ডমিনিকা, 12 জুলাই: 2011 সালে ওয়েস্ট ইন্ডিজে সফরকারী ভারতীয় দলের সদস্য ছিলেন রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি ৷ পুরনো সেই সফরকারী দলের সদস্যদের মধ্যে বিরাট একমাত্র, যিনি বর্তমান সফরের অংশ ৷ আর সেদিন বিরাটের সিনিয়র হিসেবে দলে থাকা রাহুল দ্রাবিড় আজ ভারতীয় দলের কোচ ৷ এই মাঝের 12 বছরের সময়ের ক্রিকেট জার্নি বিরাট কোহলি উপভোগ করেছেন এবং করে চলেছেন বলে বিশ্বাস করেন কোচ রাহুল ৷
উল্লেখ্য, সেই সফরেই বিরাট টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন ৷ তার পর 100-র বেশি টেস্ট খেলেছেন তিনি ৷ সেই সময়ের এবং আজকের বিরাটের মধ্যে ফারাকটা কোথায় ? এ নিয়ে কোচ রাহুলের মত, ‘‘2011 সালের পর এখানে কোচ হিসেবে দলকে নিয়ে এসেছি ৷ একটা অন্যরকম অনুভুতি হচ্ছে ৷ সেই সফরের একমাত্র ক্রিকেটার ছিল বিরাট ৷ যে আজও ক্রিকেট মাঠে সক্রিয় ভূমিকায় রয়েছে ৷ আমি মনে করি 2011 সাল থেকে আজ পর্যন্ত বিরাট এই সফর নিয়ে গর্ব অনুভব করে ৷ বিরাটের এই সফর থেকে খুব ভালো লাগে ৷ একজন তরুণ ক্রিকেটার থেকে দলের একজন অভিজ্ঞ সদস্য হয়ে উঠেছেন ৷’’
রাহুলের কথায়, ওয়ান ডে ক্রিকেটে রান পেয়ে টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন বিরাট ৷ সেখানে নিজের জায়গা পাকা করার চেষ্টায় ছিল 22 বছরের একটি ছেলে ৷ সেই সময় বিরাটের মধ্যে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছিলেন রাহুল ৷ তিনি জানান, সবসময় সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে ঘুরতেন ৷ তাঁদের অনুসরণ করতেন বিরাট ৷ আজ সেই বিরাট কোহলির জাতীয় দলের কোচের ভূমিকায় রয়েছেন রাহুল ৷ যা তিনি কোনও দিন ভাবেননি ৷
আরও পড়ুন: পূজারার 3 নম্বরে শুভমন, জাতীয় দলে ফেরার রাস্তা বন্ধ হচ্ছে সৌরাষ্ট্রের ব্যাটারের ?
আর বিরাট, তিনি মনে করেন এই 12 বছরের সফর নিয়ে ৷ তাঁর কথায়, ‘‘এটা সেই দেশ যেখান থেকে আমার টেস্ট সফর শুরু হয়েছিল ৷ 12 বছর আগে এই দেশ থেকে শুরু করেছিলাম ৷ তার পর একশোটা টেস্ট খেলে ফেলেছি ৷ এই অনুভূতিটা অসাধারণ ৷ আমি এমন কিছু কোনওদিন আশাও করিনি ৷’’ আর কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে তাঁর মত, ‘‘আমরা সবাই রাহুল ভাইকে দেখি আর ভাবি আমরা কত ভাগ্যবান ৷ আমরা দু’জন মাত্র 2011 সালের দলের সদস্য ৷ জীবনের একটা বৃত্ত পূর্ণ হল ৷ এটা অসাধারণ অভিজ্ঞতা ৷’’
আরও পড়ুন: ক্যারিবিয়ান কিংবদন্তির বিরুদ্ধে টেস্ট অভিষেক, এবার তাঁর ছেলের বিরুদ্ধে খেলবেন বিরাট
উল্লেখ্য, 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 3 ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলা হয়েছিল ডমিনিকার এই স্টেডিয়ামে ৷ ম্যাচ ড্র হলেও, ভারত 0-1 ফলাফলে সিরিজ জিতেছিল ৷ এই সিরিজই রাহুল দ্রাবিড়-সহ একাধিক ভারতীয় ক্রিকেটারের শেষ ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল ৷