ETV Bharat / sports

Rishabh Pant Treatment Update: এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বইয়ে ঋষভ, নিয়ে আসা হল কোকিলাবেন হাসপাতালে - কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল

ঋষভ পন্তের আরও ভালো চিকিৎসা এবং অস্ত্রোপচারের প্রয়োজন ৷ তাই এদিন তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি করল বিসিসিআই (Rishabh Pant Brought to Mumbai by Air Ambulance) ৷

Rishabh Pant Brought to Mumbai by Air Ambulance ETV BHARAT
মুম্বইয়ে নিয়ে আসা হল ঋষভকে
author img

By

Published : Jan 4, 2023, 7:37 PM IST

মুম্বই, 4 জানুয়ারি: দেরাদুনের ম্যাক্স হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল (Kokilaben Dhirubhai Ambani Hospital) অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউটে নিয়ে আসা হল ঋষভ পন্তকে ৷ মূলত, বিসিসিআই (BCCI)-এর উদ্যোগেই ভারতীয় উইকেট-কিপার ব্যাটারকে মুম্বই উড়িয়ে নিয়ে আসা হয়েছে ৷ সঙ্গে ছিলেন তাঁর মা এবং হাসপাতালের অর্থোস্কোপি বিভাগ ও স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধানরা ৷ ছিলেন কোকিলাবেন হাসপাতালের চিকিৎসকরাও ৷

এদিন বিসিসিআই-এর তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে সচিব জয় শাহ জানিয়েছেন, ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্তকে এয়ার লিফট করে মুম্বই নিয়ে আসা হবে ৷ গত 30 ডিসেম্বর রুরকিতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ঋষভ ৷ সেদিন থেকেই দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভরতি ছিলেন ৷ তাঁর জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে ৷ ডক্টর দিনশা পারদিওয়ালার তত্ত্বাবধানে কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলবে ঋষভের ৷ তিনি কোকিলাবেন হাসপাতালের স্পোর্টস মেডিসিন সেন্টারের প্রধান ৷ পাশাপাশি হাসপাতালের অর্থোস্কোপি ও শোল্ডার সার্ভিস বিভাগের ডিরেক্টর তাঁর চিকিৎসা করবেন ৷

বিসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঋষভের লিগামেন্ট টিয়ারের জন্য অস্ত্রোপচার করা হবে ৷ সেই সঙ্গে লিগামেন্টের চিকিৎসার জন্য পরবর্তী পদক্ষেপগুলিও সেখানেই নেওয়া হবে ৷ আর ঋষভের চিকিৎসা পদ্ধতির উপর বিসিসিআই-এর মেডিক্যাল টিম নজর রাখবে ৷ পাশাপাশি, অন্যান্য যা চিকিৎসা হবে তা সবই বিসিসিআই মেডিক্যাল টিম নজরে রাখবে ৷ এমনকী চিকিৎসা পরবর্তী রিহ্যাবের ক্ষেত্রেও ঋষভকে সবরকম সাহায্য করবে বিসিসিআই ৷

আরও পড়ুন: আজই এয়ারলিফটে মুম্বই আনা হচ্ছে ঋষভ পন্তকে

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এও জানানো হয়েছে, ঋষভের চিকিৎসায় যা যা করণীয়, তা সব করবে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ আর এই পুরো প্রক্রিয়ায় বোর্ড ঋষভকে সবরকমভাবে সাহায্য করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷ উল্লেখ্য, গত 30 ডিসেম্বর রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার জেরে ঋষভের শরীরে একাধিক আঘাত লেগেছে ৷ সবচেয়ে বড় বাঁ-পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাঁর ৷ এই পরিস্থিতিতে গত ছ'দিনে কোনও ওষুধ কাজ করেনি ৷ এদিন সংবাদমাধ্যমের ক্যামেরা থেকে আহত ঋষভকে বাঁচাতে চাদর দিয়ে ঢেকে দেরাদুনের হাসপাতাল থেকে বের করা হয় ৷

মুম্বই, 4 জানুয়ারি: দেরাদুনের ম্যাক্স হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল (Kokilaben Dhirubhai Ambani Hospital) অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউটে নিয়ে আসা হল ঋষভ পন্তকে ৷ মূলত, বিসিসিআই (BCCI)-এর উদ্যোগেই ভারতীয় উইকেট-কিপার ব্যাটারকে মুম্বই উড়িয়ে নিয়ে আসা হয়েছে ৷ সঙ্গে ছিলেন তাঁর মা এবং হাসপাতালের অর্থোস্কোপি বিভাগ ও স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধানরা ৷ ছিলেন কোকিলাবেন হাসপাতালের চিকিৎসকরাও ৷

এদিন বিসিসিআই-এর তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে সচিব জয় শাহ জানিয়েছেন, ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্তকে এয়ার লিফট করে মুম্বই নিয়ে আসা হবে ৷ গত 30 ডিসেম্বর রুরকিতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ঋষভ ৷ সেদিন থেকেই দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভরতি ছিলেন ৷ তাঁর জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে ৷ ডক্টর দিনশা পারদিওয়ালার তত্ত্বাবধানে কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলবে ঋষভের ৷ তিনি কোকিলাবেন হাসপাতালের স্পোর্টস মেডিসিন সেন্টারের প্রধান ৷ পাশাপাশি হাসপাতালের অর্থোস্কোপি ও শোল্ডার সার্ভিস বিভাগের ডিরেক্টর তাঁর চিকিৎসা করবেন ৷

বিসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঋষভের লিগামেন্ট টিয়ারের জন্য অস্ত্রোপচার করা হবে ৷ সেই সঙ্গে লিগামেন্টের চিকিৎসার জন্য পরবর্তী পদক্ষেপগুলিও সেখানেই নেওয়া হবে ৷ আর ঋষভের চিকিৎসা পদ্ধতির উপর বিসিসিআই-এর মেডিক্যাল টিম নজর রাখবে ৷ পাশাপাশি, অন্যান্য যা চিকিৎসা হবে তা সবই বিসিসিআই মেডিক্যাল টিম নজরে রাখবে ৷ এমনকী চিকিৎসা পরবর্তী রিহ্যাবের ক্ষেত্রেও ঋষভকে সবরকম সাহায্য করবে বিসিসিআই ৷

আরও পড়ুন: আজই এয়ারলিফটে মুম্বই আনা হচ্ছে ঋষভ পন্তকে

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এও জানানো হয়েছে, ঋষভের চিকিৎসায় যা যা করণীয়, তা সব করবে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ আর এই পুরো প্রক্রিয়ায় বোর্ড ঋষভকে সবরকমভাবে সাহায্য করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷ উল্লেখ্য, গত 30 ডিসেম্বর রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার জেরে ঋষভের শরীরে একাধিক আঘাত লেগেছে ৷ সবচেয়ে বড় বাঁ-পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাঁর ৷ এই পরিস্থিতিতে গত ছ'দিনে কোনও ওষুধ কাজ করেনি ৷ এদিন সংবাদমাধ্যমের ক্যামেরা থেকে আহত ঋষভকে বাঁচাতে চাদর দিয়ে ঢেকে দেরাদুনের হাসপাতাল থেকে বের করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.