ETV Bharat / sports

Anrich Nortje ruled out : কোহলিদের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা প্রোটিয়া শিবিরে, ছিটকে গেলেন নর্তজে

চোটের কারণে বিরাট কোহলিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া স্পিডস্টার অ্যানরিচ নর্তজে (Protea pacer Anrich Nortje ruled out from test series against India) ৷ ফাস্ট বোলারের চোটের প্রকৃতি জানা না গেলেও নর্তজের ছিটকে যাওয়া যে ডিন এলগারদের জন্য বড়সড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

Anrich Nortje ruled out
কোহলিদের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা প্রোটিয়া শিবিরে, ছিটকে গেলেন নর্তজে
author img

By

Published : Dec 21, 2021, 5:33 PM IST

জোহানেসবার্গ, 21 ডিসেম্বর : টেস্ট সিরিজ শুরুর পাঁচদিন আগে খানিকটা হলেও স্বস্তি ভারতীয় শিবিরে ৷ চোটের কারণে বিরাট কোহলিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া স্পিডস্টার অ্যানরিচ নর্তজে (Anrich Nortje ruled out from test series against India) ৷ ফাস্ট বোলারের চোটের ধরন জানা না গেলেও নর্তজের ছিটকে যাওয়া যে ডিন এলগারদের জন্য বড়সড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

দক্ষিণ আফ্রিকা শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ধারাবাহিক চোটে'র কারণে ছিটকে গিয়েছেন নর্তজে ৷ যদিও তাঁর পরিবর্ত কাউকে দলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সিএসকে ৷ ধারাবাহিক চোটের কারণে নর্তজে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার ধকল নিতে পারবেন না বলে জানিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড ৷

আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে তিনি রিহ্যাব চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছে তারা ৷ তবে দক্ষিণ আফ্রিকা সফরে চোট-উদ্বেগকে সঙ্গী করে এসেছে ভারতীয় দলও ৷ ইউটিলিটি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সার্ভিস দক্ষিণ আফ্রিকায় পাবে না ভারতীয় দল ৷ দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার ঠিক আগে হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গিয়েছেন সহ-অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে কোহলির ডেপুটির দায়িত্ব পালন করবেন কেএল রাহুল ৷

আরও পড়ুন : India tour of SA : প্রোটিয়াদের দেশে রুদ্ধদ্বার স্টেডিয়ামে সিরিজ খেলবেন কোহলিরা

সেঞ্চুরিয়নে আগামী 26 ডিসেম্বর বক্সিং-ডে'তে প্রথম টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া (India to play first test on Boxing-Day at Centurion) ৷ যদিও টেস্ট এবং ওডিআই জোড়া সিরিজই অনুষ্ঠিত হবে দর্শকহীন স্টেডিয়ামে ৷ বিসিসিআই'য়ের সঙ্গে সমঝোতা করে সোমবার এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সিএসএ ৷

জোহানেসবার্গ, 21 ডিসেম্বর : টেস্ট সিরিজ শুরুর পাঁচদিন আগে খানিকটা হলেও স্বস্তি ভারতীয় শিবিরে ৷ চোটের কারণে বিরাট কোহলিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া স্পিডস্টার অ্যানরিচ নর্তজে (Anrich Nortje ruled out from test series against India) ৷ ফাস্ট বোলারের চোটের ধরন জানা না গেলেও নর্তজের ছিটকে যাওয়া যে ডিন এলগারদের জন্য বড়সড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

দক্ষিণ আফ্রিকা শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ধারাবাহিক চোটে'র কারণে ছিটকে গিয়েছেন নর্তজে ৷ যদিও তাঁর পরিবর্ত কাউকে দলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সিএসকে ৷ ধারাবাহিক চোটের কারণে নর্তজে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার ধকল নিতে পারবেন না বলে জানিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড ৷

আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে তিনি রিহ্যাব চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছে তারা ৷ তবে দক্ষিণ আফ্রিকা সফরে চোট-উদ্বেগকে সঙ্গী করে এসেছে ভারতীয় দলও ৷ ইউটিলিটি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সার্ভিস দক্ষিণ আফ্রিকায় পাবে না ভারতীয় দল ৷ দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার ঠিক আগে হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গিয়েছেন সহ-অধিনায়ক রোহিত শর্মা ৷ পরিবর্তে কোহলির ডেপুটির দায়িত্ব পালন করবেন কেএল রাহুল ৷

আরও পড়ুন : India tour of SA : প্রোটিয়াদের দেশে রুদ্ধদ্বার স্টেডিয়ামে সিরিজ খেলবেন কোহলিরা

সেঞ্চুরিয়নে আগামী 26 ডিসেম্বর বক্সিং-ডে'তে প্রথম টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া (India to play first test on Boxing-Day at Centurion) ৷ যদিও টেস্ট এবং ওডিআই জোড়া সিরিজই অনুষ্ঠিত হবে দর্শকহীন স্টেডিয়ামে ৷ বিসিসিআই'য়ের সঙ্গে সমঝোতা করে সোমবার এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সিএসএ ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.