ETV Bharat / sports

Ranji Trophy Semi-Final 2022: কার্তিকেয়ার স্পিনে স্বপ্নভঙ্গ বাংলার, 23 বছর পর রঞ্জি ফাইনালে মধ্যপ্রদেশ - রঞ্জি ট্রফি সেমি ফাইনাল

মধ্যপ্রদেশের কাছে 174 রান হেরে রঞ্জি অভিযান থামল বঙ্গবিগ্রেড (Bengal Losses to Madhya Pradesh) ৷ রঞ্জি (Ranji Trophy Semi-Final 2022) সেমি-ফাইনালের দুই ইনিংসে টপ অর্ডারের ব্যর্থতায় ফাইনাল থেকে এক কদম দূরে থেমে গেল অরুণ লালের দল ৷

ranji-trophy-semi-final-2022-bengal-losses-to-madhya-pradesh
ranji-trophy-semi-final-2022-bengal-losses-to-madhya-pradesh
author img

By

Published : Jun 18, 2022, 4:01 PM IST

বেঙ্গালুরু, 18 জুন: সেমি-ফাইনালে হেরে রঞ্জি ট্রফি থেকে বিদায় নিল বাংলা (Ranji Trophy Semi-Final 2022) ৷ সেই সঙ্গে 23 বছর পর রঞ্জির ফাইনালে উঠল মধ্যপ্রদেশ ৷ 174 রানে মধ্যপ্রদেশের বিরুদ্ধে হারলেন অভিমুন্য ইশ্বরণরা (Bengal Losses to Madhya Pradesh) ৷ সেমি-ফাইনালের শেষদিনে 254 রান তাড়া করতে নেমে 175 রানে দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় অরুণলালের দল ৷ 22 জুন বেঙ্গালুরুতে রঞ্জি 2022 এর ফাইনালে মুখোমুখি মধ্যপ্রদেশ ও মুম্বই ৷

মধ্যপ্রদেশের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বাংলা রঞ্জি দলের ৷ প্রথম ইনিংসে রাজপুতদের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ম্যাচে জিতে ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলার কাছে ৷ কিন্তু, সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না অভিষেক রমন, অভিমুন্য ঈশ্বরণ, সুদীপ ঘরামিরা ৷ প্রথম ব্যাটিং করে 341 রান তোলে মধ্যপ্রদেশ ৷ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী বাংলার বোলিং বিভাগের সামনে অধিনায়ক হিমাংশু মন্ত্রির 165 এবং মিডল অর্ডারে অক্ষত রঘুবংশীর 63 রানে ভর করে মধ্যপ্রদেশ সম্মানজনক স্কোর তোলে ৷

তবে, সেমি-ফাইনালে পুরোপুরি ব্যর্থ হন বাংলার ওপেনাররা ৷ ব্যর্থ হন কোয়ার্টার ফাইনালে শতরান করা সুদীপ ঘরামিও ৷ 54 রানে 5 উইকেট হারায় বাংলা ৷ এর পর প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারির 116 এবং স্পিনিং অল-রাউন্ডার শাহবাজ আহমেদের 102 রানের ইনিংসে কিছুটা হলেও লড়াইয়ে ফেরে বাংলা ৷ কিন্তু, মধ্যপ্রদেশের 341 রান পেরতে ব্যর্থ হন তাঁরা ৷ 273 রানে অল-আউট হয়ে যায় বাংলা ৷

আরও পড়ুন: India vs South Africa : ডিকে'র ব্যাটে ভাঙল ধোনির রেকর্ড, রাজকোটে সিরিজে সমতা ফেরাল ভারত

দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশ 281 রান তোলে ৷ রজত পাতিদার 79 রান এবং আদিত্য শ্রীবাস্তব 82 রানের ইনিংস খেলেন ৷ বাংলার হয়ে 5 উইকেট নেন বাঁ-হাতি শাহবাজ আহমেদ ৷ চতুর্থদিনে 350 রান তাড়া করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয় বাংলা শিবিরে ৷ অভিষেক রমন প্রথম বলেই কুমার কার্তিকেয়ার বলে রজত পাতিদারের হাতে ক্যাচ তুলে শূন্য রানে ফিরে যান ৷ এর পর সুদীপ ঘরামি (19), অভিষেক পোড়েল (7), মনোজ তিওয়ারি (7) এবং অনুষ্টুপ মজুমদার 8 রানে প্যাভিলিয়নে ফিরে যান ৷ মাত্র 97 রানে বাংলার ইনিংসে 5 উইকেট পড়ে যায় ৷

আরও পড়ুন: KL Rahul : কুঁচকির চোট সারেনি এখনও, ইংল্যান্ড সফরে শেষ টেস্টে নেই রাহুল

