ETV Bharat / sports

Rohit Sharma on Ashwin: স্পিনিং অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপের দৌড়ে রয়েছেন অশ্বিন, জানালেন রোহিত - আইসিসি বিশ্বকাপ

Shreyas Iyer is 99 percent match fit: অক্ষর প্যাটেলের চোটের জেরে, বিশ্বকাপে রবিচন্দ্রন অশ্বিনের নাম আবারও ভেসে উঠেছে ৷ আর এই সম্ভাবনার কথা অধিনায়ক রোহিত শর্মা নিজেই জানিয়েছেন ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 5:45 PM IST

Updated : Sep 18, 2023, 5:54 PM IST

কলম্বো, 18 সেপ্টেম্বর: ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় এখনও রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন রোহিত শর্মা ৷ অক্ষর প্যাটেলের হাতে চোটের কারণে, হঠাৎই আলোচনায় উঠে এসেছেন ভারতের এক নম্বর স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ৷ এশিয়া কাপ ফাইনালের পর সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা জানিয়েছেন, স্পিনার এবং অলরাউন্ডার হিসেবে অশ্বিন এখনও লাইনে রয়েছেন ৷ তবে অক্ষর প্যাটেলের হাতের চোট নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি রোহিত ৷ অন্যদিকে শ্রেয়স আইয়ার 99 শতাংশ ম্যাচ ফিট বলে দাবি করেছেন ভারত অধিনায়ক ৷

নিয়ম মেনে সোমবারই বিশ্বকাপের চূড়ান্ত দল আইসিসি'র কাছে জমা দেবে বিসিসিআই ৷ তার আগে কয়েকটি চোট সমস্যা ভারতীয় দলকে ফের সমস্যায় ফেলেছে ৷ যার মধ্যে অন্যতম, স্পিনার-অল-রাউন্ডার অক্ষর প্যাটেল ৷ বাংলাদেশ ম্যাচে তাঁর বাঁ-হাতের কবজিতে চোট লাগে ৷ পাশাপাশি, বাঁ-হাতের আঙুলেও চোট লেগেছে ৷ যা বাঁ-হাতি স্পিনারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ৷ আর এই পরিস্থিতিতে রবিচন্দ্রন অশ্বিনের নাম ফের ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় চলে এসেছে ৷

রোহিত গতকাল সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘দেখে মনে হচ্ছে, এক সপ্তাহ বা 10 দিন সময় লাগবে চোট সারতে ৷ তবে আমি নিশ্চিত নই ৷ আমাদের দেখতে হবে, ওর চোট কী ধরনের ৷ কয়েকজন ক্রিকেটার খুব দ্রুত সুস্থ হচ্ছেন ৷ আমি আশা করব, অক্ষরের ক্ষেত্রেও সেটাই হবে ৷’’ এরপরেই অশ্বিন প্রসঙ্গ উঠে আসে সেখানে ৷ যার জবাবে রোহিত বলেন, ‘‘একজন স্পিনিং অলরাউন্ডার হিসেবে অশ্বিন দৌড়ে রয়েছে ৷ আমার ওর সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ কিন্তু, শেষ মুহূর্তের জন্য ওয়াশিংটন সুন্দরকে পাওয়া গিয়েছে ৷ কারণ ও এশিয়ান গেমসের দলে থাকায় ম্যাচ ফিট রয়েছে ৷’’

আরও পড়ুন: ভোররাতে দেশে ফিরল ভারতীয় দল, শ্রীলঙ্কার হোটেলে পাসপোর্ট ভুললেন রোহিত!

