ETV Bharat / sports

Ricky Ponting on Rishabh : গিলক্রিস্ট এবং ঋষভের খেলার ধরন অনেকটা এক, মত পন্টিংয়ের - Ricky Ponting Compares Rishabh Pant with Adam Gilchrist

ঋষভ পন্থ এবং অ্যাডম গিলক্রিস্টের খেলার ধরন অনেকটাই এক ৷ এমনটাই মনে করেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting Compares Rishabh Pant with Adam Gilchrist) ৷ আইসিসি’র এক রিভিউতে একথা জানিয়েছেন তিনি ৷ তবে, গিলক্রিস্টের সঙ্গে ঋষভকে তুলনা করার মতো সময় এখনও আসেনি বলেও উল্লেখ করেছেন রিকি ৷

Ricky Ponting Compare Rishabh Pant with Adam Gilchrist
Ricky Ponting Compare Rishabh Pant with Adam Gilchrist
author img

By

Published : Feb 11, 2022, 5:16 PM IST

দুবাই, 11 ফেব্রুয়ারি : অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে ঋষভ পন্থের তুলনা ! আর এই তুলনাটা করেছেন স্বয়ং প্রাক্তন অজি অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং ৷ তাঁর মতে, দু’জনের খেলার ধরন অনেকটাই এক (Ricky Ponting Compares Rishabh Pant with Adam Gilchrist) ৷ তবে, তারপরেই কিছুটা সাবধানী রিকি ৷ জানিয়েছেন, ঋষভকে আগে ভারতের হয়ে 50-60টি টেস্ট খেলতে হবে ৷ তারপর প্রাক্তন অজি উইকেটকিপার ব্যাটারের সঙ্গে তুলনায় আসবেন পন্থ ৷

প্রসঙ্গত, আইপিএলে গত কয়েকবছরে ঋষভ পন্থকে খুব কাছ থেকে দেখেছেন রিকি পন্টিং ৷ বিশেষ করে শেষ দু’বছরে ঋষভ দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর, দু’জনে আরও কাছ থেকে কাজ করছেন ৷ সেই সূত্রেই দিল্লির এই বাঁ হাতি উইকেটকিপার ব্যাটার সম্পর্কে এদিন এই মন্তব্য করেছেন রিকি পন্টিং ৷

আরও পড়ুন : IND vs WI 3rd ODI Preview : ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বদলের সম্ভাবনা ভারতীয় দলে

আইসিসি’র রিভিউতে রিকি বলেন, ‘‘হ্যাঁ, তাঁরা (ঋষভ এবং গিলক্রিস্ট) অনেকটাই একরকম ৷ ঋষভ অনেকটাই বিস্ফোরক ৷ তবে, সর্বকালের সেরা উইকেটকিপার ব্যাটারের সঙ্গে তুলনা করার আগে তাঁকে 50-60টি টেস্ট ম্যাচ খেলতে হবে ৷ পাশাপাশি, মাঠে এবং মাঠের বাইরে দুই ক্রিকেটারের আচরণও ভিন্ন বলে জানান রিকি ৷

দুবাই, 11 ফেব্রুয়ারি : অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে ঋষভ পন্থের তুলনা ! আর এই তুলনাটা করেছেন স্বয়ং প্রাক্তন অজি অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং ৷ তাঁর মতে, দু’জনের খেলার ধরন অনেকটাই এক (Ricky Ponting Compares Rishabh Pant with Adam Gilchrist) ৷ তবে, তারপরেই কিছুটা সাবধানী রিকি ৷ জানিয়েছেন, ঋষভকে আগে ভারতের হয়ে 50-60টি টেস্ট খেলতে হবে ৷ তারপর প্রাক্তন অজি উইকেটকিপার ব্যাটারের সঙ্গে তুলনায় আসবেন পন্থ ৷

প্রসঙ্গত, আইপিএলে গত কয়েকবছরে ঋষভ পন্থকে খুব কাছ থেকে দেখেছেন রিকি পন্টিং ৷ বিশেষ করে শেষ দু’বছরে ঋষভ দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর, দু’জনে আরও কাছ থেকে কাজ করছেন ৷ সেই সূত্রেই দিল্লির এই বাঁ হাতি উইকেটকিপার ব্যাটার সম্পর্কে এদিন এই মন্তব্য করেছেন রিকি পন্টিং ৷

আরও পড়ুন : IND vs WI 3rd ODI Preview : ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বদলের সম্ভাবনা ভারতীয় দলে

আইসিসি’র রিভিউতে রিকি বলেন, ‘‘হ্যাঁ, তাঁরা (ঋষভ এবং গিলক্রিস্ট) অনেকটাই একরকম ৷ ঋষভ অনেকটাই বিস্ফোরক ৷ তবে, সর্বকালের সেরা উইকেটকিপার ব্যাটারের সঙ্গে তুলনা করার আগে তাঁকে 50-60টি টেস্ট ম্যাচ খেলতে হবে ৷ পাশাপাশি, মাঠে এবং মাঠের বাইরে দুই ক্রিকেটারের আচরণও ভিন্ন বলে জানান রিকি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.