হায়দরাবাদ, 17 অক্টোবর: পাক অনুরাগীদের ভিসা না-দেওয়া, পাকিস্তানি সাংবাদিকদের ভিসা নিয়ে ঢিলেমির অভিযোগে এবার আইসিসি-র কাছে অভিযোগ জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ মঙ্গলবার এই বিষয়ে একটি বিস্তারিত অভিযোগ পত্র পাঠানো হল আইসিসির কাছে ৷ আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচেও কেবল মাত্র 1-2 জন পাক সাংবাদিকই উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলেন ৷ স্টেডিয়ামে 1,32,000 দর্শকের মাঝে পাক সমর্থক চোখেই পড়েনি ৷ কারণ একটাই ৷ ভারতের নন-ভিসা নীতি ৷ নন-ভিসা নীতির জেরে কোনও পাক অনুরাগীই এই ম্যাচ দেখার সুযোগ পাননি ৷ আর এই ঘটনারই প্রতিবাদ জানিয়েছে পিসিবি ৷
পিসিবি তরফে এদিন সোশাল মিডিয়াতেও জানানো হয়েছে এই কথা ৷ এক্সে একটি বিবৃতিতে তারা লেখে, "পাকিস্তানি সাংবাদিকদের ভিসা নিয়ে ঢিলেমি এবং পাক ফ্যানদের জন্য় নন-ভিসার বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে একটি অভিযোগ জমা করেছে ৷" শুধু তাই নয় আমেদাবাদে খেলা চলাকালীন যেভাবে পাক দলের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে তা নিয়েও এদিন অভিযোগ দায়ের করেছে পিসিবি ৷
বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, দর্শকের একাংশ পাকিস্তানি খেলোয়াড়দের উদ্দেশ্য়ে কটাক্ষ করেছে ৷ ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তাঁদের উদ্দেশ্যে নানা অখেলোয়াড়োচিত অঙ্গভঙ্গি করা হয়েছে বলেও অভিযোগ ৷ বিবৃতিতে আরও লেখা হয়েছে, "14 অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন পাকিস্তানি খেলোয়াড়দের উদ্দেশ্য়ে এমন আচরণ করা হয়েছে যা একেবারেই অনুচিত ৷ সেই বিষয়টি নিয়েও অভিযোগ দায়ের করা হয়েছে ৷"
আরও পড়ুন: 'মিশন বাংলাদেশ'! শাকিবদের বিরুদ্ধে ভারতীয় দলে নজর থাকবে যাঁদের দিকে
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান ম্যাচে উপস্থিত ছিলে পিসিবি প্রধান জাকা আশরাফও ৷ পাক দল তাদের চলতি বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল হায়দরাবাদে ৷ এরপর তারা পৌঁছয় আমেদাবাদে ৷ আর বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছে তারা ৷ এই পর্যন্ত চলতি বিশ্বকাপে দু'টি ম্যাচ জিতেছে বাবর আজমের দল ৷ তৃতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে হেরে যায় তারা ৷