ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: অনুষ্টুপের 159 রানের ইনিংসে বিপর্যয় সামলালো বাংলা - Anushtup Majumdar

রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে অনুষ্টুপ মজুমদারের ইনিংসে শেষরক্ষা বাংলার ৷ অনুষ্টুপের ব্যাটে ভর করে তিনশো রানের গণ্ডি পেরলো বাংলা দল (Bengal Survive with Anushtup Majumdar 159-Run Innings) ৷

Bengal Survive with Anushtup Majumdar 159-Run Innings  ETV BHARAT
অপরাজিত 159 রানের ইনিংস খেলে ফিরছেন অনুষ্টুপ
author img

By

Published : Dec 20, 2022, 8:19 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: বাংলার কঠিন সময়ে চওড়া হয় অনুষ্টুপ মজুমদারের ব্যাট (Bengal Survive with Anushtup Majumdar 159-Run Innings) ৷ হিমাচল প্রদেশের বিরুদ্ধে তাঁর অপরাজিত 159 রানের ইনিংস দেখে, এনিয়ে একমত বাংলার ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিরা ৷ এদিন ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার বিরুদ্ধে হিমাচল প্রদেশ টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ৷ সকালের ইডেনের উইকেটের ভেজা ভাব কাজে লাগিয়ে বাংলাকে ভাঙাই ছিল হিমাচল প্রদেশ বোলারদের লক্ষ্য ৷ 44 রানে 5 উইকেট তুলে সেই লক্ষ্যে তাঁরা প্রাথমিকভাবে সফলও হন ৷

তবে, দলের এই খারাপ পরিস্থিতিতে ফের রক্ষাকর্তার ভূমিকা নিলেন অনুষ্টুপ ৷ দিনের শেষে অপরাজিত 159 রানের ইনিংস খেলেছিলেন 21টি চার ও 2টি ছয় মারেন ৷ প্রথমে শাহবাজ আহমেদকে নিয়ে 110 রানে পার্টনারশিপ গড়ে প্রাথমিক ধাক্কা সামলান অনুষ্টুপ ৷ ব্যক্তিগত 49 রানে শাহবাজ ফিরে যাওয়ার পর আকাশদীপের সঙ্গে 67 রানের পার্টনারশিপে দলের রান তিনশো প্লাসের দিকে নিয়ে যান অনুষ্টুপ মজুমদার ৷ দিনের শেষে বাংলা 9 উইকেটে 310 রান ৷

অনুষ্টুপ জানিয়েছেন, ঈশান পোড়েলকে নিয়ে ইনিংস টেনে নিয়ে যাওয়ার কাজটা দ্বিতীয় দিনের সকালে ফের করতে চান ৷ ইতিমধ্যে অনুষ্টুপ-ঈশান জুটি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন হয়ে গিয়েছে ৷ সকালে অভিষেক দাস (11), কৌশিক ঘোষ (4), সুদীপ ঘরামি (5), সায়নশেখর মণ্ডল (০), মনোজ তিওয়ারি (3) স্কোরবোর্ডে 44 রানের মধ্যে ফিরে যাওয়ার পর চাপে পড়ে যায় বাংলা ড্রেসিংরুম ৷ তবে, সেখান থেকে অনুষ্টুপ লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে বাংলার ইনিংস সামলান ৷

আরও পড়ুন: ঘরের মাঠে হোয়াইটওয়াশ পাকিস্তান, তৃতীয় টেস্টে 8 উইকেটে জিতল 'থ্রি-লায়ন্স'

হিমাচল প্রদেশের সিদ্ধার্থের শিকার 5 উইকেট ৷ রঞ্জি ট্রফিতে 11 নম্বর সেঞ্চুরির পরে অনুষ্টুপ বলেন, “আমি খুশি এই ইনিংসটা খেলতে পেরে ৷ তবে, আমার কাজ শেষ হয়নি ৷ সকালে লক্ষ্য থাকবে যতটা রান যোগ করা যায় ৷ শাহবাজ এবং আকাশদীপের সঙ্গে পার্টনারশিপ আমাকে দারুণভাবে সাহায্য করেছে ৷’’

কলকাতা, 20 ডিসেম্বর: বাংলার কঠিন সময়ে চওড়া হয় অনুষ্টুপ মজুমদারের ব্যাট (Bengal Survive with Anushtup Majumdar 159-Run Innings) ৷ হিমাচল প্রদেশের বিরুদ্ধে তাঁর অপরাজিত 159 রানের ইনিংস দেখে, এনিয়ে একমত বাংলার ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিরা ৷ এদিন ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার বিরুদ্ধে হিমাচল প্রদেশ টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ৷ সকালের ইডেনের উইকেটের ভেজা ভাব কাজে লাগিয়ে বাংলাকে ভাঙাই ছিল হিমাচল প্রদেশ বোলারদের লক্ষ্য ৷ 44 রানে 5 উইকেট তুলে সেই লক্ষ্যে তাঁরা প্রাথমিকভাবে সফলও হন ৷

তবে, দলের এই খারাপ পরিস্থিতিতে ফের রক্ষাকর্তার ভূমিকা নিলেন অনুষ্টুপ ৷ দিনের শেষে অপরাজিত 159 রানের ইনিংস খেলেছিলেন 21টি চার ও 2টি ছয় মারেন ৷ প্রথমে শাহবাজ আহমেদকে নিয়ে 110 রানে পার্টনারশিপ গড়ে প্রাথমিক ধাক্কা সামলান অনুষ্টুপ ৷ ব্যক্তিগত 49 রানে শাহবাজ ফিরে যাওয়ার পর আকাশদীপের সঙ্গে 67 রানের পার্টনারশিপে দলের রান তিনশো প্লাসের দিকে নিয়ে যান অনুষ্টুপ মজুমদার ৷ দিনের শেষে বাংলা 9 উইকেটে 310 রান ৷

অনুষ্টুপ জানিয়েছেন, ঈশান পোড়েলকে নিয়ে ইনিংস টেনে নিয়ে যাওয়ার কাজটা দ্বিতীয় দিনের সকালে ফের করতে চান ৷ ইতিমধ্যে অনুষ্টুপ-ঈশান জুটি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন হয়ে গিয়েছে ৷ সকালে অভিষেক দাস (11), কৌশিক ঘোষ (4), সুদীপ ঘরামি (5), সায়নশেখর মণ্ডল (০), মনোজ তিওয়ারি (3) স্কোরবোর্ডে 44 রানের মধ্যে ফিরে যাওয়ার পর চাপে পড়ে যায় বাংলা ড্রেসিংরুম ৷ তবে, সেখান থেকে অনুষ্টুপ লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে বাংলার ইনিংস সামলান ৷

আরও পড়ুন: ঘরের মাঠে হোয়াইটওয়াশ পাকিস্তান, তৃতীয় টেস্টে 8 উইকেটে জিতল 'থ্রি-লায়ন্স'

হিমাচল প্রদেশের সিদ্ধার্থের শিকার 5 উইকেট ৷ রঞ্জি ট্রফিতে 11 নম্বর সেঞ্চুরির পরে অনুষ্টুপ বলেন, “আমি খুশি এই ইনিংসটা খেলতে পেরে ৷ তবে, আমার কাজ শেষ হয়নি ৷ সকালে লক্ষ্য থাকবে যতটা রান যোগ করা যায় ৷ শাহবাজ এবং আকাশদীপের সঙ্গে পার্টনারশিপ আমাকে দারুণভাবে সাহায্য করেছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.