ETV Bharat / sports

Dravid Hails Karthik : বিশ্বকাপের দলে ঢোকার জোরাল দাবিদার কার্তিক, একবাক্যে স্বীকার করছেন দ্রাবিড়

author img

By

Published : Jun 20, 2022, 6:02 PM IST

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে যে মানের ক্রিকেট উপহার দিয়েছে, তাতে চলতি বছর টি-20 বিশ্বকাপের স্কোয়াডে প্রবেশের দাবিদার হিসেবে নিজেকে তুলে এনেছে কার্তিক (Rahul Dravid says Dinesh Karthik knocking Very Hard On India Selection Door For T20 WC) ৷ সাফ জানালেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ৷

Dravid Hails Karthik
বিশ্বকাপের দলে ঢোকার জোরাল দাবিদার কার্তিক

বেঙ্গালুরু, 20 জুন : প্রথম দু'ম্যাচ হেরে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক সিনিয়র-হীন ভারতীয় দলের ৷ কিন্তু নির্ণায়ক ম্যাচে বৃষ্টি বাধ সাধায় ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের উত্তেজক টি-20 সিরিজ শেষ হল নিষ্ফলাই ৷ ঋষভ পন্থ, তেম্বা বাভুমা ট্রফি ভাগাভাগি করে নিলেও নিষ্ফলা সিরিজ থেকে ভারতের প্রাপ্তি অনেক ৷ আর সেই প্রাপ্তির তালিকায় প্রথম নামটা অবশ্যই সাঁইত্রিশের দীনেশ কার্তিক ৷ আইপিএলের পারফরম্যান্স দেখে তাঁকে কুড়ি-বিশের দলে ফিরিয়ে এনে নির্বাচকরা যে কোনও ভুল করেননি, সদ্য-সমাপ্ত সিরিজে সেটা বুঝিয়ে দিয়েছেন দক্ষিণী ক্রিকেটার ৷ আর সিরিজ শেষে আরসিবি ক্রিকেটারকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেলেন দলের হেড কোচ রাহুল শারদ দ্রাবিড় ৷

সদ্যসমাপ্ত সিরিজে যে মানের ক্রিকেট উপহার দিয়েছে, তাতে চলতি বছর টি-20 বিশ্বকাপের স্কোয়াডে ঢোকার দাবিদার হিসেবে নিজেকে তুলে এনেছে কার্তিক (Rahul Dravid says Dinesh Karthik knocking Very Hard On India Selection Door For T20 WC) ৷ সাফ জানালেন জাতীয় দলের কোচ ৷ সাংবাদিক সম্মেলনে কার্তিকের রাজকোটের ইনিংস নিয়ে বলতে গিয়ে দ্রাবিড় বলেন, "বিশেষ এক ব্যাটিং দক্ষতার কথা মাথায় রেখে দলে নেওয়া হয়েছিল ওকে (কার্তিক) ৷ রাজকোটে সেই মুন্সিয়ানাই দারুণভাবে কাজে লাগিয়েছে ও ৷ শেষ পাঁচ ওভারে দলের যখন প্রয়োজন ছিল তখনই নিজেকে মেলে ধরেছে কার্তিক ৷ ও আর হার্দিক দুরন্ত ব্যাটিং করল ৷"

কার্তিকের 27 বলে 55 রান, পান্ডিয়ার 31 বলে 46 রানে ভর করেই রাজকোটে চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছিল ভারত ৷ এ প্রসঙ্গে জাতীয় কোচ বলেন, "শেষ পাঁচ-ছয় ওভারে ব্যাটিং'য়ের জন্য সম্ভবত ওরা দু'জনই সবচেয়ে উপযুক্ত ৷ তবে সবচেয়ে ভাল লাগছে কার্তিককে দেখে ৷ যা ভেবে ওকে দলে নেওয়া হয়েছিল, সেটাই ও করে দেখিয়েছে ৷ স্বাভাবিকভাবেই আগামীর জন্য দলে অনেক বিকল্প বেড়ে গেল ৷ রাজকোটের ইনিংসটার পর কার্তিক শুধু বিশ্বকাপগামী দলে কড়া নাড়ছে না, বিশ্বকাপের দলে ঢোকার জোরাল দাবিদার ৷"

