ETV Bharat / sports

রাহুল দ্রাবিড়, যিনি ভারতীয় দলকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছেন - দুর্ভেদ্য দুর্গ ভারত

World Cup Final 2023: বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেট দল ৷ লিগের সব ম্যাচ, এমনকি সেমিফাইনালেও দাপটের সঙ্গে জিতে ফাইনালে উঠেছে ভারত ৷ তবে, এই অপ্রতিরোধ্য ভারতীয় দলের পিছনে যিনি রয়েছেন, তিনি নিজেও ক্রিকেটার হিসেবে ছিলেন অপ্রতিরোধ্য 'দ্য ওয়াল', রাহুল দ্রাবিড় ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 2:15 PM IST

Updated : Nov 19, 2023, 3:16 PM IST

আমেদাবাদ, 19 নভেম্বর: তিনি যখন ক্রিকেট খেলতেন, তখন ব্যাট হাতে তাঁকে পরাস্ত করা ছিল কংক্রিটের দেওয়ালে মাথা ঠোকার সমান ৷ বোলার প্রতিটি বল তাঁর ব্যাটের সামনে এসে আত্মসমর্পণ করত ৷ তাই তাঁর নামই হয়ে গিয়েছিল, 'দ্য ওয়াল' ৷ তিনি রাহুল দ্রাবিড় ৷ যিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ ৷ ক্রিকেটার হিসেবে যেমন নীরবে নিজের কাজ করে যেতেন, তেমনি কোচ হিসেবেও পিছন থেকে নিজের কাজ করে চলেছেন রাহুল ৷ যাংর কোনও প্রচারের আলোর প্রয়োজন হয় না ৷

রাহুল একমাত্র ব্যক্তি যিনি এই বিশ্বকাপ শুধু নয়, ভারতের যে কোনও ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে শুধু কৌশল, পরিকল্পনা, দলগঠন ও তার পিছনের কারণ এবং কী করলে, কী হতে পারে, এই সব নিয়েই কথা বলেন ৷ এমনকি অন্য যে কেউ হলে পিচ এবং তার চরিত্র নিয়ে নানান কথা বলে সাধারণত ৷ কিন্তু, এই একজন ব্যক্তি যিনি পিচে নয়, নিজের দলের প্রতিটি খেলোয়াড়ের উপর নির্ভর করে দল সাজান ৷ বিশ্বাস রাখেন তাঁর শেখানোতে, নিজের তৈরি করা পরিকল্পনা ও কৌশলে ৷

ভারতীয় দল এই বিশ্বকাপের লিগ পর্যায়ের নয় ম্যাচ এবং সেমিফাইনালে দাপটের সঙ্গে খেলেছে ৷ ভয়ডরহীন ক্রিকেটে প্রতিপক্ষ শিবিরে ভয় ধরিয়েছে ভারতের প্রত্যেক ক্রিকেটার ৷ কিন্তু, এটা মাঠে নেমে ওই মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত নয় ৷ এটা দীর্ঘদিন ধরে আলোচনা এবং পরিকল্পনার মাধ্যমে নেওয়া একটি পোক্ত সিদ্ধান্ত ৷ আর এই সিদ্ধান্তের অন্যতম কারিগর হেড কোচ রাহুল দ্রাবিড় ৷ যার পরিকল্পনা অনুযায়ী, কাজ করছেন দলের বাকি সাপোর্ট স্টাফ, অধিনায়ক এবং অন্যান্য ক্রিকেটাররা ৷

প্রত্যেক ম্যাচে রাহুল দ্রাবিড় এবং তাঁর সহযোগী ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে দেখা যায় ড্রেসিংরুমে একটি ল্যাপটপ ও নোটপ্যাড নিয়ে বসে থাকতে ৷ সেখান থেকেই দলের প্রতিটি খেলোয়াড়ের প্লাস পয়েন্ট ও মাইনাস পয়েন্ট রেকর্ড হয় ৷ সেই মতো, পরবর্তী সময়ে তা নিয়ে বিস্তারিত কাজ করে টিম ম্যানেজমেন্ট ৷ সেই পরিকল্পনার মূলেও থাকেন রাহুল দ্রাবিড় ৷ কিন্তু, পুরোটাই পর্দার আড়ালে ৷ পিছন থেকে ধীরে ধীরে আজকের এই ভারতীয় দল তৈরি করার কাজটা করেছেন তিনি এবং তাঁর সহযোগী কোচরা ৷

আরও পড়ুন:

