ETV Bharat / sports

Ravindra Jadeja on Kapil Dev: 'ভারত হারলে লোকজন এমন কথা বলেই থাকে', কপিলের সমালোচনার জবাব দিলেন জাদেজা - কপিল দেবের ‘ঔদ্ধত্য’ মন্তব্যের পালটা সমালোচনা

ভারতীয় দলের ক্রিকেটারদের সমালোচনা করেছিলেন কপিল দেব ৷ তাঁদের আচরণ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন দেশকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক ৷ এবার তাঁকে পালটা জবাব দিলেন রবীন্দ্র জাদেজা ৷

Ravindra Jadeja on Kapil Dev Kapil ETV BHARAT
Ravindra Jadeja on Kapil Dev Kapil
author img

By

Published : Aug 1, 2023, 5:39 PM IST

ত্রিনিদাদ, 1 অগস্ট: "ভারতীয় দল ম্যাচ হারলে লোকজন এই ধরনের মন্তব্য করেই থাকে ৷" এভাবেই কপিল দেবের মন্তব্যের পালটা দিলেন রবীন্দ্র জাদেজা ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন 1983 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৷ কপিল বলেন, "ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ঔদ্ধত্য চলে এসেছে ৷" জাদেজার কথা থেকেই স্পষ্ট কপিলের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় দল ৷

ত্রিনিদাদে আজ তৃতীয় তথা শেষ ওয়ান ডে খেলতে নামবে রোহিতের দল ৷ সিরিজ ডিসাইডারের আগে রবীন্দ্র জাদেজাকে সাংবাদিক বৈঠকে পাঠানো হয়েছিল ৷ সেখানেই কপিল দেবের ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা নিয়ে পালটা জবাব দিলেন জাদেজা ৷ তিনি বলেন, "প্রত্যেকের নিজের মতামত আছে ৷ প্রাক্তন ক্রিকেটারদের অধিকার আছে তাঁদের মতামত পেশ করার ৷ কিন্তু, আমি মনে করি না, এই দলের মধ্যে ঔদ্ধত্য রয়েছে ৷"

জাদেজার দাবি, "প্রত্যেকে তাঁদের ক্রিকেট উপভোগ করছে এবং সবাই এখানে কঠোর পরিশ্রমী ৷ কেউ এখানে কোনও বিষয়কে হালকাভাবে নেন না ৷ সব ক্রিকেটার নিজেদের একশো শতাংশ দিচ্ছেন ৷ ভারতীয় দল ম্যাচ হারলে এই ধরনের মন্তব্য শোনা যায় ৷" এর পরেই তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে জাদেজার দাবি, "ভারতীয় দলের বর্তমান তরুণ ক্রিকেটাররা খুবই ভালো ৷ তাঁদের নিজেদের মধ্যে বোঝাপড়াও দারুণ ৷ সেখানে কারও ব্যক্তিগত লক্ষ্য নেই ৷ সকলে ভারতের প্রতিনিধিত্ব করছেন ৷"

আরও পড়ুন: নিজেদের সবজান্তা ভাবেন ক্রিকেটাররা, কপিলের নিশানায় ভারতীয় দল

ভারতীয় অলরাউন্ডারের কথায়, "30 অগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপের দল ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ৷ কিন্তু, টিম ম্যানেজমেন্ট তা সত্ত্বেও তরুণ ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে ৷ সীমিত ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের কম্বিনেশন খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ এ নিয়ে রবীন্দ্র জাদেজা আরও জানিয়েছেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দলের শক্তি ও ভারসাম্য পরীক্ষা করে দেখা হচ্ছে ৷

ত্রিনিদাদ, 1 অগস্ট: "ভারতীয় দল ম্যাচ হারলে লোকজন এই ধরনের মন্তব্য করেই থাকে ৷" এভাবেই কপিল দেবের মন্তব্যের পালটা দিলেন রবীন্দ্র জাদেজা ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন 1983 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৷ কপিল বলেন, "ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ঔদ্ধত্য চলে এসেছে ৷" জাদেজার কথা থেকেই স্পষ্ট কপিলের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় দল ৷

ত্রিনিদাদে আজ তৃতীয় তথা শেষ ওয়ান ডে খেলতে নামবে রোহিতের দল ৷ সিরিজ ডিসাইডারের আগে রবীন্দ্র জাদেজাকে সাংবাদিক বৈঠকে পাঠানো হয়েছিল ৷ সেখানেই কপিল দেবের ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা নিয়ে পালটা জবাব দিলেন জাদেজা ৷ তিনি বলেন, "প্রত্যেকের নিজের মতামত আছে ৷ প্রাক্তন ক্রিকেটারদের অধিকার আছে তাঁদের মতামত পেশ করার ৷ কিন্তু, আমি মনে করি না, এই দলের মধ্যে ঔদ্ধত্য রয়েছে ৷"

জাদেজার দাবি, "প্রত্যেকে তাঁদের ক্রিকেট উপভোগ করছে এবং সবাই এখানে কঠোর পরিশ্রমী ৷ কেউ এখানে কোনও বিষয়কে হালকাভাবে নেন না ৷ সব ক্রিকেটার নিজেদের একশো শতাংশ দিচ্ছেন ৷ ভারতীয় দল ম্যাচ হারলে এই ধরনের মন্তব্য শোনা যায় ৷" এর পরেই তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে জাদেজার দাবি, "ভারতীয় দলের বর্তমান তরুণ ক্রিকেটাররা খুবই ভালো ৷ তাঁদের নিজেদের মধ্যে বোঝাপড়াও দারুণ ৷ সেখানে কারও ব্যক্তিগত লক্ষ্য নেই ৷ সকলে ভারতের প্রতিনিধিত্ব করছেন ৷"

আরও পড়ুন: নিজেদের সবজান্তা ভাবেন ক্রিকেটাররা, কপিলের নিশানায় ভারতীয় দল

ভারতীয় অলরাউন্ডারের কথায়, "30 অগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপের দল ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ৷ কিন্তু, টিম ম্যানেজমেন্ট তা সত্ত্বেও তরুণ ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে ৷ সীমিত ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের কম্বিনেশন খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ এ নিয়ে রবীন্দ্র জাদেজা আরও জানিয়েছেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দলের শক্তি ও ভারসাম্য পরীক্ষা করে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.