আরও পড়ুন : বৃষ্টিতে পণ্ড ম্যাচ, ড্র ভারত-দঃ আফ্রিকা টি-20 সিরিজ

চলতি মাসের শেষে আয়ারল্যান্ড সফরে দু'ম্যাচের টি-20 সিরিজের স্কোয়াডে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ কার্তিকই ৷ যদিও তাঁর কাধে বাড়তি কোনও দায়িত্ব চাপিয়ে দেয়নি বোর্ড ৷ অধিনায়ক হিসেবে আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং সহ-অধিনায়ক হিসেবে ভুবনেশ্বর কুমারকে বেছে নেওয়া হয়েছে ৷

বেঙ্গালুরু, 20 জুন : প্রথম দু'ম্যাচ হেরে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক সিনিয়র-হীন ভারতীয় দলের ৷ কিন্তু নির্ণায়ক ম্যাচে বৃষ্টি বাধ সাধায় ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের উত্তেজক টি-20 সিরিজ শেষ হল নিষ্ফলাই ৷ ঋষভ পন্থ, তেম্বা বাভুমা ট্রফি ভাগাভাগি করে নিলেও নিষ্ফলা সিরিজ থেকে ভারতের প্রাপ্তি অনেক ৷ আর সেই প্রাপ্তির তালিকায় প্রথম নামটা অবশ্যই সাঁইত্রিশের দীনেশ কার্তিক ৷ আইপিএলের পারফরম্যান্স দেখে তাঁকে কুড়ি-বিশের দলে ফিরিয়ে এনে নির্বাচকরা যে কোনও ভুল করেননি, সদ্য-সমাপ্ত সিরিজে সেটা বুঝিয়ে দিয়েছেন দক্ষিণী ক্রিকেটার ৷ আর সিরিজ শেষে আরসিবি ক্রিকেটারকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেলেন দলের হেড কোচ রাহুল শারদ দ্রাবিড় ৷

সদ্যসমাপ্ত সিরিজে যে মানের ক্রিকেট উপহার দিয়েছে, তাতে চলতি বছর টি-20 বিশ্বকাপের স্কোয়াডে ঢোকার দাবিদার হিসেবে নিজেকে তুলে এনেছে কার্তিক (Rahul Dravid says Dinesh Karthik knocking Very Hard On India Selection Door For T20 WC) ৷ সাফ জানালেন জাতীয় দলের কোচ ৷ সাংবাদিক সম্মেলনে কার্তিকের রাজকোটের ইনিংস নিয়ে বলতে গিয়ে দ্রাবিড় বলেন, "বিশেষ এক ব্যাটিং দক্ষতার কথা মাথায় রেখে দলে নেওয়া হয়েছিল ওকে (কার্তিক) ৷ রাজকোটে সেই মুন্সিয়ানাই দারুণভাবে কাজে লাগিয়েছে ও ৷ শেষ পাঁচ ওভারে দলের যখন প্রয়োজন ছিল তখনই নিজেকে মেলে ধরেছে কার্তিক ৷ ও আর হার্দিক দুরন্ত ব্যাটিং করল ৷"

কার্তিকের 27 বলে 55 রান, পান্ডিয়ার 31 বলে 46 রানে ভর করেই রাজকোটে চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছিল ভারত ৷ এ প্রসঙ্গে জাতীয় কোচ বলেন, "শেষ পাঁচ-ছয় ওভারে ব্যাটিং'য়ের জন্য সম্ভবত ওরা দু'জনই সবচেয়ে উপযুক্ত ৷ তবে সবচেয়ে ভাল লাগছে কার্তিককে দেখে ৷ যা ভেবে ওকে দলে নেওয়া হয়েছিল, সেটাই ও করে দেখিয়েছে ৷ স্বাভাবিকভাবেই আগামীর জন্য দলে অনেক বিকল্প বেড়ে গেল ৷ রাজকোটের ইনিংসটার পর কার্তিক শুধু বিশ্বকাপগামী দলে কড়া নাড়ছে না, বিশ্বকাপের দলে ঢোকার জোরাল দাবিদার ৷"

আরও পড়ুন : বৃষ্টিতে পণ্ড ম্যাচ, ড্র ভারত-দঃ আফ্রিকা টি-20 সিরিজ

চলতি মাসের শেষে আয়ারল্যান্ড সফরে দু'ম্যাচের টি-20 সিরিজের স্কোয়াডে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ কার্তিকই ৷ যদিও তাঁর কাধে বাড়তি কোনও দায়িত্ব চাপিয়ে দেয়নি বোর্ড ৷ অধিনায়ক হিসেবে আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং সহ-অধিনায়ক হিসেবে ভুবনেশ্বর কুমারকে বেছে নেওয়া হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.