ETV Bharat / sports

India vs Pakistan: বাইশ গজে ভারত-পাক যুদ্ধ ! রোহিতদের 'বদলার ম্যাচ' ধুয়ে যেতে পারে বৃষ্টিতে - Asia Cup

Asia Cup 2023: শনিবার 80 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ফলে ক্যান্ডিতে ভেস্তে যেতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ ৷ এসিসি’র নিয়ম বলছে, দু’দলই 20 ওভার করে ব্যাট না-করলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 7:31 PM IST

Updated : Sep 2, 2023, 6:55 AM IST

ক্যান্ডি, 1 সেপ্টেম্বর: রাত পোহালেই মহারণ ৷ এশিয়া কাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ, ভারত ও পাকিস্তান ৷ গতবার এশিয়া কাপের গ্রুপ পর্বে পাক ‘বধ’ করলেও সুপার ফোরের ম্যাচে পর্যুদস্ত হয়েছিল রোহিত শর্মার ‘মেন ইন ব্লু’ ৷ ফলে বদলার আঁচে ক্রমশ উত্তাপ বাড়ছে ছবির মতো সুন্দর শহরের ৷ যদিও তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির ভ্রুকুটি ৷

আবহাওয়া বলছে, শনিবারের ক্যান্ডি বৃষ্টিস্নাত ৷ আকাশ মেঘলা, 80 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ যা ধুয়ে দিতে পারে ভারত-পাক মহারণের যাবতীয় উন্মাদনা ৷ শুক্রবার নিয়ম মেনে প্র্যাকটিস সেরেছে দু’দলই ৷ যদিও এদিন বৃষ্টি না-হলেও আকাশের মুখ ভার হয়েই ছিল ৷

শেষবার ভারত-পাক মুখোমুখি হয়েছিল টি-20 বিশ্বকাপে ৷ কোহলির হাত ধরে ওই ম্যাচে বাবর আজমের দলকে উড়িয়ে দিয়েছিল ‘শর্মা অ্যান্ড কোং’ ৷ চলতি এশিয়া কাপে ইতিমধ্যে নেমে পড়েছে ‘মেন ইন গ্রিন’ ৷ সহজ প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগকেই ঝালিয়ে নিয়েছে পাকিস্তান ৷ বাবর আজম ও ইফতিখার আহমেদের রেকর্ড পার্টনারশিপে 238 রানে হারিয়েছে 'মেন ইন গ্রিন' ৷ 343 রানের টার্গেট তাড়া করেন 104 রানে গুটিয়ে গিয়েছে নেপাল ইনিংস ৷ ফলে মানসিকভাবে এগিয়ে থেকেই শনিবার ক্যান্ডিতে ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান ৷

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 132 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক ‘বধ’ করেছে 55 বার ৷ অক্টোবরে ক্রিকেট বিশ্বকাপ ৷ এশিয়া কাপকে তার প্রস্তুতি হিসেবেই দেখবে এশিয়ান জায়ান্টরা ৷ উপরন্তু, ভারতে বিশ্বকাপ হওয়ায় উপমহাদেশের আবহাওয়ায় সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি সারার সুযোগ রয়েছে দেশগুলির সামনে ৷

আরও পড়ুন: এশিয়া কাপে ভারত-পাক মহারণ ! রোহিদের এগিয়ে রেখেও বাবরদের হালকাভাবে না-নেওয়ার পরামর্শ শাস্ত্রীর

গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে নেপাল ৷ ফলে অঘটন না-ঘটলে দুই দেশই সুপার ফোরে যাচ্ছে ৷ সেক্ষেত্রে নেপাল ম্যাচে রেশ বজায় রেখেই ভারতকে হারাতে চাইবে বাবররা ৷ এই ম্য়াচ জিতলেও সুপার ফোরে যাওয়া পাকা করে ফেলবে পাকিস্তান ৷ অন্যদিকে, এশিয়া কাপের প্রথম দু'ম্যাচে নেই কান্নুর লোকেশ রাহুল ৷ যদিও ব্যাটিং ব্রিগেডে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, তিলক বর্মাদের সৌজন্যে চাপ পড়ছে না ৷ বোলিংয়েও শামি, বুমরা, সিরাজরা ভরসা যোগাচ্ছেন দেশকে ৷ ফলে রোহিত-কোহলিদের দাপটেই পাক ‘বধ’ করে সুপার ফোরের পথে পা বাড়িয়ে রাখতে বদ্ধপরিকর ভারতও ৷

ম্যাচ ভেস্তে গেলে ?

