ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: সুদীপের সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলা, শেষদিনে জয়ের জন্য দরকার 9 উইকেট

শেষদিনে বাংলার চাই 9 উইকেট । দিনের শুরুতে প্রশান্ত চোপড়াকে তুলে নিতে পারলেই কাজের কাজ করে ফেলতে পারবে বাংলা । হিমাচল প্রদেশের বিরুদ্ধে ঝুলিতে 3 পয়েন্ট পুরেই মিশন নাগাল্যাণ্ডে চোখ দিতে চান লক্ষ্মীরতন-মনোজরা (Bengal need 9 wickets to win against Himachal Pradesh) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 22, 2022, 9:03 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: হিমাচল প্রদেশের ওপর রানের পাহাড় চাপিয়ে ছয় পয়েন্টে চোখ বাংলার । শেষদিনে নয় উইকেট তুলতে পারলেই লক্ষীলাভ সম্ভব লক্ষ্মীরতন শুক্লার বাংলার । তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে হিমাচল প্রদেশ 1 উইকেটে 79 রান তুলেছে । অধিনায়ক ঋষি ধওয়ান ব্যক্তিগত 14 রানে আউট হয়েছেন । 44 রানে অপরাজিত রয়েছেন আরেক ওপেনার প্রশান্ত চোপড়া । 17 রানে ক্রিজে রয়েছেন অঙ্কিত কলসি (Bengal need 9 wickets to win against Himachal Pradesh) ।

Ranji Trophy
গ্যালারিতে বসে থাকা বাবাকে সম্মান জানানোর সুদীপের ভঙ্গিমা দিনের সেরা ছবি

প্রথম ইনিংসে প্রশান্ত চোপড়ার লড়াকু হাফ-সেঞ্চুরি হিমাচল প্রদেশকে বিপর্যয় থেকে কিছুটা হলেও টেনে তুলেছিল । এবার লড়াই ম্যাচ বাঁচানোর । 392 রানের লক্ষণরেখা পার হতে শেষদিন হিমাচলকে ব্যাট করতে হবে । ইডেনের বাইশগজ সহজ হয়ে গেলেও বল নিচু হচ্ছে । এই অবস্থায় কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং বোলিং কোচ শিবশংকর পাল দুজনেই বলছেন, বোলারদের হাতে জয়-পরাজয় নির্ভর করছে । মরিয়া বোলিংয়ে জয় অসম্ভব নয় । প্রতিপক্ষের ব্যাটাররা স্ট্রোক খেলতে পছন্দ করেন । তাই প্রথম ঘণ্টায় ঝটকা দিয়ে প্রতিপক্ষকে ভাঙার চেষ্টায় বাংলা ।

সকালে 1 উইকেটে 89 রান নিয়ে খেলা শুরু করে বাংলা ইনিংস পরিসমাপ্তি ঘোষণা করে 5 উইকেটে 291 রানে । লিড 180 রান যোগ করে বাংলার রান দাঁড়ায় 472 । দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানের মধ্যে ওপেনার কৌশিক ঘোষ 21 রানে খেলা শুরু করে 23 রানে ফিরে যান । আরেক ব্যাটসম্যান সুদীপ ঘরামির দুরন্ত সেঞ্চুরি বাংলার দ্বিতীয় ইনিংসের চুম্বক ।

আরও পড়ুন: অনুষ্টুপের 159 রানের ইনিংসে বিপর্যয় সামলালো বাংলা

রঞ্জিতে এই নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি সুদীপের । গতবছর ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেছিলেন । ছেলের খেলা দেখতে গ্যালারিতে এসেছিলেন বাবা । সেঞ্চুরিতে পৌঁছে গ্যালারিতে বসে থাকা বাবাকে সম্মান জানানোর সুদীপের ভঙ্গিমা দিনের সেরা ছবি । সুদীপ বলেন, “দলের জন্য রান করতে পেরে খুশি । কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং অধিনায়ক মনোজ তিওয়ারি আমাকে দ্রুত রান তুলতে স্বাভাবিক খেলা খেলতে বলেছিল । তাঁদের নির্দেশ মানতে পেরে খুশি । প্রথম ইনিংসে বড় রান না-করতে পারার আক্ষেপ কাটল । শেষদিনের প্রথম ঘণ্টা ভীষণ গুরুত্বপূর্ণ । দ্রুত উইকেট তুলতে পারলে প্রতিপক্ষকে চাপে ফেলা যাবে ।”

Ranji Trophy
রঞ্জিতে এই নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি সুদীপের

আরও পড়ুন: শাহবাজের স্পিনে বেকায়দায় হিমাচল, দ্বিতীয়দিনের শেষে চালকের আসনে বাংলা

তাঁর 166 বলে 12টি বাউন্ডারিতে 167 রান বাংলার বড় রানের মূলস্তম্ভ । পাশাপাশি অধিনায়ক মনোজ তিওয়ারির 50 ও অনুষ্টুপ মজুমদারের 38 বাংলাকে 291 রানে পৌঁছে দেয় । প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারণে তিন পয়েন্ট নিশ্চিত । পরপর সরাসরি জয় পেতে বাংলার বোলারদের আগ্রাসন জরুরি । তারপরেই মিশন নাগাল্যাণ্ডে চোখ দিতে চান লক্ষ্মীরতন-মনোজরা ।