স্বাভাবিকভাবেই অক্ষরের চোটের উপর নির্ভর করছে, অশ্বিনের ভারতের বিশ্বকাপ দলে ঢোকা ৷ অন্যদিকে, শ্রেয়স আইয়ারকে নিয়ে খুব একটা চিন্তিত নন রোহিত ৷ তাঁর মতে, শ্রেয়স 99 শতাংশ ম্যাচ ফিট হয়ে গিয়েছেন ৷ নেটে ব্যাটিং করছেন ৷ এমনকি ফিল্ডিং অনুশীলনও জারি রয়েছে শ্রেয়স আইয়ারের ৷ সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সিরিজের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে মনে করছেন রোহিত ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা আইএএনএস)

কলম্বো, 18 সেপ্টেম্বর: ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় এখনও রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন রোহিত শর্মা ৷ অক্ষর প্যাটেলের হাতে চোটের কারণে, হঠাৎই আলোচনায় উঠে এসেছেন ভারতের এক নম্বর স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ৷ এশিয়া কাপ ফাইনালের পর সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা জানিয়েছেন, স্পিনার এবং অলরাউন্ডার হিসেবে অশ্বিন এখনও লাইনে রয়েছেন ৷ তবে অক্ষর প্যাটেলের হাতের চোট নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি রোহিত ৷ অন্যদিকে শ্রেয়স আইয়ার 99 শতাংশ ম্যাচ ফিট বলে দাবি করেছেন ভারত অধিনায়ক ৷

নিয়ম মেনে সোমবারই বিশ্বকাপের চূড়ান্ত দল আইসিসি'র কাছে জমা দেবে বিসিসিআই ৷ তার আগে কয়েকটি চোট সমস্যা ভারতীয় দলকে ফের সমস্যায় ফেলেছে ৷ যার মধ্যে অন্যতম, স্পিনার-অল-রাউন্ডার অক্ষর প্যাটেল ৷ বাংলাদেশ ম্যাচে তাঁর বাঁ-হাতের কবজিতে চোট লাগে ৷ পাশাপাশি, বাঁ-হাতের আঙুলেও চোট লেগেছে ৷ যা বাঁ-হাতি স্পিনারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ৷ আর এই পরিস্থিতিতে রবিচন্দ্রন অশ্বিনের নাম ফের ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় চলে এসেছে ৷

রোহিত গতকাল সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘দেখে মনে হচ্ছে, এক সপ্তাহ বা 10 দিন সময় লাগবে চোট সারতে ৷ তবে আমি নিশ্চিত নই ৷ আমাদের দেখতে হবে, ওর চোট কী ধরনের ৷ কয়েকজন ক্রিকেটার খুব দ্রুত সুস্থ হচ্ছেন ৷ আমি আশা করব, অক্ষরের ক্ষেত্রেও সেটাই হবে ৷’’ এরপরেই অশ্বিন প্রসঙ্গ উঠে আসে সেখানে ৷ যার জবাবে রোহিত বলেন, ‘‘একজন স্পিনিং অলরাউন্ডার হিসেবে অশ্বিন দৌড়ে রয়েছে ৷ আমার ওর সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ কিন্তু, শেষ মুহূর্তের জন্য ওয়াশিংটন সুন্দরকে পাওয়া গিয়েছে ৷ কারণ ও এশিয়ান গেমসের দলে থাকায় ম্যাচ ফিট রয়েছে ৷’’

আরও পড়ুন: ভোররাতে দেশে ফিরল ভারতীয় দল, শ্রীলঙ্কার হোটেলে পাসপোর্ট ভুললেন রোহিত!

স্বাভাবিকভাবেই অক্ষরের চোটের উপর নির্ভর করছে, অশ্বিনের ভারতের বিশ্বকাপ দলে ঢোকা ৷ অন্যদিকে, শ্রেয়স আইয়ারকে নিয়ে খুব একটা চিন্তিত নন রোহিত ৷ তাঁর মতে, শ্রেয়স 99 শতাংশ ম্যাচ ফিট হয়ে গিয়েছেন ৷ নেটে ব্যাটিং করছেন ৷ এমনকি ফিল্ডিং অনুশীলনও জারি রয়েছে শ্রেয়স আইয়ারের ৷ সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সিরিজের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে মনে করছেন রোহিত ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা আইএএনএস)

Last Updated : Sep 18, 2023, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.