ETV Bharat / sports

Shastri Bats for Gill: বাকি দু'টি টেস্টে গিলকে একাদশে দেখতে চান শাস্ত্রী - শুভমন গিল

শুভমন গিলকে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দু'টি টেস্টের একাদশে দেখতে চান রবি শাস্ত্রী (Ravi Shastri) ৷ পাশাপাশি কেএল রাহুলকে সাময়িক বিশ্রাম নিয়ে মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ফেরার পরামর্শ দিলেন জাতীয় দলের প্রাক্তন কোচ ৷

Etv Bharat
গিলকে একাদশে চেয়ে সুর চড়ালেন শাস্ত্রী
author img

By

Published : Feb 28, 2023, 9:29 PM IST

ইন্দোর, 28 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দু'টি টেস্টে শুভমন গিলকে (Shubman Gill) একাদশে দেখতে চান ৷ পঞ্জাব ব্যাটারের হয়ে এবার ব্যাট ধরলেন রবি শাস্ত্রী (Ravi Shastri) ৷ জাতীয় দলের প্রাক্তন কোচ জানালেন, ও রান করুক বা না-করুক, মেধার নিরিখে গিলের সুযোগ পাওয়া উচিৎ (Ravi Shastri bats for Gill in playing eleven for 3rd test) ৷

সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেট খেলছেন শুভমন গিল ৷ পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে দ্বিশতরানের পাশাপাশি দেশের পঞ্চম ব্যাটার হিসেবে তিনটি ফরম্যাটেই গড়েছেন শতরানের নজির ৷ টেস্ট ক্রিকেটে তাঁর একমাত্র শতরানটি এসেছিল গতবছরের শেষে বাংলাদেশ সফরে ৷ সবমিলিয়ে পাঁচদিনের ক্রিকেটে গিলকে খেলানো নিয়ে সরব শাস্ত্রী বলেন, "ও (গিল) এই মুহূর্তে সাংঘাতিক ভালো ফর্মে রয়েছে ৷ রান করুক বা না-করুক, ফর্ম এবং মেধার বিচারে ওর সুযোগটা প্রাপ্য ৷" শাস্ত্রী আরও যোগ করেছেন, "ও যে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছে তাতে নিঃসন্দেহে ড্রেসিংরুমে অনেক ক্রিকেটার ভাবছে কীভাবে এই ছেলেটা একাদশে সুযোগ পাচ্ছে না ৷"

অফফর্মে থাকা কেএল রাহুলকে বসিয়ে ইন্দোর টেস্টে গিলকে দেখতে চাইছেন সকলে ৷ কিন্তু তাতে আবার টিম কম্বিনেশন ভেঙে যাওয়ার আশংকা করছেন অনেকে ৷ যা ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পথে অন্তরায় হতে পারে ৷ কিন্তু শাস্ত্রী তা মানতে নারাজ ৷ তিনি জানান, একজন কোচের পক্ষে উইনিং কম্বিনেশন ভাঙাটা চ্যালেঞ্জিং, তবে তিনি অতীতে এমনটা বহুবার করেছেন ৷ একইসঙ্গে কেএল রাহুলের কাঁধেও হাত রাখছেন প্রাক্তন কোচ ৷ সেক্ষেত্রে সাময়িক বিশ্রামে গিয়ে রাহুলকে আরও শক্তিশালী হয়ে ফিরতে বলছেন শাস্ত্রী ৷

আরও পড়ুন: ইন্দোর টেস্টের একাদশে কি রাহুলের পরিবর্ত গিল ? ধোঁয়াশা জিইয়ে রাখলেন রোহিত

প্রথম দু'টি টেস্ট জিতে ইতিমধ্যেই বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রেখেছে ভারত ৷ সেক্ষেত্রে ইন্দোরেও জয়ের ধারা বজায় রেখে সিরিজ পকেটে পুরে নিতে চায় রোহিত শর্মা অ্যান্ড কোং ৷ পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য সিরিজের বাকি দু'টি টেস্ট গুরুত্বপূর্ণ ভারতের কাছে ৷ ইন্দোরে জয় পেলেই যদিও টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে তাঁরা ৷

ইন্দোর, 28 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দু'টি টেস্টে শুভমন গিলকে (Shubman Gill) একাদশে দেখতে চান ৷ পঞ্জাব ব্যাটারের হয়ে এবার ব্যাট ধরলেন রবি শাস্ত্রী (Ravi Shastri) ৷ জাতীয় দলের প্রাক্তন কোচ জানালেন, ও রান করুক বা না-করুক, মেধার নিরিখে গিলের সুযোগ পাওয়া উচিৎ (Ravi Shastri bats for Gill in playing eleven for 3rd test) ৷

সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেট খেলছেন শুভমন গিল ৷ পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে দ্বিশতরানের পাশাপাশি দেশের পঞ্চম ব্যাটার হিসেবে তিনটি ফরম্যাটেই গড়েছেন শতরানের নজির ৷ টেস্ট ক্রিকেটে তাঁর একমাত্র শতরানটি এসেছিল গতবছরের শেষে বাংলাদেশ সফরে ৷ সবমিলিয়ে পাঁচদিনের ক্রিকেটে গিলকে খেলানো নিয়ে সরব শাস্ত্রী বলেন, "ও (গিল) এই মুহূর্তে সাংঘাতিক ভালো ফর্মে রয়েছে ৷ রান করুক বা না-করুক, ফর্ম এবং মেধার বিচারে ওর সুযোগটা প্রাপ্য ৷" শাস্ত্রী আরও যোগ করেছেন, "ও যে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছে তাতে নিঃসন্দেহে ড্রেসিংরুমে অনেক ক্রিকেটার ভাবছে কীভাবে এই ছেলেটা একাদশে সুযোগ পাচ্ছে না ৷"

অফফর্মে থাকা কেএল রাহুলকে বসিয়ে ইন্দোর টেস্টে গিলকে দেখতে চাইছেন সকলে ৷ কিন্তু তাতে আবার টিম কম্বিনেশন ভেঙে যাওয়ার আশংকা করছেন অনেকে ৷ যা ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পথে অন্তরায় হতে পারে ৷ কিন্তু শাস্ত্রী তা মানতে নারাজ ৷ তিনি জানান, একজন কোচের পক্ষে উইনিং কম্বিনেশন ভাঙাটা চ্যালেঞ্জিং, তবে তিনি অতীতে এমনটা বহুবার করেছেন ৷ একইসঙ্গে কেএল রাহুলের কাঁধেও হাত রাখছেন প্রাক্তন কোচ ৷ সেক্ষেত্রে সাময়িক বিশ্রামে গিয়ে রাহুলকে আরও শক্তিশালী হয়ে ফিরতে বলছেন শাস্ত্রী ৷

আরও পড়ুন: ইন্দোর টেস্টের একাদশে কি রাহুলের পরিবর্ত গিল ? ধোঁয়াশা জিইয়ে রাখলেন রোহিত

প্রথম দু'টি টেস্ট জিতে ইতিমধ্যেই বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রেখেছে ভারত ৷ সেক্ষেত্রে ইন্দোরেও জয়ের ধারা বজায় রেখে সিরিজ পকেটে পুরে নিতে চায় রোহিত শর্মা অ্যান্ড কোং ৷ পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য সিরিজের বাকি দু'টি টেস্ট গুরুত্বপূর্ণ ভারতের কাছে ৷ ইন্দোরে জয় পেলেই যদিও টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.