ETV Bharat / sports

Ravi Shastri on Team India টি20তে ভীতু ছিল ভারত, রোহিতের আগ্রাসী মনোভাবে মুগ্ধ শাস্ত্রী - Asia Cup T20

ভারতীয় দলের আগ্রাসী ভূমিকার প্রশংসা করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri on Team India) ৷ ভারতীয় দলের প্রাক্তন কোচ মনে করেন, 2021 সালে টি20 বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে যাওয়ার কারণ ছিল, তাঁদের রক্ষণশীল মনোভাব ৷ তবে, রোহিত শর্মার ভারতীয় দলের আগ্রাসী মনোভাব একেবারে সঠিক বলে মনে করেন শাস্ত্রী (Ravi Shastri Praises Rohit Sharma) ৷

if-he-manages-to-get-fifty-against-pakistan-mouths-will-be-shut-says-ravi-shastri-on-virat-kohlis-form
if-he-manages-to-get-fifty-against-pakistan-mouths-will-be-shut-says-ravi-shastri-on-virat-kohlis-form
author img

By

Published : Aug 24, 2022, 12:52 PM IST

কলকাতা, 24 অগস্ট: এশিয়া কাপে ভারতীয় দলের খেলার ধরন আরও আক্রমণাত্মক হওয়া প্রয়োজন (Ravi Shastri on Team India Approach) ৷ একটি স্পোর্টস চ্যানেলে বিশেষজ্ঞ হিসাবে এমনটাই জানিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ৷ যেখানে তিনি বলেছেন, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল টি20-তে বর্তমানে যেভাবে খেলছে সেটাই সঠিক (Ravi Shastri Praises Rohit Sharma) ৷ ব্যাটিংয়ে শুরু থেকেই আক্রমণে যেতে হবে ৷ শাস্ত্রীর মতে, আগে টি20-তে ভারত কিছুটা ভয়ে ভয়ে খেলত বলে দাবি করেছেন শাস্ত্রী ৷

রবি শাস্ত্রীর কথায়, রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল যে আক্রমণাত্মক ক্রিকেট টি20-তে খেলছে, এশিয়া কাপ (Asia Cup T20) এবং অস্ট্রেলিয়ায় টি20 বিশ্বকাপে শুরু থেকেই সেই আগ্রাসী ইনিংস খেলতে হবে ভারতীয় দলকে ৷ প্রসঙ্গত, ভারতীয় ব্যাটিংয়ের রক্ষণশীল ভূমিকা নিয়ে, যে সময়ের কথা বলছেন তিনি, তখন কোচের দায়িত্বে ছিলেন স্বয়ং শাস্ত্রী ৷ প্রাক্তন ভারতীয় কোচ জানান, 2021 সালে টি20 বিশ্বকাপ থেকে শুরুতেই ভারতীয় দলের ছিটকে যাওয়ার পিছনে অন্যতম কারণ, সেই রক্ষণশীল মনোভাবই ৷

তবে, শুধু ভারতীয় দল নয় ৷ প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির খেলা নিয়েও কথা বলেন রবি শাস্ত্রী ৷ আগামী 27 অগস্ট থেকে এশিয়া কাপ টি20 শুরু হবে ৷ যে দলে বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক কেএল রাহুলের উপর নজর থাকবে ৷ কারণ, রোহিত শর্মা ছাড়াও এই দুই ব্যাটারের পারফর্ম্যান্সের উপর ভারতীয় ব্যাটিংয়ের অধিকাংশটাই নির্ভর করছে ৷ রবি শাস্ত্রীর বিশ্বাস, বিরাট এবং রাহুল দু’জনেই এই টুর্নামেন্টে ভালো খেলবেন ৷ আর ভারতের নতুন আগ্রাসী মনোভাবের সঙ্গে তাঁরা খুব দ্রুত মানিয়ে নেবেন বলেও মনে করেন তিনি ৷

