ETV Bharat / sports

Ravi Shastri on Rescheduled Test: ভারতের সিদ্ধান্ত সঠিক ছিল, ইংল্যান্ড সিরিজ শেষ না করা প্রসঙ্গে জানালেন শাস্ত্রী

2021 সালে ইংল্যান্ডে সফরকারী ভারতীয় দলের শেষ ম্যাচ না খেলাকে সমর্থন করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri Backs Indian Team Decision to Skip the Last Test in 2021) ৷ তৎকালীন কোচ জানালেন, সেই সময় পরিস্থিতি যা ছিল, তাতে ভারতীয় দলের সিদ্ধান্ত ন্যায়সঙ্গত ছিল ৷

Ravi Shastri Backs Indian Team Decision to Skip the Last Test in 2021
Ravi Shastri Backs Indian Team Decision to Skip the Last Test in 2021
author img

By

Published : Jul 2, 2022, 2:21 PM IST

লন্ডন, 2 জুলাই: একবছর আগে ভারতীয় ক্রিকেটারদের ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট না খেলার সিদ্ধান্ত সঠিক ছিল ৷ এমনটাই জানালেন সেই সময় সফরকারী ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri Backs Indian Team Decision to Skip the Last Test in 2021) ৷ তিনি জানালেন, করোনা নিয়ে আজকের মানসিকতা এবং আট মাস আগের মানসিকতা এক ছিল না ৷ তাই সেই সময় কঠিন ওই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটাররা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা ন্যায়সঙ্গত ছিল ৷ প্রসঙ্গত, গতকাল অসমাপ্ত থাকা সিরিজের শেষ টেস্ট ম্যাচ শুরু হয়েছে ৷ ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে একথা জানান রবি শাস্ত্রী ৷

2021 সালে টেস্ট সিরিজ চলাকালীন ভারতীয় দলের কোচ এবং সাপোর্ট স্টাফরা একে একে কোভিড আক্রান্ত হতে থাকেন ৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ম্যাঞ্চেস্টারে শেষ টেস্টের আগে ক্রিকেটাররা বাদে কোচ এবং সাপোর্ট স্টাফ সকলে আইসোলেশনে চলে যান ৷ সেই পরিস্থিতিতে তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি ক্রিকেটারদের সুরক্ষার স্বার্থে দল নামাতে অস্বীকার করেন ৷ ফলে পঞ্চম তথা শেষ টেস্ট না খেলেই ফিরে আসে ভারত ৷ বাকি থাকা সেই টেস্ট 1 জুলাই থেকে শুরু হয়েছে ৷

আর সেদিন ক্রিকেটারদের ওই ম্যাচ না খেলার সিদ্ধান্তকে সমর্থন করলেন প্রাক্তন তথা ওই সফরে ভারতের কোচ রবি শাস্ত্রী ৷ সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেন, ‘‘সেই সময় বন্দুক উঁচিয়ে খেলোয়াড়দের বলা খুবই সহজ যে, মাঠে নেমে খেলো ৷ কিন্তু, সেখানে অনেক খেলোয়াড় তাঁদের পরিবার এবং সন্তানদের নিয়ে এসেছিলেন ৷ আর করোনা সংক্রমণ হবে না, তা নিয়ে কেউ একশো শতাংশ নিশ্চিত ছিলেন না ৷ যদি, ম্যাচের মাঝে কোনও ক্রিকেটারের করোনা ধরা পড়ত তবে, তা সবচেয়ে খারাপ হত ৷’’

আরও পড়ুন: পন্থের রাজকীয় শতরান, এজবাস্টনে প্রাথমিক বিপর্যয় সামলে লড়াইয়ে ভারত

শাস্ত্রীর মতে, বর্তমান পরিস্থিতিতে কোভিড নিয়ে সাধারণ মানুষের মধ্যে আর তেমন ভয় নেই ৷ এটাকে সাধারণ জ্বর হিসাবে মানুষ দেখতে শুরু করেছে ৷ কিন্তু, আজ থেকে 8 মাস আগে তা কেউ বলার সাহস দেখায়নি ৷ কারণ, তখনও সবাই কোভিড নিয়ে ভয়ে ছিল ৷ ফলে আজকের পরিস্থিতি আর 8 মাস আগের পরিস্থিতি এক নয় ৷ সেক্ষেত্রে ভারতীয় দল সেই সময় যে সিদ্ধান্ত নিয়েছিল, তা ন্যায়সঙ্গত ছিল বলে জানিয়েছেন রবি শাস্ত্রী ৷

প্রসঙ্গত, সেই সময় বাতিল হওয়া ওই ম্যাচ 1 জুলাই অর্থাৎ, শুক্রবার থেকে শুরু হয়েছে ৷ যে ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ভারত 7 উইকেট হারিয়ে 338 রান তুলেছে ৷ তবে, এই রান সহজে আসেনি ৷ ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে সম্পূর্ণ ব্যর্থ ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার ৷ একটা সময় 98 রানে 5 উইকেট হারায় ভারত ৷ কোনও ব্যাটারই কুড়ির ঘরে পৌঁছতে পারেননি ৷ সেখান থেকে উইকেট-কিপার ব্যাটার তথা ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ম্যাচে ফেরে ৷ তিনি 111 বলে 146 রান করে আউট হন ৷ ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে 222 রানের পার্টনারশিপ করেন ঋষভ ৷ জাদেজা 83 রানে নট আউট রয়েছেন ৷ তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন টেল এন্ডার মহম্মদ শামি ৷

