আমেদাবাদ, 28 এপ্রিল : আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঘটনার ঘনঘটা ৷ দুটি অর্ধেই ব্যাটে ঝড় উঠল ৷ উঠল প্রাকৃতিক ঝড়ও ৷ চলল জেতার মরিয়া চেষ্টা ৷ আর শেষ বলের থ্রিলারে 1 রানে জিতে বাজিমাত করল আরসিবি ৷ টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল মঙ্গলবারের দিল্লি ক্যাপিটালস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ ৷
আরসিবির মতোই চলতি আইপিএলে ধারাবাহিক এবি ডিভিলিয়ার্স ৷ তাঁর 42 বলে 75 রানের ইনিংসে স্কোরবোর্ডের উঠল 171 রান ৷ আর সেই রান তাড়া করতে গিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করলেন ঋষভ পন্থ, সিমরন হেটমায়াররা ৷ দুজনেই অর্ধশতরান করলেন ৷ কিন্তু শেষ পর্যন্ত মাঠে থেকে দলকে জিতিয়ে ফিরতে পারলেন না ৷ শেষের ওভারে মহম্মদ সিরাজের আক্রমণের সামনে মাত্র 1 রানের জন্য আটকে গেল দিল্লি ৷
প্রথম পাওয়ারপ্লেতে দুই ওপেনার বিরাট কোহলি ও দেবদত্ত পড়িক্কলের উইকেট হারায় আরসিবি ৷ 25 রানে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও ৷ ডিভিলিয়ার্স যখন মাঠে নামলেন তখন 60 রানে তিনটি উইকেট হারিয়ে ফেলেছে আরসিবি ৷ এতক্ষণ ব্যাঙ্গালোরকে চেপে ধরেছিল ইশান্ত শর্মা, আবেশ খান, অক্ষর প্যাটেলরা ৷ ডিভিলিয়ার্স নেমেই তাণ্ডব শুরু করেন ৷ রজত পাতিদার (31) ছাড়া অন্য কারও তেমন সাহায্য না পেলেও এবি-র ব্যাটে তাণ্ডব চলতে থাকে ৷ পাঁচটি ছয় ও তিনটি চারের সাহায্যে 42 বলে 75 রান করেন ৷
![হেটমায়ারকে সান্ত্বনা কোহলি-ম্যাক্সওয়েলদের](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11562415_ipl.jpg)
আরও পড়ুন : আইপিএল শেষে নিরাপদে দেশে ফেরাতে বিদেশি ক্রিকেটারদের আশ্বস্ত করল বিসিসিআই
দিল্লির ইনিংসের শুরুটাও হয় একইভাবে ৷ দ্বিতীয় ও তৃতীয় ওভারে শিখর ধাওয়ান (6) এবং স্টিভ স্মিথ (4) দ্রুত ফেরেন ৷ 18 বলে 21 রান করে ফেরেন পৃথ্বী শ ৷ এরপর ম্যাচের হাল ধরেন অধিনায়ক ঋষভ পন্থ ৷ মার্কাস স্টইনিসের (22) পর সিমরন হেটমায়ারকে সঙ্গে নিয়ে দলকে জেতানোর লক্ষ্যে নামেন ৷ একসময় মনে হচ্ছিল এই দুজনই ম্যাচ জিতিয়ে দেবেন ৷ শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 14 রান ৷ স্নায়ুর চাপ সামলে মহম্মদ সিরাজের একের পর এক ইয়র্কারে বেসামাল দিল্লি প্রথম চার বলে মাত্র চার রান তুলতে পারে ৷ শেষ দুটি বলে পন্থ বাউন্ডারি হাঁকান ৷ ওভারে ওঠে 12 রান ৷ ফলে 1 রানের জন্য আটকে যায় দিল্লি ক্যাপিটালস ৷
এই জয়ে 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল আরসিবি ৷ সমসংখ্যক ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি ৷