নয়াদিল্লি, 23 অক্টোবর: কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক বিষাণ সিং বেদীর প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু প্রধানমন্ত্রী নন, বিসিসিআই, বোর্ড সচিব জয় শাহ এবং ভারতের প্রাক্তন ও বর্তমান অনেক ক্রিকেটারই কিংবদন্তি এই স্পিনারের প্রয়াণে শোকবার্তা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ বলিউড তারকা শাহরুখ খান বেদীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ৷
প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় লেখেন, ‘‘বিষাণ সিং বেদী জি'র প্রয়াণের খবরে খুবই শোকাহত হলাম ৷ তাঁর কীর্তি আগামী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে ৷’’ বেদীর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান মোদি ৷
-
Deeply saddened by the passing of noted cricketer Shri Bishan Singh Bedi Ji. His passion for the sport was unwavering and his exemplary bowling performances led India to numerous memorable victories. He will continue to inspire future generations of cricketers. Condolences to his…
— Narendra Modi (@narendramodi) October 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply saddened by the passing of noted cricketer Shri Bishan Singh Bedi Ji. His passion for the sport was unwavering and his exemplary bowling performances led India to numerous memorable victories. He will continue to inspire future generations of cricketers. Condolences to his…
— Narendra Modi (@narendramodi) October 23, 2023Deeply saddened by the passing of noted cricketer Shri Bishan Singh Bedi Ji. His passion for the sport was unwavering and his exemplary bowling performances led India to numerous memorable victories. He will continue to inspire future generations of cricketers. Condolences to his…
— Narendra Modi (@narendramodi) October 23, 2023
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিংবদন্তির প্রয়াণে শোকবার্তায় লেখেন, ‘‘দেশ তার অন্যতম সেরা ক্রীড়া আইকনকে হারাল ৷ বিষাণ সিং বেদী সেই কয়েকজনের মধ্যে ছিলেন যাঁরা স্পিন বোলিংকে একটি শিল্পে পরিণত করেছিলেন ৷ ক্রিকেট ও ক্রিকেটারদের উত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৷ ক্রিকেট তাঁকে শ্রদ্ধা করে ৷ আমি তাঁর পরিবারের সদস্যদের, ক্রিকেটপ্রেমীদের বিশাল সম্প্রদায় এবং তাঁর ভক্তদের প্রতি সমবেদনা জানাই ৷’’
-
In the demise of Bishan Singh Bedi, the country has lost one of its greatest sporting icons. Bishan Singh Bedi was among those few who elevated spin bowling into an art. He was also instrumental in the growth of cricket and cricketers. He was held in high esteem by the cricket…
— President of India (@rashtrapatibhvn) October 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In the demise of Bishan Singh Bedi, the country has lost one of its greatest sporting icons. Bishan Singh Bedi was among those few who elevated spin bowling into an art. He was also instrumental in the growth of cricket and cricketers. He was held in high esteem by the cricket…
— President of India (@rashtrapatibhvn) October 23, 2023In the demise of Bishan Singh Bedi, the country has lost one of its greatest sporting icons. Bishan Singh Bedi was among those few who elevated spin bowling into an art. He was also instrumental in the growth of cricket and cricketers. He was held in high esteem by the cricket…
— President of India (@rashtrapatibhvn) October 23, 2023
এ দিন বিসিসিআই-এর এক্স হ্যান্ডেলে শোকবার্তা পোস্ট করা হয় ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘বিসিসিআই ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক এবং কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ৷ এই কঠিন সময়ে আমাদের তরফে তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷
বেদীর প্রয়াণ ভারতীয় ক্রিকেটের বর্তমান আইকন বিরাট কোহলি শোকজ্ঞাপন করেছেন ৷ তিনি লেখেন, ‘‘বিষাণ সিং বেদী জি-র প্রয়াণের খবরে গভীরভাবে শোকাহত ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷
-
Deeply saddened to hear about the passing of Bishan Singh Bedi ji.
— Virat Kohli (@imVkohli) October 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
My condolences to the family 🙏🏽
">Deeply saddened to hear about the passing of Bishan Singh Bedi ji.
