ETV Bharat / sports

Palestine Flag at Eden: ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে প্যালেস্তাইনের পতাকা নিয়ে স্লোগান, আটক চার - ইডেনে উড়ল প্যালেস্তাইনের পতাকা

বাংলাদেশ বনাম পাকিস্তান ম্য়াচের মাঝেই ইডেনে উড়ল প্যালেস্তাইনের পতাকা ৷ এই ঘটনা সামনে আসার পরেই চার জনকে আটক করল পুলিশ ৷

Palestine Flag At Eden
বাংলাদেশ বনাম পাকিস্তান ম্য়াচের মাঝেই ইডেনে উড়ল প্যালেস্টাইন পতাকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 9:21 PM IST

Updated : Oct 31, 2023, 10:28 PM IST

ইডেনে উড়ল প্যালেস্তাইনের পতাকা

কলকাতা, 31 অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান ম্য়াচে জয়ে ফিরল পাকিস্তান ৷ কিন্তু ম্য়াচ ঘিরে তৈরি হল এক অন্য বিতর্ক ৷ গ্যালারি থেকে দেখানো হল প্যালেস্তাইনের পতাকা ৷ আর এই ঘটনা সামনে আসার পরেই চার জনকে আটক করল পুলিশ ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গেটেও দেখানো হয়েছে এই পতাকা ৷ জানা গিয়েছে ম্যাচ চলাকালীন নাকি ওই চার ব্যক্তি প্যালেস্তাইনের সমর্থনে স্লোগানও দেন ৷

ক্রিকেটীয় কুটকাচালির মধ্যে হঠাৎ করেই আর্ন্তজাতিক রাজনৈতিক বিতর্কের ছায়া দেখা গেল ইডেনে । জানা গিয়েছে, চার জন সমর্থক ইডেনে খেলা দেখতে এসে দু'বার প্যালেস্তাইনের পতাকা তুলে ধরেন । পুলিশের একটি সূত্র বলছে, ওই চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।

আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে বড় ঘটনা ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ ৷ দুই দেশের বিবাদ আজকের নয় ৷ বহুকাল থেকেই চলে আসছে তাদের এই দ্বন্দ্ব ৷ গত 7 অক্টোবর ইজরায়েলে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস ৷ হামাসের হামলায় নিহত হয় 1400 ৷ জবাবি হামলা চালায় ইজরায়েলও ৷ যা এখনও অব্যাহত । ইজরায়েলের লাগাতার হামলায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় 8000 মানুষ ৷ এর মধ্যে তিন হাজারের বেশি শুিশু। তবুও যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই ৷

আরও পড়ুন: বাবরদের জয়ে ইডেনে গ্যালারিতে পাক সুন্দরীদের উচ্ছ্বাস

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই চার ব্যক্তি গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদেই প্যালেস্তাইনের পাতাকা তুলে ধরেন ৷ তবে পুলিশ সূত্রে এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি ৷ ওই চার ব্যক্তিকে আটক করে ময়দান থানায় নিয়ে যায় পুলিশ ৷ আপাতত সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর ৷ কলকাতা পুলিশের ডিসি(সাউথ) প্রিয়ব্রত রায় বলেন, "ওই চার ব্যক্তিকে এখনও আটক করে রাখা হয়েছে ৷ ওদের জিজ্ঞাসাবাদ করে দেখছি কেন ওরা এই কাজ করল ৷"

একদিকে যখন ইডেনে প্যালেস্তাইনের পতাকা দেখা গেল, অন্যদিকে আজই বীরভূমের দুবরাজপুরের রাস্তায় মিলেছে ইজরায়েলি পতাকার ছবি ৷ তার ওপরে লেখা হয়েছে 'হেট ইজরায়েল' কথাটি ৷ পতাকায় দেখা গিয়েছে জুতোর ছাপও ৷

ইডেনে উড়ল প্যালেস্তাইনের পতাকা

কলকাতা, 31 অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান ম্য়াচে জয়ে ফিরল পাকিস্তান ৷ কিন্তু ম্য়াচ ঘিরে তৈরি হল এক অন্য বিতর্ক ৷ গ্যালারি থেকে দেখানো হল প্যালেস্তাইনের পতাকা ৷ আর এই ঘটনা সামনে আসার পরেই চার জনকে আটক করল পুলিশ ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গেটেও দেখানো হয়েছে এই পতাকা ৷ জানা গিয়েছে ম্যাচ চলাকালীন নাকি ওই চার ব্যক্তি প্যালেস্তাইনের সমর্থনে স্লোগানও দেন ৷

ক্রিকেটীয় কুটকাচালির মধ্যে হঠাৎ করেই আর্ন্তজাতিক রাজনৈতিক বিতর্কের ছায়া দেখা গেল ইডেনে । জানা গিয়েছে, চার জন সমর্থক ইডেনে খেলা দেখতে এসে দু'বার প্যালেস্তাইনের পতাকা তুলে ধরেন । পুলিশের একটি সূত্র বলছে, ওই চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।

আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে বড় ঘটনা ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ ৷ দুই দেশের বিবাদ আজকের নয় ৷ বহুকাল থেকেই চলে আসছে তাদের এই দ্বন্দ্ব ৷ গত 7 অক্টোবর ইজরায়েলে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস ৷ হামাসের হামলায় নিহত হয় 1400 ৷ জবাবি হামলা চালায় ইজরায়েলও ৷ যা এখনও অব্যাহত । ইজরায়েলের লাগাতার হামলায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় 8000 মানুষ ৷ এর মধ্যে তিন হাজারের বেশি শুিশু। তবুও যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই ৷

আরও পড়ুন: বাবরদের জয়ে ইডেনে গ্যালারিতে পাক সুন্দরীদের উচ্ছ্বাস

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই চার ব্যক্তি গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদেই প্যালেস্তাইনের পাতাকা তুলে ধরেন ৷ তবে পুলিশ সূত্রে এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি ৷ ওই চার ব্যক্তিকে আটক করে ময়দান থানায় নিয়ে যায় পুলিশ ৷ আপাতত সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর ৷ কলকাতা পুলিশের ডিসি(সাউথ) প্রিয়ব্রত রায় বলেন, "ওই চার ব্যক্তিকে এখনও আটক করে রাখা হয়েছে ৷ ওদের জিজ্ঞাসাবাদ করে দেখছি কেন ওরা এই কাজ করল ৷"

একদিকে যখন ইডেনে প্যালেস্তাইনের পতাকা দেখা গেল, অন্যদিকে আজই বীরভূমের দুবরাজপুরের রাস্তায় মিলেছে ইজরায়েলি পতাকার ছবি ৷ তার ওপরে লেখা হয়েছে 'হেট ইজরায়েল' কথাটি ৷ পতাকায় দেখা গিয়েছে জুতোর ছাপও ৷

Last Updated : Oct 31, 2023, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.