পঞ্চম তথা শেষদিনে অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ এবং শাহবাজ আহমেদ বাংলার ইনিংসের হাল ধরেন ৷ কিন্তু, অভিমুন্য ঈশ্বরণ 78 রানে কুমার কার্তিকেয়ার বলে আউট হতেই ধস নামে বাংলার ইনিংসে ৷ মাত্র 175 রান অল-আউট হয়ে যায় তারা ৷ সেই সঙ্গে মধ্যপ্রদেশের বিরুদ্ধে হেরে রঞ্জি ফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়ে যায় ৷ অন্যদিকে, 23 বছর পর ফের একবার রঞ্জি ফাইনাল খেলার এবং ট্রফি জেতার সুযোগ এসেছে রাজপুতদের সামনে ৷ ম্যাচের সেরা হয়েছেন মধ্যপ্রদেশের অধিনায়ক হিমাংশু মন্ত্রি ৷

বেঙ্গালুরু, 18 জুন: সেমি-ফাইনালে হেরে রঞ্জি ট্রফি থেকে বিদায় নিল বাংলা (Ranji Trophy Semi-Final 2022) ৷ সেই সঙ্গে 23 বছর পর রঞ্জির ফাইনালে উঠল মধ্যপ্রদেশ ৷ 174 রানে মধ্যপ্রদেশের বিরুদ্ধে হারলেন অভিমুন্য ইশ্বরণরা (Bengal Losses to Madhya Pradesh) ৷ সেমি-ফাইনালের শেষদিনে 254 রান তাড়া করতে নেমে 175 রানে দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় অরুণলালের দল ৷ 22 জুন বেঙ্গালুরুতে রঞ্জি 2022 এর ফাইনালে মুখোমুখি মধ্যপ্রদেশ ও মুম্বই ৷

মধ্যপ্রদেশের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বাংলা রঞ্জি দলের ৷ প্রথম ইনিংসে রাজপুতদের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ম্যাচে জিতে ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলার কাছে ৷ কিন্তু, সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না অভিষেক রমন, অভিমুন্য ঈশ্বরণ, সুদীপ ঘরামিরা ৷ প্রথম ব্যাটিং করে 341 রান তোলে মধ্যপ্রদেশ ৷ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী বাংলার বোলিং বিভাগের সামনে অধিনায়ক হিমাংশু মন্ত্রির 165 এবং মিডল অর্ডারে অক্ষত রঘুবংশীর 63 রানে ভর করে মধ্যপ্রদেশ সম্মানজনক স্কোর তোলে ৷

তবে, সেমি-ফাইনালে পুরোপুরি ব্যর্থ হন বাংলার ওপেনাররা ৷ ব্যর্থ হন কোয়ার্টার ফাইনালে শতরান করা সুদীপ ঘরামিও ৷ 54 রানে 5 উইকেট হারায় বাংলা ৷ এর পর প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারির 116 এবং স্পিনিং অল-রাউন্ডার শাহবাজ আহমেদের 102 রানের ইনিংসে কিছুটা হলেও লড়াইয়ে ফেরে বাংলা ৷ কিন্তু, মধ্যপ্রদেশের 341 রান পেরতে ব্যর্থ হন তাঁরা ৷ 273 রানে অল-আউট হয়ে যায় বাংলা ৷

আরও পড়ুন: India vs South Africa : ডিকে'র ব্যাটে ভাঙল ধোনির রেকর্ড, রাজকোটে সিরিজে সমতা ফেরাল ভারত

দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশ 281 রান তোলে ৷ রজত পাতিদার 79 রান এবং আদিত্য শ্রীবাস্তব 82 রানের ইনিংস খেলেন ৷ বাংলার হয়ে 5 উইকেট নেন বাঁ-হাতি শাহবাজ আহমেদ ৷ চতুর্থদিনে 350 রান তাড়া করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয় বাংলা শিবিরে ৷ অভিষেক রমন প্রথম বলেই কুমার কার্তিকেয়ার বলে রজত পাতিদারের হাতে ক্যাচ তুলে শূন্য রানে ফিরে যান ৷ এর পর সুদীপ ঘরামি (19), অভিষেক পোড়েল (7), মনোজ তিওয়ারি (7) এবং অনুষ্টুপ মজুমদার 8 রানে প্যাভিলিয়নে ফিরে যান ৷ মাত্র 97 রানে বাংলার ইনিংসে 5 উইকেট পড়ে যায় ৷

আরও পড়ুন: KL Rahul : কুঁচকির চোট সারেনি এখনও, ইংল্যান্ড সফরে শেষ টেস্টে নেই রাহুল

পঞ্চম তথা শেষদিনে অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ এবং শাহবাজ আহমেদ বাংলার ইনিংসের হাল ধরেন ৷ কিন্তু, অভিমুন্য ঈশ্বরণ 78 রানে কুমার কার্তিকেয়ার বলে আউট হতেই ধস নামে বাংলার ইনিংসে ৷ মাত্র 175 রান অল-আউট হয়ে যায় তারা ৷ সেই সঙ্গে মধ্যপ্রদেশের বিরুদ্ধে হেরে রঞ্জি ফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়ে যায় ৷ অন্যদিকে, 23 বছর পর ফের একবার রঞ্জি ফাইনাল খেলার এবং ট্রফি জেতার সুযোগ এসেছে রাজপুতদের সামনে ৷ ম্যাচের সেরা হয়েছেন মধ্যপ্রদেশের অধিনায়ক হিমাংশু মন্ত্রি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.