ETV Bharat / sports

Khel Ratna Rename : মোদি ও জেটলি স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হোক, টুইটারে উঠল দাবি

2020 সালের ফেব্রুয়ারি মাসে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম, যা পৃথিবীর বৃহত্তম, তার নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম করা হয় ৷ কারণ এক সময় গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি ৷ 2019 সালের সেপ্টেম্বরে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামানুসারে করা হয় অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম ৷

rajiv gandhi khel ratna award
rajiv gandhi khel ratna award
author img

By

Published : Aug 7, 2021, 9:53 AM IST

নয়াদিল্লি, 7 অগস্ট : শুক্রবার দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের নাম পরিবর্তন করেছে কেন্দ্র সরকার ৷ রাজীব গান্ধি খেল রত্ন থেকে নতুন নামকরণ করা হয়েছে কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের নামে ৷ যা টুইটার দুনিয়া ও বিরোধীরাও স্বাগত জানিয়েছে ৷ কিন্তু একইসঙ্গে দাবি উঠছে অরুণ জেটলি ও সম্প্রতি তৈরি হওয়া নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম পরিবর্তন করার ৷ এবং এই স্টেডিয়ামগুলির নামকরণ দেশর ক্রীড়া ব্যক্তিত্বদের নামে করার ৷

2020 সালের ফেব্রুয়ারি মাসে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম, যা পৃথিবীর বৃহত্তম, তার নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম করা হয় ৷ কারণ এক সময় গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি ৷ 2019 সালের সেপ্টেম্বরে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামানুসারে করা হয় অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম ৷ অরুণ জেটলিও 14 বছর দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ৷

  • मोदी जी हमें उम्मीद है आप देश के खिलाड़ियों के नाम पर और स्टेडियम के नाम,अन्य स्कीम का नाम भी रखेंगे

    अब शुरुआत हो ही गई है, तो अच्छी शुरुआत करे।
    सबसे पहले नरेन्द्र मोदी स्टेडियम व अरुण जेटली स्टेडियम के नाम बदल मिल्खा सिंह स्टेडियम रख दीजिए!

    पूरा देश आपके इस फैसले से सहमत होगा! pic.twitter.com/8bRjP6IdBh

    — Randeep Singh Surjewala (@rssurjewala) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরোধী দল জাতীয় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যওয়ালা হিন্দিতে টুইট করেন ৷ বলেন, এখন যখন সরকার শুরু করেছে, তাহলে দেশের বাকি স্টেডিয়ামগুলি, নরেন্দ্র মোদি ও অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের নামকরণও দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের নামানুসারে করা হোক ৷

  • As @narendramodi Govt renamed Rajiv Gandhi Khel Ratna Award to Major Dhyan Chand Khel Ratna Award, I would like to request them to rename Narendra Modi Stadium to Sardar Patel Stadium again. pic.twitter.com/w1ccKacK4b

    — Shankersinh Vaghela (@ShankersinhBapu) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিং বাঘেল বলেন, ‘‘ যেহতু নরেন্দ্র মোদি সরকার রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন করা হল ৷ তাই আমি ওনাদের কাছে অনুরোধ করব নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম পুনরায় সর্দার প্যাটেল স্টেডিয়াম করা হোক ৷

  • Absolutely welcome this move. Sportsman getting recognition and award being named after him or her. Hopefully start of many such things in sports #DhyanChandAward #dhyanchand ji

    — Irfan Pathan (@IrfanPathan) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান এই নাম পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন ৷ টুইট করে তিনি বলেন, ‘‘ এই পদক্ষেপকে সমর্থন করি ৷ এক ক্রীড়া ব্যক্তিত্ব পরিচিতি পায় যদি কোনও পুরস্কার তাঁর নামে হয় ৷ আশা করি ক্রীড়া ক্ষেত্রে এইরকম ঘটনা আরও দেখব ৷ আশা করি ভবিষ্যতে ক্রিকেট স্টেডিয়ামের নামকরণও ক্রীড়া ব্যক্তিত্বদের নামানুসারে হবে ৷’’

  • This is a welcome change. Thank you @narendramodi 🙏
    I also request to change the world’s largest cricket stadium’s name from Narendra Modi Stadium to Kapil Dev or Sachin stadium. https://t.co/gqzUKSGE9j

    — Amarkant Singh (@singh_amarkant) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokyo Olympics : অলিম্পিকসেও ভারত বনাম পাকিস্তান, নীরজকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নাদিম

তবে পরবর্তী পরিস্থিতি যাই হোক ৷ কেন্দ্রের এই পদক্ষেক মোটেই ভাল চোখে দেখছে না জাতীয় কংগ্রেস ৷ তাঁরা চাইছেন যখন শুরুই হয়েছে, তাহলে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হোক ৷

  • Hopefully in the future sports stadium names will be after sportsmen too.