আরও পড়ুন: করোনা আক্রান্ত দ্রাবিড়, এশিয়া কাপে দলের সঙ্গে থাকা নিয়ে সংশয়

শাস্ত্রীর কথায়, ‘‘কেন নয় ? তাঁরা অনেক অভিজ্ঞ খেলোয়াড় ৷ তাঁরা দু’জনেই প্রচুর আন্তর্জাতিক টি20 এবং আইপিএল খেলেছেন ৷ আর তাই তাঁদের পক্ষে এখানে মানিয়ে নেওয়াটা কোনও কঠিন ব্যাপার নয় ৷ আর হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার উপস্থিতিতে ভারতীয় ব্যাটিংয়ের গভীরতা বিশাল ৷’’ শাস্ত্রী এও মনে করেন, ভারতের টপঅর্ডার ব্যর্থ হলেও, লোয়ার অর্ডার ইনিংসকে সামাল দিতে সক্ষম ৷

কলকাতা, 24 অগস্ট: এশিয়া কাপে ভারতীয় দলের খেলার ধরন আরও আক্রমণাত্মক হওয়া প্রয়োজন (Ravi Shastri on Team India Approach) ৷ একটি স্পোর্টস চ্যানেলে বিশেষজ্ঞ হিসাবে এমনটাই জানিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ৷ যেখানে তিনি বলেছেন, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল টি20-তে বর্তমানে যেভাবে খেলছে সেটাই সঠিক (Ravi Shastri Praises Rohit Sharma) ৷ ব্যাটিংয়ে শুরু থেকেই আক্রমণে যেতে হবে ৷ শাস্ত্রীর মতে, আগে টি20-তে ভারত কিছুটা ভয়ে ভয়ে খেলত বলে দাবি করেছেন শাস্ত্রী ৷

রবি শাস্ত্রীর কথায়, রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল যে আক্রমণাত্মক ক্রিকেট টি20-তে খেলছে, এশিয়া কাপ (Asia Cup T20) এবং অস্ট্রেলিয়ায় টি20 বিশ্বকাপে শুরু থেকেই সেই আগ্রাসী ইনিংস খেলতে হবে ভারতীয় দলকে ৷ প্রসঙ্গত, ভারতীয় ব্যাটিংয়ের রক্ষণশীল ভূমিকা নিয়ে, যে সময়ের কথা বলছেন তিনি, তখন কোচের দায়িত্বে ছিলেন স্বয়ং শাস্ত্রী ৷ প্রাক্তন ভারতীয় কোচ জানান, 2021 সালে টি20 বিশ্বকাপ থেকে শুরুতেই ভারতীয় দলের ছিটকে যাওয়ার পিছনে অন্যতম কারণ, সেই রক্ষণশীল মনোভাবই ৷

তবে, শুধু ভারতীয় দল নয় ৷ প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির খেলা নিয়েও কথা বলেন রবি শাস্ত্রী ৷ আগামী 27 অগস্ট থেকে এশিয়া কাপ টি20 শুরু হবে ৷ যে দলে বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক কেএল রাহুলের উপর নজর থাকবে ৷ কারণ, রোহিত শর্মা ছাড়াও এই দুই ব্যাটারের পারফর্ম্যান্সের উপর ভারতীয় ব্যাটিংয়ের অধিকাংশটাই নির্ভর করছে ৷ রবি শাস্ত্রীর বিশ্বাস, বিরাট এবং রাহুল দু’জনেই এই টুর্নামেন্টে ভালো খেলবেন ৷ আর ভারতের নতুন আগ্রাসী মনোভাবের সঙ্গে তাঁরা খুব দ্রুত মানিয়ে নেবেন বলেও মনে করেন তিনি ৷

আরও পড়ুন: করোনা আক্রান্ত দ্রাবিড়, এশিয়া কাপে দলের সঙ্গে থাকা নিয়ে সংশয়

শাস্ত্রীর কথায়, ‘‘কেন নয় ? তাঁরা অনেক অভিজ্ঞ খেলোয়াড় ৷ তাঁরা দু’জনেই প্রচুর আন্তর্জাতিক টি20 এবং আইপিএল খেলেছেন ৷ আর তাই তাঁদের পক্ষে এখানে মানিয়ে নেওয়াটা কোনও কঠিন ব্যাপার নয় ৷ আর হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার উপস্থিতিতে ভারতীয় ব্যাটিংয়ের গভীরতা বিশাল ৷’’ শাস্ত্রী এও মনে করেন, ভারতের টপঅর্ডার ব্যর্থ হলেও, লোয়ার অর্ডার ইনিংসকে সামাল দিতে সক্ষম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.