  1. 'ক্রিকেট ঈশ্বরে'র আশীর্বাদ নিয়ে ফাইনালে নামছে ভারত, টস জিতে বোলিং অজিদের
  2. মোতেরায় টস জিতলেন প্যাট কামিন্স, মহারণে প্রথমে ব্যাট করবে রোহিত ব্রিগেড
  3. বিশ্বকাপ থাক ভারতেই, প্রার্থনা দেশবাসীর; দেশজুড়ে চলছে পুজো-বিশেষ আরতি

আমেদাবাদ, 19 নভেম্বর: তিনি যখন ক্রিকেট খেলতেন, তখন ব্যাট হাতে তাঁকে পরাস্ত করা ছিল কংক্রিটের দেওয়ালে মাথা ঠোকার সমান ৷ বোলার প্রতিটি বল তাঁর ব্যাটের সামনে এসে আত্মসমর্পণ করত ৷ তাই তাঁর নামই হয়ে গিয়েছিল, 'দ্য ওয়াল' ৷ তিনি রাহুল দ্রাবিড় ৷ যিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ ৷ ক্রিকেটার হিসেবে যেমন নীরবে নিজের কাজ করে যেতেন, তেমনি কোচ হিসেবেও পিছন থেকে নিজের কাজ করে চলেছেন রাহুল ৷ যাংর কোনও প্রচারের আলোর প্রয়োজন হয় না ৷

রাহুল একমাত্র ব্যক্তি যিনি এই বিশ্বকাপ শুধু নয়, ভারতের যে কোনও ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে শুধু কৌশল, পরিকল্পনা, দলগঠন ও তার পিছনের কারণ এবং কী করলে, কী হতে পারে, এই সব নিয়েই কথা বলেন ৷ এমনকি অন্য যে কেউ হলে পিচ এবং তার চরিত্র নিয়ে নানান কথা বলে সাধারণত ৷ কিন্তু, এই একজন ব্যক্তি যিনি পিচে নয়, নিজের দলের প্রতিটি খেলোয়াড়ের উপর নির্ভর করে দল সাজান ৷ বিশ্বাস রাখেন তাঁর শেখানোতে, নিজের তৈরি করা পরিকল্পনা ও কৌশলে ৷

ভারতীয় দল এই বিশ্বকাপের লিগ পর্যায়ের নয় ম্যাচ এবং সেমিফাইনালে দাপটের সঙ্গে খেলেছে ৷ ভয়ডরহীন ক্রিকেটে প্রতিপক্ষ শিবিরে ভয় ধরিয়েছে ভারতের প্রত্যেক ক্রিকেটার ৷ কিন্তু, এটা মাঠে নেমে ওই মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত নয় ৷ এটা দীর্ঘদিন ধরে আলোচনা এবং পরিকল্পনার মাধ্যমে নেওয়া একটি পোক্ত সিদ্ধান্ত ৷ আর এই সিদ্ধান্তের অন্যতম কারিগর হেড কোচ রাহুল দ্রাবিড় ৷ যার পরিকল্পনা অনুযায়ী, কাজ করছেন দলের বাকি সাপোর্ট স্টাফ, অধিনায়ক এবং অন্যান্য ক্রিকেটাররা ৷

প্রত্যেক ম্যাচে রাহুল দ্রাবিড় এবং তাঁর সহযোগী ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে দেখা যায় ড্রেসিংরুমে একটি ল্যাপটপ ও নোটপ্যাড নিয়ে বসে থাকতে ৷ সেখান থেকেই দলের প্রতিটি খেলোয়াড়ের প্লাস পয়েন্ট ও মাইনাস পয়েন্ট রেকর্ড হয় ৷ সেই মতো, পরবর্তী সময়ে তা নিয়ে বিস্তারিত কাজ করে টিম ম্যানেজমেন্ট ৷ সেই পরিকল্পনার মূলেও থাকেন রাহুল দ্রাবিড় ৷ কিন্তু, পুরোটাই পর্দার আড়ালে ৷ পিছন থেকে ধীরে ধীরে আজকের এই ভারতীয় দল তৈরি করার কাজটা করেছেন তিনি এবং তাঁর সহযোগী কোচরা ৷

আরও পড়ুন:

  1. 'ক্রিকেট ঈশ্বরে'র আশীর্বাদ নিয়ে ফাইনালে নামছে ভারত, টস জিতে বোলিং অজিদের
  2. মোতেরায় টস জিতলেন প্যাট কামিন্স, মহারণে প্রথমে ব্যাট করবে রোহিত ব্রিগেড
  3. বিশ্বকাপ থাক ভারতেই, প্রার্থনা দেশবাসীর; দেশজুড়ে চলছে পুজো-বিশেষ আরতি
Last Updated : Nov 19, 2023, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.