নয়াদিল্লি, 15 নভেম্বর : জাতীয় ক্রিকেট দলের কোচের পদে তাঁর মেয়াদ শেষ হয়েছে এক সপ্তাহও হয়নি ৷ এরই মধ্যে ফের বড় দায়িত্বে নিযুক্ত হলেন রবি শাস্ত্রী ৷ শুরু হতে চলা লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনারের পদে এবার জাতীয় দলের সদ্য-প্রাক্তন কোচ ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তাবড় তাবড় ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে চলা এই পেশাদার ক্রিকেট লিগের বড় দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত শাস্ত্রী ৷
বিবৃতিতে ভারতীয় ক্রিকেটের এই বর্ণময় চরিত্র বলেছেন, "ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকতে পারব ভেবে দারুণ অনুভূতি হচ্ছে ৷ বিশেষ করে কিংবদন্তি ক্রিকেটারদের সান্নিধ্যে থাকতে পারব ভেবে ৷ এটা এমন একটা লিগ হতে চলেছে যেখানে ক্রিকেট প্রাধান্য পেলেও প্রচুর হাসিঠাট্টা থাকবে ৷ ক্রিকেটের দিকপালদের এখানে নতুন করে কিছু প্রমাণ করার নেই ৷ তবে দেখতে হবে কীভাবে তারা নামের প্রতি সুবিচার করে ৷"
শাস্ত্রী আরও বলেন, "আমি রোমাঞ্চ অনুভব করছি এমন একটা লিগের শরিক হতে পেরে ৷ এটা একটা প্রশংসনীয় উদ্য়োগ ৷ আমার মতে এর ভবিষ্যৎ উজ্জ্বল ৷" আগামী বছরের শুরুতেই লেজেন্ডস লিগ ক্রিকেটের সঙ্গে পরিচিত হবে ক্রিকেটবিশ্ব ৷ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা. অস্ট্রেলিয়া, ইংল্য়ান্ডের মত দেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে চলা এই লিগ হবে কোনও মরুশহরে ৷
আরও পড়ুন : বাপ কা ব্য়াটা, জিওফ মার্শের পর বিশ্বজয় করে ইতিহাসে মিচেল
উল্লেখ্য. ভারতের কোচ হিসেবে শেষটা সুখের হয়নি শাস্ত্রীর ৷ ফেভারিট হিসেবে প্রবেশ করেও সেমিতে প্রবেশ করতে ব্যর্থ হয় কোহলি অ্য়ান্ড কোম্পানি ৷