ইংল্যান্ড, 19 মে : 1999 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দুই কিংবদন্তী ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের শতরান বিশাল প্রভাব ফেলেছিল ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান জস বাটলারের উপর ৷ এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জস বাটলার ৷ যে ম্যাচে সৌরভ ও দ্রাবিড় দ্বিতীয় উইকেটে 318 রানের বিশাল পার্টনারশিপ গড়েছিলেন ৷ যে পার্টনারশিপে ভর করে ভারত সহজ জয় ছিনিয়ে নিয়েছিল ৷
টনটনে ওই ম্যাচে সৌরভ করেছিলেন 183 রান ৷ দ্রাবিড় করেন 145 রান ৷ বিধ্বংসী ওই দুই ইনিংসের বহু পরে টি-20 ক্রিকেটের জন্ম হয়েছে ৷ কিন্তু, টনটনে দুই ভারতীয় ব্যাটসম্যানের ব্যাট থেকে যে চার ও ছয়ের বন্যা বয়ে ছিল, তার গভীর প্রভাব পড়েছিল বাটলারের মনে ৷ যা বর্তমান টি-20’র যুগে বাটলার নিজে করে থাকেন ৷ যা নিয়ে বাটলার বলেন, ‘‘ওই বছরটা ছিল আমার কাছে নিজেকে গড়ে তোলার সময় ৷ সেই সময় গাঙ্গুলি এবং দ্রাবিড়কে বড় শতরান করতে দেখাটা আমার উপর গভীর প্রভাব ফেলেছিল ৷
আরও পড়ুন : প্রকাশিত অ্যাশেজ সিরিজ়ের সূচি, প্রথা ভেঙে শেষ ম্য়াচ পার্থে
এমনকি ইংল্যান্ডে সেই সময় মাঠে অত ভারতীয় সমর্থকের উপস্থিতিও তাঁকে অবাক করেছিল বলে জানান জস ৷ তিনি জানিয়েছেন, 1999’র বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কার ওই ম্যাচে ইংল্যান্ডের মাটিতে অত ভারতীয় দর্শক তিনি প্রথমবার দেখেছিলেন ৷