মেলবোর্ন, 18 অক্টোবর: টেস্টের পর এবার অস্ট্রেলিয়ার ওডিআই ক্রিকেটের নেতৃত্বেও প্যাট কামিন্স (Pat Cummins Becomes Australia ODI Captain) ৷ শুধু তাই নয়, প্রথম কোনও অজি পেসার অস্ট্রেলিয়ার ওডিআই দলের অধিনায়ক হলেন ৷ গত মাসে অ্যারন ফিঞ্চ (Aron Finch) 50 ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৷ এবার সেই জায়গায় প্যাট কামিন্সকে অস্ট্রেলিয়ার অধিনায়ক করা হয়েছে ৷ প্রসঙ্গত, ওডিআই ক্রিকেটে এর আগে বোলার হিসেবে অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েছিলেন শেন ওয়ার্ন ৷ নয়ের দশকে মাত্র 11টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ৷ তারপর দ্বিতীয় বোলার হিসেবে পুরো সময়ের অধিনায়ক হলেন কামিন্স ৷
তবে, কামিন্সের ডেপুটি কে হবেন, তা এখনও ঠিক করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) ৷ খুব শীঘ্রই সেই নামও ঘোষণা হতে পারে ৷ উল্লেখ্য, আগামী বছর অক্টোবরে ভারতে আইসিসি বিশ্বকাপের (ICC World Cup) আসর বসতে চলেছে ৷ আর ঠিক একবছর আগে প্যাট কামিন্সকে অস্ট্রেলিয়ার অধিনায়ক করা হল ৷ ফলে এই সময়ের মধ্যে তাঁকে বিশ্বকাপের জন্য দল গোছাতে হবে ৷ যদিও, ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়ার একটি কোর টিম অনেক আগে থেকেই রয়েছে ৷
অস্ট্রেলিয়ার ওডিআই ক্রিকেটের 27তম অধিনায়ক হলেন প্যাট কামিন্স ৷ এই রেসে পূর্ব অধিনায়ক স্টিভ স্মিথ, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি এবং গ্লেন ম্যাক্সওয়েলও ছিলেন ৷ কিন্তু, টেস্ট অধিনায়কত্বে সাফল্যের জেরে কামিন্সকে 50 ওভারের ক্রিকেটের দায়িত্বও দেওয়া হয়েছে ৷ এদিন কামিন্সকে অধিনায়ক করা নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা চিফ সিলেক্টর জর্জ বেইলি বলেন, ‘‘টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর থেকে প্যাট অসাধারণ কাজ করেছে ৷ তাই 2023 সালে ভারতে আয়োজিত বিশ্বকাপে নেতৃত্বের জন্য আমরা ওকেই বেছে নিয়েছি ৷’’
আরও পড়ুন: কোহলির অসাধারণ ফিল্ডিংয়ে ওয়ার্ম আপ ম্যাচে ক্যাঙারু বধ ভারতের
প্রসঙ্গত, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক এবং স্টিভ স্মিথের পর ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়া তেমনভাবে সফল হয়নি ৷ যার প্রভাব ইংল্যান্ড বিশ্বকাপে দেখা গিয়েছিল ৷ অ্যারন ফিঞ্চের নিজস্ব ফর্ম সবসময় প্রশ্নের মুখে ছিল ৷ আর তার প্রভাব সবসময় অস্ট্রেলিয়ার মতো দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও পড়েছে বলে মনে করছে প্রাক্তনরা ৷ ফলে বিশ্বকাপের একবছর আগেই প্যাট কামিন্সের মতো টেস্টে সফল অধিনায়ককে সীমিত ওভারের দলের দায়িত্ব দেওয়া ভালো সিদ্ধান্ত বলেই মনে করছে অজি ক্রিকেটমহল ৷
আরও পড়ুন: মহারণের আগে সম্প্রীতির ছবি, অনুশীলনে শাহিনকে সিম মুভমেন্ট শেখালেন শামি