ETV Bharat / sports

2019-21 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট শিকারি রবিচন্দ্রন অশ্বিন

বিশ্ব টেস্ট চ্যাম্পয়িনশিপের ফাইনালে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 2 উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ আর সেই সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিজনে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ভারতীয় অফস্পিনার ৷

ravichandran-ashwin-ends-wtc-2019-21-cycle-as-leading-wicket-taker
2019-21 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট শিকারি রবিচন্দ্রন অশ্বিন
author img

By

Published : Jun 24, 2021, 1:50 PM IST

Updated : Jun 24, 2021, 3:30 PM IST

সাউদাম্পটন, 24 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিজনে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে শেষ করলেন ভারতীয় অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ৷ 71টি উইকেট নিয়েছেন তিনি ৷ বুধবার 2019-21 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে 8 উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে নিউজিল্যান্ড ৷ যা আইসিসি’র কোনও টুর্নামেন্টে কিউয়িদের জেতা দ্বিতীয় ট্রফি (2000 সালে আইসিসি নক আউট ট্রফি জিতেছিল নিউজিল্যান্ড) ৷ ফাইনালে ভারতের হয়ে দুই ইনিংস মিলিয়ে 4 উইকেট নিয়েছে তামিলনাড়ুর এই অফস্পিনার ৷

2019 সাল থেকে শুরু হওয়া প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট 14টি ম্যাচ খেলেছেন অশ্বিন ৷ বুধবার নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 2টি উইকেট নিয়েছেন তিনি ৷ অশ্বিন ছাড়া আর কোনও বোলার নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে উইকেট নিতে পারেননি ৷ যেখানে দুই কিউয়ি ওপেনার টম লেথাম এবং ডেভন কনওয়েকে স্পিনের জালে ফাঁসান রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে অশ্বিন 28 রান দিয়ে 2টি উইকেট নিয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে 17 রানে 2টি উইকেট সংগ্রহ করেন তিনি ৷ ফাইনালে 4 উইকেট নিয়ে অজি পেসার প্যাট কামিন্সকে পিছনে ফেলে 71টি উইকেট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিজনে সর্বাধিক উইকেট শিকারি হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷

আরও পড়ুন : WTC Final : স্বপ্নভঙ্গ কোহলি ব্রিগেডের, ভারতকে হারিয়ে টেস্টে বিশ্বসেরা কিউয়িরা

তবে, অশ্বিন ছাড়া দ্বিতীয় ইনিংসে আর কোনও ভারতীয় বোলারকে সেভাবে প্রভাব ফেলতে দেখা যায়নি ৷ প্রথম ইনিংসে ভারতের হয়ে 4 উইকেট নেওয়া মহম্মদ সামি, দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ভঙ্গিতে বোলিং করলেও তাঁর উইকেটের ঝুলি ফাঁকাই থেকে গিয়েছে ৷ তবে, এর জন্য অবশ্যই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এবং মিডল অর্ডারে কিউয়িদের সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ রস টেলরের ব্য়াটিং পারদর্শিতাকে কৃতিত্ব দিতেই হবে ৷

আরও পড়ুন : নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিন এক ইনিংসে সর্বোচ্চ 145 রান দিয়ে 7টি উইকেট নিয়েছেন সেই সঙ্গে একটি শতরান সহ 324 রান করেছেন চেন্নাইয়ের এই অফস্পিনার ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিজনে অশ্বিনের পরেই বল হাতে সফল বোলার অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৷ তিনি 14 টেস্ট খেলে 70টি উইকেট নিয়েছেন ৷ তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ৷ তিনি 17টি টেস্ট খেলে 69টি উইকেট নিয়েছেন ৷

সাউদাম্পটন, 24 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিজনে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে শেষ করলেন ভারতীয় অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ৷ 71টি উইকেট নিয়েছেন তিনি ৷ বুধবার 2019-21 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে 8 উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে নিউজিল্যান্ড ৷ যা আইসিসি’র কোনও টুর্নামেন্টে কিউয়িদের জেতা দ্বিতীয় ট্রফি (2000 সালে আইসিসি নক আউট ট্রফি জিতেছিল নিউজিল্যান্ড) ৷ ফাইনালে ভারতের হয়ে দুই ইনিংস মিলিয়ে 4 উইকেট নিয়েছে তামিলনাড়ুর এই অফস্পিনার ৷

2019 সাল থেকে শুরু হওয়া প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট 14টি ম্যাচ খেলেছেন অশ্বিন ৷ বুধবার নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 2টি উইকেট নিয়েছেন তিনি ৷ অশ্বিন ছাড়া আর কোনও বোলার নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে উইকেট নিতে পারেননি ৷ যেখানে দুই কিউয়ি ওপেনার টম লেথাম এবং ডেভন কনওয়েকে স্পিনের জালে ফাঁসান রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে অশ্বিন 28 রান দিয়ে 2টি উইকেট নিয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে 17 রানে 2টি উইকেট সংগ্রহ করেন তিনি ৷ ফাইনালে 4 উইকেট নিয়ে অজি পেসার প্যাট কামিন্সকে পিছনে ফেলে 71টি উইকেট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিজনে সর্বাধিক উইকেট শিকারি হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷

আরও পড়ুন : WTC Final : স্বপ্নভঙ্গ কোহলি ব্রিগেডের, ভারতকে হারিয়ে টেস্টে বিশ্বসেরা কিউয়িরা

তবে, অশ্বিন ছাড়া দ্বিতীয় ইনিংসে আর কোনও ভারতীয় বোলারকে সেভাবে প্রভাব ফেলতে দেখা যায়নি ৷ প্রথম ইনিংসে ভারতের হয়ে 4 উইকেট নেওয়া মহম্মদ সামি, দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ভঙ্গিতে বোলিং করলেও তাঁর উইকেটের ঝুলি ফাঁকাই থেকে গিয়েছে ৷ তবে, এর জন্য অবশ্যই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এবং মিডল অর্ডারে কিউয়িদের সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ রস টেলরের ব্য়াটিং পারদর্শিতাকে কৃতিত্ব দিতেই হবে ৷

আরও পড়ুন : নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিন এক ইনিংসে সর্বোচ্চ 145 রান দিয়ে 7টি উইকেট নিয়েছেন সেই সঙ্গে একটি শতরান সহ 324 রান করেছেন চেন্নাইয়ের এই অফস্পিনার ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিজনে অশ্বিনের পরেই বল হাতে সফল বোলার অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৷ তিনি 14 টেস্ট খেলে 70টি উইকেট নিয়েছেন ৷ তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ৷ তিনি 17টি টেস্ট খেলে 69টি উইকেট নিয়েছেন ৷

Last Updated : Jun 24, 2021, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.