এসিসি’র নিয়ম বলছে, দু’দলই 20 ওভার করে ব্যাট না-করলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। গ্রুপ পর্বের ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে নেই । ফলে শনিবার ম্যাচ ভেস্তে গেলে, পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দু’দলের মধ্যে।

আরও পড়ুন: পাকিস্তান-সহ এশিয়া কাপে প্রথম দু'ম্যাচে নেই রাহুল, জানিয়ে দিলেন দ্রাবিড়

ক্যান্ডি, 1 সেপ্টেম্বর: রাত পোহালেই মহারণ ৷ এশিয়া কাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ, ভারত ও পাকিস্তান ৷ গতবার এশিয়া কাপের গ্রুপ পর্বে পাক ‘বধ’ করলেও সুপার ফোরের ম্যাচে পর্যুদস্ত হয়েছিল রোহিত শর্মার ‘মেন ইন ব্লু’ ৷ ফলে বদলার আঁচে ক্রমশ উত্তাপ বাড়ছে ছবির মতো সুন্দর শহরের ৷ যদিও তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির ভ্রুকুটি ৷

আবহাওয়া বলছে, শনিবারের ক্যান্ডি বৃষ্টিস্নাত ৷ আকাশ মেঘলা, 80 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ যা ধুয়ে দিতে পারে ভারত-পাক মহারণের যাবতীয় উন্মাদনা ৷ শুক্রবার নিয়ম মেনে প্র্যাকটিস সেরেছে দু’দলই ৷ যদিও এদিন বৃষ্টি না-হলেও আকাশের মুখ ভার হয়েই ছিল ৷

শেষবার ভারত-পাক মুখোমুখি হয়েছিল টি-20 বিশ্বকাপে ৷ কোহলির হাত ধরে ওই ম্যাচে বাবর আজমের দলকে উড়িয়ে দিয়েছিল ‘শর্মা অ্যান্ড কোং’ ৷ চলতি এশিয়া কাপে ইতিমধ্যে নেমে পড়েছে ‘মেন ইন গ্রিন’ ৷ সহজ প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগকেই ঝালিয়ে নিয়েছে পাকিস্তান ৷ বাবর আজম ও ইফতিখার আহমেদের রেকর্ড পার্টনারশিপে 238 রানে হারিয়েছে 'মেন ইন গ্রিন' ৷ 343 রানের টার্গেট তাড়া করেন 104 রানে গুটিয়ে গিয়েছে নেপাল ইনিংস ৷ ফলে মানসিকভাবে এগিয়ে থেকেই শনিবার ক্যান্ডিতে ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান ৷

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 132 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক ‘বধ’ করেছে 55 বার ৷ অক্টোবরে ক্রিকেট বিশ্বকাপ ৷ এশিয়া কাপকে তার প্রস্তুতি হিসেবেই দেখবে এশিয়ান জায়ান্টরা ৷ উপরন্তু, ভারতে বিশ্বকাপ হওয়ায় উপমহাদেশের আবহাওয়ায় সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি সারার সুযোগ রয়েছে দেশগুলির সামনে ৷

আরও পড়ুন: এশিয়া কাপে ভারত-পাক মহারণ ! রোহিদের এগিয়ে রেখেও বাবরদের হালকাভাবে না-নেওয়ার পরামর্শ শাস্ত্রীর

গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে নেপাল ৷ ফলে অঘটন না-ঘটলে দুই দেশই সুপার ফোরে যাচ্ছে ৷ সেক্ষেত্রে নেপাল ম্যাচে রেশ বজায় রেখেই ভারতকে হারাতে চাইবে বাবররা ৷ এই ম্য়াচ জিতলেও সুপার ফোরে যাওয়া পাকা করে ফেলবে পাকিস্তান ৷ অন্যদিকে, এশিয়া কাপের প্রথম দু'ম্যাচে নেই কান্নুর লোকেশ রাহুল ৷ যদিও ব্যাটিং ব্রিগেডে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, তিলক বর্মাদের সৌজন্যে চাপ পড়ছে না ৷ বোলিংয়েও শামি, বুমরা, সিরাজরা ভরসা যোগাচ্ছেন দেশকে ৷ ফলে রোহিত-কোহলিদের দাপটেই পাক ‘বধ’ করে সুপার ফোরের পথে পা বাড়িয়ে রাখতে বদ্ধপরিকর ভারতও ৷

ম্যাচ ভেস্তে গেলে ?

এসিসি’র নিয়ম বলছে, দু’দলই 20 ওভার করে ব্যাট না-করলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। গ্রুপ পর্বের ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে নেই । ফলে শনিবার ম্যাচ ভেস্তে গেলে, পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দু’দলের মধ্যে।

আরও পড়ুন: পাকিস্তান-সহ এশিয়া কাপে প্রথম দু'ম্যাচে নেই রাহুল, জানিয়ে দিলেন দ্রাবিড়

Last Updated : Sep 2, 2023, 6:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.