ETV Bharat / sports

ICC World Cup 2023: কুশলের পর শতরান সাদিরার, পাক পেসারদের শাসন করে 345 রান তুলল শ্রীলঙ্কা - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

Pakistan vs Sri Lanka in ICC Cricket World Cup: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে দুরন্ত শুরু করল শ্রীলঙ্কা ৷ কুশল পেরেরার উইকেট শুরুতেই পড়ে গেলেও টপ-অর্ডারের বাকি ব্যাটাররা পরিস্থিতি সামলে নেন ৷

Image Courtesy: ICC Cricket World Cup Twitter/X
Image Courtesy: ICC Cricket World Cup Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 6:18 PM IST

হায়দরাবাদ, 10 অক্টোবর: কুশল মেন্ডিস এবং সাদিরা সমরবিক্রমার জোড়া সেঞ্চুরিতে ভর করে 9 উইকেট হারিয়ে 344 রান তুলল শ্রীলঙ্কা ৷ মঙ্গলবার হায়দরাবাদে পাকিস্তানের শক্তিশালী পেস বিভাগকে ধরাশায়ী করলেন দাসুন শনাকারা ৷ যেখানে প্রথমে উইকেট-কিপার ব্যাটার 122 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ৷ তিনি আউট হওয়ার পর চার নম্বরে নামা সাদিরা সমরবিক্রমা পাকিস্তান বোলারদের শাসন করলেন ৷ তিনি 108 রান করেছেন ৷

এ দিন টস জিতে শ্রীলঙ্কা অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ তাঁর সিদ্ধান্ত একেবারে সঠিক প্রমাণ করলেন শ্রীলঙ্কার টপ-অর্ডারের ব্যাটাররা ৷ তবে, মিডল-অর্ডারে আরও একটু সহযোগিতা পেলে রানটা আরও বেশি হতে পারত ৷ তবে, পাকিস্তানের বিশ্বসেরা পেস বোলিংয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কার এই পারফর্ম্যান্স অবাক করার মতোই ৷ এমনকি উলটোটাও বলা যায় ৷ যেখানে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং হাসান আলির মতো বোলাররা তুলনামূলক দুর্বল শ্রীলঙ্কান দলের বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থ ৷

যদিও, ম্যাচের দ্বিতীয় ওভারেই ওপেনার কুশল পেরেরার উইকেট হারিয়ে কিছুটা বেসামাল হয়ে গিয়েছিল লঙ্কানরা ৷ সেই পরিস্থিতি থেকে দ্বীপ রাষ্ট্রকে বের করে আনেন ওপেনার পথুম নিসাঙ্কা (51) এবং উইকেট-কিপার ব্যাটার কুশল মেন্ডিস ৷ দু’জনেই শুরুর ধাক্কা সামলে শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি পার্টনারশিপ করেন ৷ এ দিন ম্যাচের দ্বিতীয় ওভারেই শূন্যতে ফিরে যান ওপেনার কুশল পেরেরা ৷ সেখান থেকে শ্রীলঙ্কার ইনিংসের হাল ধরেন পথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস ৷

আরও পড়ুন: মালানের শতরানে সঙ্গ দিলেন রুট, বাংলাদেশকে 365 রানের টার্গেট ইংল্যান্ডের

এ দিন পাকিস্তান পেস আক্রমণের প্রধান ভসরা শাহিন আফ্রিদি কোনও প্রভাব ফেলতে পারেননি ৷ শাহিন আফ্রিদি, মহম্মদ নওয়াজ এবং শাবাদ খান 1টি করে উইকেট নিয়েছেম ৷ একমাত্র হাসান আলি 4 উইকেট নিলেও 10 ওভারে 71 রান দিয়েছেন ৷ উল্লেখ্য, পাকিস্তানের ব্যাটিংয়ে অধিনায়ক বাবর আজম এবং উইকেট-কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানের উপরে অধিকাংশটা নির্ভর করছে ৷ ফলে এই দু’জনকে শুরুতেই ফিরিয়ে দিতে পারলে শ্রীলঙ্কার কাছে সুর্বণ সুযোগ থাকবে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় লাভ করার ৷

হায়দরাবাদ, 10 অক্টোবর: কুশল মেন্ডিস এবং সাদিরা সমরবিক্রমার জোড়া সেঞ্চুরিতে ভর করে 9 উইকেট হারিয়ে 344 রান তুলল শ্রীলঙ্কা ৷ মঙ্গলবার হায়দরাবাদে পাকিস্তানের শক্তিশালী পেস বিভাগকে ধরাশায়ী করলেন দাসুন শনাকারা ৷ যেখানে প্রথমে উইকেট-কিপার ব্যাটার 122 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ৷ তিনি আউট হওয়ার পর চার নম্বরে নামা সাদিরা সমরবিক্রমা পাকিস্তান বোলারদের শাসন করলেন ৷ তিনি 108 রান করেছেন ৷

এ দিন টস জিতে শ্রীলঙ্কা অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ তাঁর সিদ্ধান্ত একেবারে সঠিক প্রমাণ করলেন শ্রীলঙ্কার টপ-অর্ডারের ব্যাটাররা ৷ তবে, মিডল-অর্ডারে আরও একটু সহযোগিতা পেলে রানটা আরও বেশি হতে পারত ৷ তবে, পাকিস্তানের বিশ্বসেরা পেস বোলিংয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কার এই পারফর্ম্যান্স অবাক করার মতোই ৷ এমনকি উলটোটাও বলা যায় ৷ যেখানে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং হাসান আলির মতো বোলাররা তুলনামূলক দুর্বল শ্রীলঙ্কান দলের বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থ ৷

যদিও, ম্যাচের দ্বিতীয় ওভারেই ওপেনার কুশল পেরেরার উইকেট হারিয়ে কিছুটা বেসামাল হয়ে গিয়েছিল লঙ্কানরা ৷ সেই পরিস্থিতি থেকে দ্বীপ রাষ্ট্রকে বের করে আনেন ওপেনার পথুম নিসাঙ্কা (51) এবং উইকেট-কিপার ব্যাটার কুশল মেন্ডিস ৷ দু’জনেই শুরুর ধাক্কা সামলে শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি পার্টনারশিপ করেন ৷ এ দিন ম্যাচের দ্বিতীয় ওভারেই শূন্যতে ফিরে যান ওপেনার কুশল পেরেরা ৷ সেখান থেকে শ্রীলঙ্কার ইনিংসের হাল ধরেন পথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস ৷

আরও পড়ুন: মালানের শতরানে সঙ্গ দিলেন রুট, বাংলাদেশকে 365 রানের টার্গেট ইংল্যান্ডের

এ দিন পাকিস্তান পেস আক্রমণের প্রধান ভসরা শাহিন আফ্রিদি কোনও প্রভাব ফেলতে পারেননি ৷ শাহিন আফ্রিদি, মহম্মদ নওয়াজ এবং শাবাদ খান 1টি করে উইকেট নিয়েছেম ৷ একমাত্র হাসান আলি 4 উইকেট নিলেও 10 ওভারে 71 রান দিয়েছেন ৷ উল্লেখ্য, পাকিস্তানের ব্যাটিংয়ে অধিনায়ক বাবর আজম এবং উইকেট-কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানের উপরে অধিকাংশটা নির্ভর করছে ৷ ফলে এই দু’জনকে শুরুতেই ফিরিয়ে দিতে পারলে শ্রীলঙ্কার কাছে সুর্বণ সুযোগ থাকবে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় লাভ করার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.