কিং কোহলি', 5 বছর পর বিদেশের মাটিতে ‘বিরাট’ শতরান

বেঙ্গালুরু, 21 জুলাই: অবশেষে ব্যাট হাতে বাইশ গজে নেমে পড়লেন ঋষভ পন্ত । দুর্ঘটনার কবলে পড়ার পরে প্রথমবার ব্যাট হাতে দাঁড়ালেন ভারতীয় দলের স্টাম্পার-ব্যাটার । এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণাদের সঙ্গে রি-হ্যাব করছেন ঋষভও ।

বোর্ড সচিব জয় শাহ এই তিন ক্রিকেটারের ফিটনেস সংক্রান্ত বিষয়ে জানিয়েছেন, “ঋষভ পন্তের রি-হ্যাবের যথেষ্ট অগ্রগতি হয়েছে । নেটে ব্যাটিং এবং কিপিং করেছেন । ওনার জন্য যে বিশেষ ফিটনেস ট্রেনিং চার্ট করা হয়েছে সেই মতোই সমস্ত কিছু চলছে । স্ট্রেন্থ, পেশির নমনীয়তা এবং দৌড়ের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে ।” চলতি বছরের অক্টোবর মাসে দেশে ওডিআই বিশ্বকাপ । তার আগে চোট পাওয়া গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের দ্রুত ফিট করে তোলার চেষ্টা হচ্ছে । সেই তালিকায় ঋষভ পন্ত থাকলেও তিনি কতটা ম্যাচ ফিট হতে পারবেন, তা নিয়ে সন্দিহান প্রাক্তন ক্রিকেটাররা ।

গত বছরের শেষে দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে বেশ কিছুদিন ভরতি ছিলেন টিম ইন্ডিয়ার এই স্টাম্পার। সেখান থেকে সুস্থ হয়ে ফিরলেও দীর্ঘসময় বাড়িতে ছিলেন । ধীরে ধীরে বাইরে বেরনো শুরু করেছিলেন । আইপিএলের ম্যাচ দেখতে স্টেডিয়ামেও উপস্থিত ছিলেন । পাশাপাশি মাঠে ফেরার প্রস্তুতি চলছিল । অবশেষে ব্যাটিং এবং কিপিং করা শুরু করলেন । যা সত্যিই আশার খবর ।

আরও পড়ুন: ক্যারিবিয়ান সফরের মাঝেই মগজে এশিয়া কাপ, পাকিস্তান নিয়ে ভাবিত নন দ্রাবিড়

বোর্ডের তরফে জানানো হয়েছে দুই পেসার যশপ্রীত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণার রি-হ্যাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে । দু'জনেই পুরোদমে নেটে বোলিং করছেন । ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি দু'জনের জন্য প্র্যাকটিস ম্যাচ আয়োজন করছে । সেখানে দু'জনেই বল করবেন । বোর্ডের চিকিৎসকরা এই দুই ক্রিকেটারের ফিটনেসের অগ্রগতিতে খুশি । প্র্যাকটিস ম্যাচে তাঁরা কেমন বল করেন তা দেখার পরেই প্রত্যাবর্তনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা । সূত্রের খবর, আয়ারল্যান্ড সফরে বুমরাকে হয়তো বল করতে দেখা যাবে ।

কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারও নেটে ব্যাটিং শুরু করছেন । তাঁরাও স্ট্রেন্থ বাড়ানোর ট্রেনিং করছেন । বোর্ডের চিকিৎসকরা এই দুই ক্রিকেটারের অগ্রগতিতে খুশি । আগামীতে আরও বেশি করে ফিটনেস ট্রেনিং করিয়ে প্রত্যাবর্তনের জন্য তৈরি করানো হবে । তবে বুমরার ফিট হয়ে ওঠার উজ্জ্বল পরিস্থিতির মধ্যে ঋষভের নেটে ব্যাটিং এবং কিপিং করার খবর আশার সঞ্চার করেছে ।

আরও পড়ুন: ক্যারিবিয়ান সফরে ‘কিং কোহলি', 5 বছর পর বিদেশের মাটিতে ‘বিরাট’ শতরান

Last Updated : Jul 21, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.