ETV Bharat / sports

IND vs PAK down memory lane : ফিরে দেখা টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের ফলাফল

author img

By

Published : Oct 23, 2021, 9:57 PM IST

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে পাকিস্তানের সাফল্য না থাকলেও যুযুধান দুই প্রতিপক্ষের লড়াইয়ের আগে অতীতের ফলাফলে চোখ তো রাখতেই হয় ৷ রবিবাসরীয় মহাযুদ্ধের আগে টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের বিগত বছরগুলির ফলাফল একনজরে ৷

IND vs PAK down memory lane
ফিরে দেখা টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের ফলাফল

হায়দরাবাদ, 23 অক্টোবর : ভারত-পাকিস্তান ম্য়াচের আগে কোনও পূর্ব পরিসংখ্য়ান, ভবিষ্যদ্বাণী নাকি কাজ করে না ৷ অতীত যাই বলুক, ম্যাচের দিন স্নায়ুচাপ যারা ভালভাবে সামলাতে পারবে বাজিমাত করবে তারাই ৷ এমনই দাবি করে থাকেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে পাকিস্তানের সাফল্য না থাকলেও যুযুধান দুই প্রতিপক্ষের লড়াইয়ের আগে অতীতের ফলাফলে চোখ তো রাখতেই হয় ৷ রবিবাসরীয় মহাযুদ্ধের আগে দেখে নেওয়া যাক টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের বিগত বছরগুলির ফলাফল ৷

2007 গ্রুপ পর্ব :

দক্ষিণ আফ্রিকার মাটিতে 2007 টি-20 বিশ্বকাপের বোধনে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাক দুই দল ৷ এমএস ধোনি নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথমে ব্যাট করে 9 উইকেটে তুলেছিল 141 রান ৷

জবাবে 87 রানে 5 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান ৷ মিসবা উল-হকের অর্ধশতরানে ভর করে ম্যাচ টাই করতে সক্ষম হয় তারা ৷ শেষে বোল -আউটে ম্যাচ জিতে নেয় ভারত ৷

2007 ফাইনাল :

জো'বার্গের হাইভোল্টেজ ফাইনালে ফের প্রথমে ব্যাট করে 5 উইকেটে 157 রান তুলেছিল ভারত ৷ গম্ভীর করেছিলেন 54 বলে 75 রান ৷ রোহিত খেলেছিলেন 16 বলে 30 রানের দুর্দান্ত ক্যামিও ৷ শেষ পর্যন্ত মিসবার লড়াই ব্যর্থ করে পাকিস্তানের মুখের গ্রাস কেড়ে প্রথম টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় এমএস ধোনি নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ 19.3 ওভারে 152 রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান ৷

2012 সুপার এইট :

2012 শ্রীলঙ্কায় সুপার এইটের ম্যাচে লক্ষ্মীপতি বালাজির 3 উইকেটে ভর করে পাকিস্তানকে 128 রানে বেঁধে রাখে টিম ইন্ডিয়া ৷ জবাবে মাত্র 2 উইকেট হারিয়ে তিন ওভার বাকি থাকতেই ম্য়াচ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া ৷ সৌজন্যে বিরাট কোহলির 61 বলে অপরাজিত 78 রান ৷

2014 সুপার টেন :

প্রথমে ব্যাট করে পাকিস্তানের ছুড়ে দেওয়া 131 রানের লক্ষ্যমাত্রা 9 বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া ৷ 32 বলে 36 রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি ৷ সুরেশ রায়না অপরাজিত ছিলেন 28 বলে 35 রানে ৷

2016 সুপার টেন :

2016 ষষ্ঠ তথা সর্বশেষ সংস্করণেও শেষ হাসি হেসেছিল 'মেন ইন ব্লু' ৷ বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা কমে দাঁড়ায় 18-তে ৷ পাকিস্তানের ছুড়ে দেওয়া 119 রানের টার্গেট 13 বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া ৷ সৌজন্যে সেই বিরাট ৷ 37 বলে 55 রানে অপরাজির থেকে গিয়েছিলেন ভারতের 'রানমেশিন' ৷

হায়দরাবাদ, 23 অক্টোবর : ভারত-পাকিস্তান ম্য়াচের আগে কোনও পূর্ব পরিসংখ্য়ান, ভবিষ্যদ্বাণী নাকি কাজ করে না ৷ অতীত যাই বলুক, ম্যাচের দিন স্নায়ুচাপ যারা ভালভাবে সামলাতে পারবে বাজিমাত করবে তারাই ৷ এমনই দাবি করে থাকেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে পাকিস্তানের সাফল্য না থাকলেও যুযুধান দুই প্রতিপক্ষের লড়াইয়ের আগে অতীতের ফলাফলে চোখ তো রাখতেই হয় ৷ রবিবাসরীয় মহাযুদ্ধের আগে দেখে নেওয়া যাক টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের বিগত বছরগুলির ফলাফল ৷

2007 গ্রুপ পর্ব :

দক্ষিণ আফ্রিকার মাটিতে 2007 টি-20 বিশ্বকাপের বোধনে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাক দুই দল ৷ এমএস ধোনি নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথমে ব্যাট করে 9 উইকেটে তুলেছিল 141 রান ৷

জবাবে 87 রানে 5 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান ৷ মিসবা উল-হকের অর্ধশতরানে ভর করে ম্যাচ টাই করতে সক্ষম হয় তারা ৷ শেষে বোল -আউটে ম্যাচ জিতে নেয় ভারত ৷

2007 ফাইনাল :

জো'বার্গের হাইভোল্টেজ ফাইনালে ফের প্রথমে ব্যাট করে 5 উইকেটে 157 রান তুলেছিল ভারত ৷ গম্ভীর করেছিলেন 54 বলে 75 রান ৷ রোহিত খেলেছিলেন 16 বলে 30 রানের দুর্দান্ত ক্যামিও ৷ শেষ পর্যন্ত মিসবার লড়াই ব্যর্থ করে পাকিস্তানের মুখের গ্রাস কেড়ে প্রথম টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় এমএস ধোনি নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ 19.3 ওভারে 152 রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান ৷

2012 সুপার এইট :

2012 শ্রীলঙ্কায় সুপার এইটের ম্যাচে লক্ষ্মীপতি বালাজির 3 উইকেটে ভর করে পাকিস্তানকে 128 রানে বেঁধে রাখে টিম ইন্ডিয়া ৷ জবাবে মাত্র 2 উইকেট হারিয়ে তিন ওভার বাকি থাকতেই ম্য়াচ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া ৷ সৌজন্যে বিরাট কোহলির 61 বলে অপরাজিত 78 রান ৷

2014 সুপার টেন :

প্রথমে ব্যাট করে পাকিস্তানের ছুড়ে দেওয়া 131 রানের লক্ষ্যমাত্রা 9 বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া ৷ 32 বলে 36 রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি ৷ সুরেশ রায়না অপরাজিত ছিলেন 28 বলে 35 রানে ৷

2016 সুপার টেন :

2016 ষষ্ঠ তথা সর্বশেষ সংস্করণেও শেষ হাসি হেসেছিল 'মেন ইন ব্লু' ৷ বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা কমে দাঁড়ায় 18-তে ৷ পাকিস্তানের ছুড়ে দেওয়া 119 রানের টার্গেট 13 বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া ৷ সৌজন্যে সেই বিরাট ৷ 37 বলে 55 রানে অপরাজির থেকে গিয়েছিলেন ভারতের 'রানমেশিন' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.