মুম্বই, 12 মে : বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিলের মুম্বই বনাম চেন্নাইয়ের ম্যাচ চলাকালীন বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটল (power failure during Chennai vs Mumbai match in Wankhede Stadium) ৷ যার প্রভাব পড়ল ডিআরএস পরিষেবায় ৷ এদিন ম্যাচের শুরুতে চেন্নাই সুপার কিংসেরর ব্যাটিংয়ের সময় 1.4 ওভার পর্যন্ত বিদ্যুৎ ছিল না স্টেডিয়ামের একটি ফ্লাডলাইড টাওয়ারে ৷ সে সময় কাজ করেনি ডিআরএস ব্যবস্থাও ৷
ওই সময়ের মধ্যেই তিনটি উইকেট পড়ে যায় চেন্নাইয়ের ৷ প্রথম ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে এলবিডব্লিউ হন ডেভন কনওয়ে ৷ এই আউট নিয়ে সন্দেহ থাকলেও বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ডিআরএস নিতে পারেননি তিনি ৷ এর পর চতুর্থ বলে শূন্য রানে ফিরতে হয় মইন আলিকেও ৷ রবিন উথাপ্পাও মাত্র 1 রান করে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হন ৷ কিন্তু তিনিও ডিআরএস-এর সুবিধা পাননি ৷
আরও পড়ুন : ইডেনে আইপিএল প্লে-অফ, প্রস্তুতি খতিয়ে দেখলেন সৌরভ
সব মিলিয়ে এদিনের ম্যাচে যথেষ্ট হতাশ দেখিয়েছে সিএসকে শিবিরকে ৷ 16 ওভারে মাত্র 97 রানেই এদিন শেষ হয়ে যায় মহেন্দ্র সিং ধোনিদের ইনিংস ৷ সর্বোচ্চ 36 রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ধোনি ৷ ফলে রান তাড়া করে জয় পেতে বেগ পেতে হয়নি রোহিত শর্মাদের ৷ 31 বল বাকি থাকতেই পাঁচ উইকেট ম্যাচ দিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেই সঙ্গে মরশুমের তৃতীয় জয়ের স্বাদ পেল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