    — Irfan Pathan (@IrfanPathan) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 7 অগস্ট : শুক্রবার দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের নাম পরিবর্তন করেছে কেন্দ্র সরকার ৷ রাজীব গান্ধি খেল রত্ন থেকে নতুন নামকরণ করা হয়েছে কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের নামে ৷ যা টুইটার দুনিয়া ও বিরোধীরাও স্বাগত জানিয়েছে ৷ কিন্তু একইসঙ্গে দাবি উঠছে অরুণ জেটলি ও সম্প্রতি তৈরি হওয়া নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম পরিবর্তন করার ৷ এবং এই স্টেডিয়ামগুলির নামকরণ দেশর ক্রীড়া ব্যক্তিত্বদের নামে করার ৷

2020 সালের ফেব্রুয়ারি মাসে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম, যা পৃথিবীর বৃহত্তম, তার নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম করা হয় ৷ কারণ এক সময় গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি ৷ 2019 সালের সেপ্টেম্বরে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামানুসারে করা হয় অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম ৷ অরুণ জেটলিও 14 বছর দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ৷

  • मोदी जी हमें उम्मीद है आप देश के खिलाड़ियों के नाम पर और स्टेडियम के नाम,अन्य स्कीम का नाम भी रखेंगे

    अब शुरुआत हो ही गई है, तो अच्छी शुरुआत करे।
    सबसे पहले नरेन्द्र मोदी स्टेडियम व अरुण जेटली स्टेडियम के नाम बदल मिल्खा सिंह स्टेडियम रख दीजिए!

    पूरा देश आपके इस फैसले से सहमत होगा! pic.twitter.com/8bRjP6IdBh

    — Randeep Singh Surjewala (@rssurjewala) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরোধী দল জাতীয় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যওয়ালা হিন্দিতে টুইট করেন ৷ বলেন, এখন যখন সরকার শুরু করেছে, তাহলে দেশের বাকি স্টেডিয়ামগুলি, নরেন্দ্র মোদি ও অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের নামকরণও দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের নামানুসারে করা হোক ৷

  • As @narendramodi Govt renamed Rajiv Gandhi Khel Ratna Award to Major Dhyan Chand Khel Ratna Award, I would like to request them to rename Narendra Modi Stadium to Sardar Patel Stadium again. pic.twitter.com/w1ccKacK4b

    — Shankersinh Vaghela (@ShankersinhBapu) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিং বাঘেল বলেন, ‘‘ যেহতু নরেন্দ্র মোদি সরকার রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন করা হল ৷ তাই আমি ওনাদের কাছে অনুরোধ করব নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম পুনরায় সর্দার প্যাটেল স্টেডিয়াম করা হোক ৷

  • Absolutely welcome this move. Sportsman getting recognition and award being named after him or her. Hopefully start of many such things in sports #DhyanChandAward #dhyanchand ji

    — Irfan Pathan (@IrfanPathan) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান এই নাম পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন ৷ টুইট করে তিনি বলেন, ‘‘ এই পদক্ষেপকে সমর্থন করি ৷ এক ক্রীড়া ব্যক্তিত্ব পরিচিতি পায় যদি কোনও পুরস্কার তাঁর নামে হয় ৷ আশা করি ক্রীড়া ক্ষেত্রে এইরকম ঘটনা আরও দেখব ৷ আশা করি ভবিষ্যতে ক্রিকেট স্টেডিয়ামের নামকরণও ক্রীড়া ব্যক্তিত্বদের নামানুসারে হবে ৷’’

  • This is a welcome change. Thank you @narendramodi 🙏
    I also request to change the world’s largest cricket stadium’s name from Narendra Modi Stadium to Kapil Dev or Sachin stadium. https://t.co/gqzUKSGE9j

    — Amarkant Singh (@singh_amarkant) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokyo Olympics : অলিম্পিকসেও ভারত বনাম পাকিস্তান, নীরজকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নাদিম

তবে পরবর্তী পরিস্থিতি যাই হোক ৷ কেন্দ্রের এই পদক্ষেক মোটেই ভাল চোখে দেখছে না জাতীয় কংগ্রেস ৷ তাঁরা চাইছেন যখন শুরুই হয়েছে, তাহলে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হোক ৷

  • Hopefully in the future sports stadium names will be after sportsmen too.

    — Irfan Pathan (@IrfanPathan) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.