— Virat Kohli (@imVkohli) October 23, 2023
My condolences to the family 🙏🏽Deeply saddened to hear about the passing of Bishan Singh Bedi ji.
— Virat Kohli (@imVkohli) October 23, 2023
My condolences to the family 🙏🏽
বিসিসিআই সচিব জয় শাহ শোকজ্ঞাপনে লেখেন, ‘‘শ্রী বিষণ সিং বেদীর মৃত্যুতে শোকাহত ৷ ভারতীয় ক্রিকেট আজ একজন কিংবদন্তিকে হারিয়েছে ৷ বেদী স্যর ক্রিকেটের একটি যুগের পরিচয় ছিলেন এবং তিনি একজন স্পিন বোলার এবং তাঁর দৃঢ় চরিত্রের মাধ্যমে খেলায় একটি অমোঘ ছাপ রেখে গেছেন ৷ এই কঠিন সময়ে তাঁর পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে আমার সমবেদনা রয়েছে ৷’’
-
Sad to hear the demise of Shri Bishan Singh Bedi. Indian Cricket has lost an icon today. Bedi Sir defined an era of cricket and he left an indelible mark on the game with his artistry as a spin bowler and his impeccable character. My thoughts and prayers are with his family and…
— Jay Shah (@JayShah) October 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sad to hear the demise of Shri Bishan Singh Bedi. Indian Cricket has lost an icon today. Bedi Sir defined an era of cricket and he left an indelible mark on the game with his artistry as a spin bowler and his impeccable character. My thoughts and prayers are with his family and…
— Jay Shah (@JayShah) October 23, 2023Sad to hear the demise of Shri Bishan Singh Bedi. Indian Cricket has lost an icon today. Bedi Sir defined an era of cricket and he left an indelible mark on the game with his artistry as a spin bowler and his impeccable character. My thoughts and prayers are with his family and…
— Jay Shah (@JayShah) October 23, 2023
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ শোকবার্তায় লেখেন, ‘‘ভারতের অন্যতম সেরা এবং বিশ্বের সকল স্পিনারের অনুপ্রেরণা বিষাণ সিং বেদীর প্রয়াণের খবর শোকাহত ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ৷’’
আরও পড়ুন: 77 বছর বয়সে প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষাণ সিং বেদী
প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘কিংবদন্তি বিষাণ সিং বেদী জি'র প্রয়াণের খবর মর্মাহত হলাম ৷ ক্রিকেটের প্রতি তাঁর অসাধারণ অবদান সর্বদা মনে থাকবে ৷ ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিক ৷ পরিবারের সদস্যদের সমবেদনা জানাই ৷’’
-
Extremely saddened by the passing of Bishan Singh Bedi ji. His immense contribution to cricket will forever be remembered. May god give strength to his family and loved ones! pic.twitter.com/zDpSd4aUp2
— Gautam Gambhir (@GautamGambhir) October 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Extremely saddened by the passing of Bishan Singh Bedi ji. His immense contribution to cricket will forever be remembered. May god give strength to his family and loved ones! pic.twitter.com/zDpSd4aUp2
— Gautam Gambhir (@GautamGambhir) October 23, 2023Extremely saddened by the passing of Bishan Singh Bedi ji. His immense contribution to cricket will forever be remembered. May god give strength to his family and loved ones! pic.twitter.com/zDpSd4aUp2
— Gautam Gambhir (@GautamGambhir) October 23, 2023
ভারতের লেগস্পিনার যুজবেন্দ্র চহাল, কিংবদন্তির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘বিষাণ সিং বেদী স্যরের প্রয়াণের খবরে খুবই দুঃখিত ৷ তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল ৷’’
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকপ্রকাশ করেছেন বেদীর প্রয়াণের খবর ৷ তিনি লেখেন, ‘‘কিংবদন্তি স্পিনার এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদী জি-র মৃত্যুতে গভীরভাবে শোকাহত ৷ বেদী জি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন ৷ শুধু ক্রিকেট বিশ্বে তাঁর অবদানের মাধ্যমেই নয়, কৌশলী বোলিংয়ের মাস্টার হিসেবেও তিনি পিচে জাদু তৈরি করতে পারতেন ৷ শোকের এই মুহূর্তে তাঁর পরিবারের সদস্যদের এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ৷