লন্ডন, 2 জুলাই: একবছর আগে ভারতীয় ক্রিকেটারদের ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট না খেলার সিদ্ধান্ত সঠিক ছিল ৷ এমনটাই জানালেন সেই সময় সফরকারী ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri Backs Indian Team Decision to Skip the Last Test in 2021) ৷ তিনি জানালেন, করোনা নিয়ে আজকের মানসিকতা এবং আট মাস আগের মানসিকতা এক ছিল না ৷ তাই সেই সময় কঠিন ওই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটাররা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা ন্যায়সঙ্গত ছিল ৷ প্রসঙ্গত, গতকাল অসমাপ্ত থাকা সিরিজের শেষ টেস্ট ম্যাচ শুরু হয়েছে ৷ ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে একথা জানান রবি শাস্ত্রী ৷

2021 সালে টেস্ট সিরিজ চলাকালীন ভারতীয় দলের কোচ এবং সাপোর্ট স্টাফরা একে একে কোভিড আক্রান্ত হতে থাকেন ৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ম্যাঞ্চেস্টারে শেষ টেস্টের আগে ক্রিকেটাররা বাদে কোচ এবং সাপোর্ট স্টাফ সকলে আইসোলেশনে চলে যান ৷ সেই পরিস্থিতিতে তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি ক্রিকেটারদের সুরক্ষার স্বার্থে দল নামাতে অস্বীকার করেন ৷ ফলে পঞ্চম তথা শেষ টেস্ট না খেলেই ফিরে আসে ভারত ৷ বাকি থাকা সেই টেস্ট 1 জুলাই থেকে শুরু হয়েছে ৷

আর সেদিন ক্রিকেটারদের ওই ম্যাচ না খেলার সিদ্ধান্তকে সমর্থন করলেন প্রাক্তন তথা ওই সফরে ভারতের কোচ রবি শাস্ত্রী ৷ সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেন, ‘‘সেই সময় বন্দুক উঁচিয়ে খেলোয়াড়দের বলা খুবই সহজ যে, মাঠে নেমে খেলো ৷ কিন্তু, সেখানে অনেক খেলোয়াড় তাঁদের পরিবার এবং সন্তানদের নিয়ে এসেছিলেন ৷ আর করোনা সংক্রমণ হবে না, তা নিয়ে কেউ একশো শতাংশ নিশ্চিত ছিলেন না ৷ যদি, ম্যাচের মাঝে কোনও ক্রিকেটারের করোনা ধরা পড়ত তবে, তা সবচেয়ে খারাপ হত ৷’’

আরও পড়ুন: পন্থের রাজকীয় শতরান, এজবাস্টনে প্রাথমিক বিপর্যয় সামলে লড়াইয়ে ভারত

শাস্ত্রীর মতে, বর্তমান পরিস্থিতিতে কোভিড নিয়ে সাধারণ মানুষের মধ্যে আর তেমন ভয় নেই ৷ এটাকে সাধারণ জ্বর হিসাবে মানুষ দেখতে শুরু করেছে ৷ কিন্তু, আজ থেকে 8 মাস আগে তা কেউ বলার সাহস দেখায়নি ৷ কারণ, তখনও সবাই কোভিড নিয়ে ভয়ে ছিল ৷ ফলে আজকের পরিস্থিতি আর 8 মাস আগের পরিস্থিতি এক নয় ৷ সেক্ষেত্রে ভারতীয় দল সেই সময় যে সিদ্ধান্ত নিয়েছিল, তা ন্যায়সঙ্গত ছিল বলে জানিয়েছেন রবি শাস্ত্রী ৷

প্রসঙ্গত, সেই সময় বাতিল হওয়া ওই ম্যাচ 1 জুলাই অর্থাৎ, শুক্রবার থেকে শুরু হয়েছে ৷ যে ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ভারত 7 উইকেট হারিয়ে 338 রান তুলেছে ৷ তবে, এই রান সহজে আসেনি ৷ ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে সম্পূর্ণ ব্যর্থ ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার ৷ একটা সময় 98 রানে 5 উইকেট হারায় ভারত ৷ কোনও ব্যাটারই কুড়ির ঘরে পৌঁছতে পারেননি ৷ সেখান থেকে উইকেট-কিপার ব্যাটার তথা ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ম্যাচে ফেরে ৷ তিনি 111 বলে 146 রান করে আউট হন ৷ ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে 222 রানের পার্টনারশিপ করেন ঋষভ ৷ জাদেজা 83 রানে নট আউট রয়েছেন ৷ তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন টেল এন্ডার মহম্মদ শামি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.