কলকাতা, 22 ডিসেম্বর: হিমাচল প্রদেশের ওপর রানের পাহাড় চাপিয়ে ছয় পয়েন্টে চোখ বাংলার । শেষদিনে নয় উইকেট তুলতে পারলেই লক্ষীলাভ সম্ভব লক্ষ্মীরতন শুক্লার বাংলার । তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে হিমাচল প্রদেশ 1 উইকেটে 79 রান তুলেছে । অধিনায়ক ঋষি ধওয়ান ব্যক্তিগত 14 রানে আউট হয়েছেন । 44 রানে অপরাজিত রয়েছেন আরেক ওপেনার প্রশান্ত চোপড়া । 17 রানে ক্রিজে রয়েছেন অঙ্কিত কলসি (Bengal need 9 wickets to win against Himachal Pradesh) ।

Ranji Trophy
গ্যালারিতে বসে থাকা বাবাকে সম্মান জানানোর সুদীপের ভঙ্গিমা দিনের সেরা ছবি

প্রথম ইনিংসে প্রশান্ত চোপড়ার লড়াকু হাফ-সেঞ্চুরি হিমাচল প্রদেশকে বিপর্যয় থেকে কিছুটা হলেও টেনে তুলেছিল । এবার লড়াই ম্যাচ বাঁচানোর । 392 রানের লক্ষণরেখা পার হতে শেষদিন হিমাচলকে ব্যাট করতে হবে । ইডেনের বাইশগজ সহজ হয়ে গেলেও বল নিচু হচ্ছে । এই অবস্থায় কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং বোলিং কোচ শিবশংকর পাল দুজনেই বলছেন, বোলারদের হাতে জয়-পরাজয় নির্ভর করছে । মরিয়া বোলিংয়ে জয় অসম্ভব নয় । প্রতিপক্ষের ব্যাটাররা স্ট্রোক খেলতে পছন্দ করেন । তাই প্রথম ঘণ্টায় ঝটকা দিয়ে প্রতিপক্ষকে ভাঙার চেষ্টায় বাংলা ।

সকালে 1 উইকেটে 89 রান নিয়ে খেলা শুরু করে বাংলা ইনিংস পরিসমাপ্তি ঘোষণা করে 5 উইকেটে 291 রানে । লিড 180 রান যোগ করে বাংলার রান দাঁড়ায় 472 । দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানের মধ্যে ওপেনার কৌশিক ঘোষ 21 রানে খেলা শুরু করে 23 রানে ফিরে যান । আরেক ব্যাটসম্যান সুদীপ ঘরামির দুরন্ত সেঞ্চুরি বাংলার দ্বিতীয় ইনিংসের চুম্বক ।

আরও পড়ুন: অনুষ্টুপের 159 রানের ইনিংসে বিপর্যয় সামলালো বাংলা

রঞ্জিতে এই নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি সুদীপের । গতবছর ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেছিলেন । ছেলের খেলা দেখতে গ্যালারিতে এসেছিলেন বাবা । সেঞ্চুরিতে পৌঁছে গ্যালারিতে বসে থাকা বাবাকে সম্মান জানানোর সুদীপের ভঙ্গিমা দিনের সেরা ছবি । সুদীপ বলেন, “দলের জন্য রান করতে পেরে খুশি । কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং অধিনায়ক মনোজ তিওয়ারি আমাকে দ্রুত রান তুলতে স্বাভাবিক খেলা খেলতে বলেছিল । তাঁদের নির্দেশ মানতে পেরে খুশি । প্রথম ইনিংসে বড় রান না-করতে পারার আক্ষেপ কাটল । শেষদিনের প্রথম ঘণ্টা ভীষণ গুরুত্বপূর্ণ । দ্রুত উইকেট তুলতে পারলে প্রতিপক্ষকে চাপে ফেলা যাবে ।”

Ranji Trophy
রঞ্জিতে এই নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি সুদীপের

আরও পড়ুন: শাহবাজের স্পিনে বেকায়দায় হিমাচল, দ্বিতীয়দিনের শেষে চালকের আসনে বাংলা

তাঁর 166 বলে 12টি বাউন্ডারিতে 167 রান বাংলার বড় রানের মূলস্তম্ভ । পাশাপাশি অধিনায়ক মনোজ তিওয়ারির 50 ও অনুষ্টুপ মজুমদারের 38 বাংলাকে 291 রানে পৌঁছে দেয় । প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারণে তিন পয়েন্ট নিশ্চিত । পরপর সরাসরি জয় পেতে বাংলার বোলারদের আগ্রাসন জরুরি । তারপরেই মিশন নাগাল্যাণ্ডে চোখ দিতে চান লক্ষ্মীরতন-মনোজরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.