আরও পড়ুন: ওয়ান-ডে ক্রিকেটে 'বিরাট' রান তাড়া করে জয়ের নাম কোহলি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবদন্তি স্পিনারের প্রয়াণে শোকবার্তায় লেখেন, ‘‘কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বিশান সিং বেদির মৃত্যুতে শোকাহত ৷ আইকনিক বাঁ-হাতি স্পিন বোলার আমাদের জন্য অনেক স্মরণীয় জয় এনেছিলেন এবং তাঁর নাম লক্ষ লক্ষ অনুরাগীর স্মৃতিতে থেকে যাবে ৷ একজন মহান অধিনায়ক এবং একজন শক্তিশালী ব্যক্তিত্ব ৷ তিনি ভারতীয় ক্রীড়ার জন্য আলোকবর্তিকা ৷ তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা ৷’’
-
Saddened at the demise of the legendary Indian cricketer Bishan Singh Bedi. The iconic left-arm spin bowler had brought home many spectacular victories for us and his name is etched in the memory of millions of his fans. A great captain and a strong personality, he is a beacon…
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Saddened at the demise of the legendary Indian cricketer Bishan Singh Bedi. The iconic left-arm spin bowler had brought home many spectacular victories for us and his name is etched in the memory of millions of his fans. A great captain and a strong personality, he is a beacon…
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2023Saddened at the demise of the legendary Indian cricketer Bishan Singh Bedi. The iconic left-arm spin bowler had brought home many spectacular victories for us and his name is etched in the memory of millions of his fans. A great captain and a strong personality, he is a beacon…
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2023
বলিউড মহাতারকা শাহরুখ খানও বেদীর প্রয়াণের খবরে শোকজ্ঞাপন করেন ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘আমাদের জীবন বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে চেতনার জাগ্রত হয় ৷ আমরা আমাদের চারপাশে যা দেখি ও অনুভব করি, সেটাই আমাদের প্রাপ্তি ৷ বিষাণ সিং বেদী তাঁদের একজন ৷ ঈশ্বর তাঁর আত্মাকে আশীর্বাদ করুন এবং খেলাধুলা ও জীবন সম্পর্কে আমাদের এত কিছু শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ স্যর ৷ আপনকে খুবই মিস করব ৷ আপনার আত্মার শান্তি কামনা করি ৷
-
Growing up our lives are moulded by the spirit, the gusto and sheer grace of people who we see and experience around us. Mr. #BishanSinghBedi was one of them. May God bless his soul & thank u Sir for teaching us so much about sports & life. You will be missed immensely. RIP
— Shah Rukh Khan (@iamsrk) October 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Growing up our lives are moulded by the spirit, the gusto and sheer grace of people who we see and experience around us. Mr. #BishanSinghBedi was one of them. May God bless his soul & thank u Sir for teaching us so much about sports & life. You will be missed immensely. RIP
— Shah Rukh Khan (@iamsrk) October 23, 2023Growing up our lives are moulded by the spirit, the gusto and sheer grace of people who we see and experience around us. Mr. #BishanSinghBedi was one of them. May God bless his soul & thank u Sir for teaching us so much about sports & life. You will be missed immensely. RIP
— Shah Rukh Khan (@iamsrk) October 23, 2023
আরেক বলিউড অভিনেতা সুনীল শেট্টিও বিষাণ সিং বেদীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ৷ তিনি লেখেন, ‘‘একজন মানুষ যিনি কেবল তাঁর ক্রিকেটীয় দক্ষতার জন্যই নয় ৷ তাঁর হৃদয়ের সততার জন্যও প্রশংসিত ছিলেন ৷ তিনি ক্রিকেটের একজন সত্যিকারের মহারথী ছিলেন এবং অনেকের জন্য অনুপ্রেরণা ছিলেন ৷ তিনি ভবিষ্য়ৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন ৷ শান্তিতে থাকুন, বেদি স্যর ৷