হায়দরাবাদ, 13 অক্টোবর: চলতি বিশ্বকাপে ভারতের মতোই পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে আফগানিস্তানও ৷ আর সেই ম্যাচের পর নাকি আফগান বোলার রশিদ খানকে 10 কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন রতন টাটা ৷ সম্প্রতি সোশালে এই নিয়েই শুরু হয়ছিল প্রবল চর্চা ৷ সোমবার পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা ৷ তিনি জানালেন এটা পুরোটাই আসলে একটি জল্পনা ৷ এমন কোনও ঘোষণাই করা হয়নি ৷ কোনও ক্রিকেটার যেন এই গুজবে কান না দেন ৷
-
I have made no suggestions to the ICC or any cricket faculty about any cricket member regarding a fine or reward to any players.
— Ratan N. Tata (@RNTata2000) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
I have no connection to cricket whatsoever
Please do not believe WhatsApp forwards and videos of such nature unless they come from my official…
">I have made no suggestions to the ICC or any cricket faculty about any cricket member regarding a fine or reward to any players.
— Ratan N. Tata (@RNTata2000) October 30, 2023
I have no connection to cricket whatsoever
Please do not believe WhatsApp forwards and videos of such nature unless they come from my official…I have made no suggestions to the ICC or any cricket faculty about any cricket member regarding a fine or reward to any players.
— Ratan N. Tata (@RNTata2000) October 30, 2023
I have no connection to cricket whatsoever
Please do not believe WhatsApp forwards and videos of such nature unless they come from my official…
পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের জয়ের কথা সকলেরই জানা ৷ ম্যাচ জয়ের পর রশিদ খান যেভাবে জয় উদযাপন করেন তা বেশ চর্চায় উঠে আসে ৷ কারণ ম্য়াচের পর জয় উদযাপনের সময় দেখা যায় তাঁর সঙ্গে রয়েছে ভারতীয় পতাকা ৷ এই কারণে তাঁকে আইসিসির পক্ষ থেকে 55 লক্ষ টাকা জরিমানাও করা হয় ৷ ঘটনাটি সামনে আসার পরই কিছু নেটিজেন সোশাল মিডিয়ায় এই নিয়ে বিভিন্ন পোস্ট করতে শুরু করেন ৷ কেউ কেউ এও লিখে দেন, রতন টাটা নাকি রশিদ খানকে 10 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ নানাক্ষেত্রে বিভিন্ন সমাজ কল্য়ানমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি ৷ তাই এই ঘটনা সামনে আসার পরও তা দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করে ৷
এবার তারই উত্তর দিলেন রতন টাটা ৷ এক্সে তিনি লেখেন, "আমি আইসিসি বা কোনও ক্রিকেটীয় প্রশাসনকে কোনও খেলোয়াড়ের জরিমানা নিয়ে পরামর্শ দিইনি ৷ আর কোনও খেলোয়াড়ের জন্য় পুরস্কারও ঘোষণা করিনি ৷ ক্রিকেটের সঙ্গে আমার কোনও সংযোগ নেই ৷ আমি কোনওরকম অফিসিয়াল ঘোষণা না করলে এই ধরনের গুজব বা হোয়াটসঅ্যাপে আসা খবরে বিশ্বাস করবেন না ৷"
আরও পড়ুন: কোহলির জন্মদিনে রবিবার 'বিরাট' আয়োজন ইডেনে, গাইবেন শিল্পা রাও
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে বেশ শক্তিশালী দল হিসাবে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছে আফগানিস্তান ৷ ইতিমধ্য়েই দু'টি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে তারা ৷ প্রথমে তাঁদের কাছে হারতে হয়েছে ইংল্যান্ডকে ৷ আর তারপর পাকিস্তানের বিরুদ্ধেও জয় পেয়েছে তাঁরা ৷