ETV Bharat / sports

সফরকারী দলের সব ক্রিকেটারকে এক ম্য়াচে সুযোগ দেওয়ার পক্ষপাতি রাহুল - ভারতীয় দলের কোচ

জাতীয় দলে সুযোগ পাওয়া সকল ক্রিকেটারকে অন্তত একটি ম্যাচে সুযোগ দেওয়ার পক্ষপাতি রাহুল দ্রাবিড় ৷ শিখর ধানওয়ানের নেতৃত্বাধীন শ্রীলঙ্কায় সফরকারী ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি ৷ তার আগে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাহুল ৷

rahul-dravid-is-favour-to-giving-one-match-opportunity-to-all-cricketers-of-touring-team
সফরকারী দলের সব ক্রিকেটারকে এক ম্য়াচে সুযোগ দেওয়ার পক্ষপাতি রাহুল দ্রাবিড়
author img

By

Published : Jun 11, 2021, 4:16 PM IST

নয়াদিল্লি, 11 জুন : সফরকারী দলের সব ক্রিকেটার যাতে একটি ম্যাচ খেলতে পারেন, সেই চেষ্টাই করেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ৷ এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘ওয়াল’ ৷ প্রসঙ্গত, আগামী জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করবেন রাহুল দ্রাবিড় ৷ যে দলের অধিনায়ক বাছা হয়েছে শিখর ধাওয়ানকে ৷

ওই সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়েছেন, ভারতের অনুর্ধ্ব-19 এবং ‘এ’ দলের কোচ থাকাকালীন তিনি সফরকারী দলের প্রত্যেক ক্রিকেটারকে একটা ম্যাচে সুযোগ করে দিতেন ৷ কারণ তিনি মনে করেন, সেই ক্রিকেটার সফরকারী দলের সদস্য হয়েছেন, তাঁর নিজের যোগ্যতায় ৷ তাই সেই সফরে অন্তত একটা ম্যাচ খেলার অধিকার সেই ক্রিকেটারের রয়েছে ৷

এ নিয়ে রাহুল বলেন, ‘‘আমি তাঁদের সামনে থেকে বলে দিতাম, যদি তাঁরা আমার সঙ্গে ভারতীয় ‘এ’ দলের হয়ে সফর করেন ৷ তবে, তাঁরা অন্তত একটা ম্যাচ না খেলে ফিরবেন না ৷ কারণ, ছোটবেলায় আমি ব্যক্তিগতভাবে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম ৷ তাই ‘এ’ দলের সঙ্গে সফরে গিয়ে একটিও ম্যাচে সুযোগ না পাওয়া খুবই ভয়ঙ্কর ৷’’

আরও পড়ুন : Sri Lanka Tour : একাধিক নতুন মুখ নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন অধিনায়ক ধাওয়ান

রাহুল এও জানিয়েছেন, একজন ক্রিকেটার যদি ঘরোয়া ক্রিকেটে 700-800 রান করে জাতীয় স্তরে সুযোগ পান ৷ আর সেই সফরে নিজেকে প্রমাণ করার জন্য, একটি ম্যাচে খেলার সুযোগ না পান ৷ তবে, আগামী মরসুমে ফের একবার ওই ক্রিকেটারকে নিজেকে নতুন করে যোগ্য করে তুলতে হবে নির্বাচকদের কাছে ৷ কারণ, তিনি ওই সফরে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি ৷ তাই আবারও সুযোগ পেতে হলে শূন্য থেকে শুরু করতে হবে ৷ তাই রাহুল দ্রাবিড়ের মতে, সফরকারী দলের প্রত্যেক ক্রিকেটারের অন্তত একটা ম্যাচে সুযোগ পাওয়ার অধিকার রয়েছে ৷

নয়াদিল্লি, 11 জুন : সফরকারী দলের সব ক্রিকেটার যাতে একটি ম্যাচ খেলতে পারেন, সেই চেষ্টাই করেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ৷ এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘ওয়াল’ ৷ প্রসঙ্গত, আগামী জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করবেন রাহুল দ্রাবিড় ৷ যে দলের অধিনায়ক বাছা হয়েছে শিখর ধাওয়ানকে ৷

ওই সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়েছেন, ভারতের অনুর্ধ্ব-19 এবং ‘এ’ দলের কোচ থাকাকালীন তিনি সফরকারী দলের প্রত্যেক ক্রিকেটারকে একটা ম্যাচে সুযোগ করে দিতেন ৷ কারণ তিনি মনে করেন, সেই ক্রিকেটার সফরকারী দলের সদস্য হয়েছেন, তাঁর নিজের যোগ্যতায় ৷ তাই সেই সফরে অন্তত একটা ম্যাচ খেলার অধিকার সেই ক্রিকেটারের রয়েছে ৷

এ নিয়ে রাহুল বলেন, ‘‘আমি তাঁদের সামনে থেকে বলে দিতাম, যদি তাঁরা আমার সঙ্গে ভারতীয় ‘এ’ দলের হয়ে সফর করেন ৷ তবে, তাঁরা অন্তত একটা ম্যাচ না খেলে ফিরবেন না ৷ কারণ, ছোটবেলায় আমি ব্যক্তিগতভাবে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম ৷ তাই ‘এ’ দলের সঙ্গে সফরে গিয়ে একটিও ম্যাচে সুযোগ না পাওয়া খুবই ভয়ঙ্কর ৷’’

আরও পড়ুন : Sri Lanka Tour : একাধিক নতুন মুখ নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন অধিনায়ক ধাওয়ান

রাহুল এও জানিয়েছেন, একজন ক্রিকেটার যদি ঘরোয়া ক্রিকেটে 700-800 রান করে জাতীয় স্তরে সুযোগ পান ৷ আর সেই সফরে নিজেকে প্রমাণ করার জন্য, একটি ম্যাচে খেলার সুযোগ না পান ৷ তবে, আগামী মরসুমে ফের একবার ওই ক্রিকেটারকে নিজেকে নতুন করে যোগ্য করে তুলতে হবে নির্বাচকদের কাছে ৷ কারণ, তিনি ওই সফরে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি ৷ তাই আবারও সুযোগ পেতে হলে শূন্য থেকে শুরু করতে হবে ৷ তাই রাহুল দ্রাবিড়ের মতে, সফরকারী দলের প্রত্যেক ক্রিকেটারের অন্তত একটা ম্যাচে সুযোগ পাওয়ার অধিকার রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.