ETV Bharat / sports

ICC World Cup 2023: চিপকের টস জিতে ব্যাটিং পাকিস্তানের, দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন তেম্বা বাভুমা - কাগিসো রাবাদা

Pakistan vs South Africa in ICC Cricket World Cup: চিপকের স্পিন সহায়ক উইকেটে এবার রান তাড়া করে জেতার চ্যালেঞ্জ তেম্বা বাভুমাদের সামনে ৷ এ দিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 1:56 PM IST

Updated : Oct 27, 2023, 2:12 PM IST

চেন্নাই, 27 অক্টোবর: চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন-আপের সামনে আগে ব্যাট করে টার্গেট সেট করাই লক্ষ্য তাদের ৷ গত দুই ম্যাচে অসুস্থতার কারণে প্রথম একাদশে না থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা এ দিন দলে ফিরেছেন ৷ অন্যদিকে, হাসান আলি অসুস্থ থাকায়, তাঁর বদলে বিশ্বকাপ অভিষেক করছেন ওয়াসিম জুনিয়র ৷

তবে, আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলে একাধিক বদল করা হয়েছে ৷ রিজা হেনড্রিকসকে বসিয়ে অধিনায়ক নিজে প্রথম একাদশে এসেছেন ৷ এর বাইরে আরও দু’টি বদল করা হয়েছে ৷ হাঁটুর চোট সারিয়ে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি ৷ ফলে লিজাড উইলিয়ামস প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ৷ তবে, সবচেয়ে উল্লেখযোগ্য বদল হল, কাগিসো রাবাদার বাদ পড়া ৷ তাঁর জায়গায় তাবরেজ শামসিকে দলে নেওয়া হয়েছে ৷ কিন্তু, প্রশ্ন উঠছে রাবাদার মতো অভিজ্ঞ বোলারকে কেন বসানো হল ? জেরাল্ড কটজেকেও বসানো যেত ৷ টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের প্রভাব বাইশ গজে দিতে হতে পারে প্রোটিয়াদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

চিপকের উইকেটে একজন বাড়তি স্পিনার খেলানোর সিদ্ধান্ত একেবারে সঠিক ৷ সেখানে তাবরেশ শামসির মতো রিস্ট স্পিনার সফল হবেন, তা বলা অপেক্ষা রাখে না ৷ কিন্তু, দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারকে বসানো কতটা বুদ্ধিমানের কাজ হল, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে ৷ চেন্নাইয়ের পিচে বাকি পেসাররা উইকে না পেলেও রাবাদা এবং এনগিডি উইকেট নিতে সক্ষম হবেন, তা সামান্য ক্রিকেটীয় জ্ঞান থাকা ব্যক্তিও বলে দিতে পারেন ৷ বরং জেরাল্ড কটজের মতো পেস নির্ভর বোলার এই পিচে বেশি খরচ করতে পারেন ৷

আরও পড়ুন: শীতের ধরমশালার ফের ম্যাচের উষ্ণতা, প্রস্তুত দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

উল্লেখ্য, এখনও পর্যন্ত টুর্নামেন্টে সব ম্যাচে আগে ব্যাট করে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা ৷ স্কোর বোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে শুরুতেই ম্যাচ থেকে বের করে দেওয়ার নীতি নিয়ে চলেছে প্রোটিয়াস ব্রিগেড ৷ কিন্তু, আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে 282 রান হাতে নিয়েও তা ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান ৷ আর এখানে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ৷ যাদের ব্যাটিং এই বিশ্বকাপে সবচেয়ে আলোচ্য বিষয় ৷ ফলে বাবরদের এই সিদ্ধান্ত কতটা সফল হবে, তা নির্ভর করছে পাকিস্তানের

আরও পড়ুন: ছন্দে ফিরতে ছোটবেলার কোচের পরামর্শ নিয়ে ইডেনে দলে যোগ শাকিবের

চেন্নাই, 27 অক্টোবর: চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন-আপের সামনে আগে ব্যাট করে টার্গেট সেট করাই লক্ষ্য তাদের ৷ গত দুই ম্যাচে অসুস্থতার কারণে প্রথম একাদশে না থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা এ দিন দলে ফিরেছেন ৷ অন্যদিকে, হাসান আলি অসুস্থ থাকায়, তাঁর বদলে বিশ্বকাপ অভিষেক করছেন ওয়াসিম জুনিয়র ৷

তবে, আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলে একাধিক বদল করা হয়েছে ৷ রিজা হেনড্রিকসকে বসিয়ে অধিনায়ক নিজে প্রথম একাদশে এসেছেন ৷ এর বাইরে আরও দু’টি বদল করা হয়েছে ৷ হাঁটুর চোট সারিয়ে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি ৷ ফলে লিজাড উইলিয়ামস প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ৷ তবে, সবচেয়ে উল্লেখযোগ্য বদল হল, কাগিসো রাবাদার বাদ পড়া ৷ তাঁর জায়গায় তাবরেজ শামসিকে দলে নেওয়া হয়েছে ৷ কিন্তু, প্রশ্ন উঠছে রাবাদার মতো অভিজ্ঞ বোলারকে কেন বসানো হল ? জেরাল্ড কটজেকেও বসানো যেত ৷ টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের প্রভাব বাইশ গজে দিতে হতে পারে প্রোটিয়াদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

চিপকের উইকেটে একজন বাড়তি স্পিনার খেলানোর সিদ্ধান্ত একেবারে সঠিক ৷ সেখানে তাবরেশ শামসির মতো রিস্ট স্পিনার সফল হবেন, তা বলা অপেক্ষা রাখে না ৷ কিন্তু, দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারকে বসানো কতটা বুদ্ধিমানের কাজ হল, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে ৷ চেন্নাইয়ের পিচে বাকি পেসাররা উইকে না পেলেও রাবাদা এবং এনগিডি উইকেট নিতে সক্ষম হবেন, তা সামান্য ক্রিকেটীয় জ্ঞান থাকা ব্যক্তিও বলে দিতে পারেন ৷ বরং জেরাল্ড কটজের মতো পেস নির্ভর বোলার এই পিচে বেশি খরচ করতে পারেন ৷

আরও পড়ুন: শীতের ধরমশালার ফের ম্যাচের উষ্ণতা, প্রস্তুত দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

উল্লেখ্য, এখনও পর্যন্ত টুর্নামেন্টে সব ম্যাচে আগে ব্যাট করে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা ৷ স্কোর বোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে শুরুতেই ম্যাচ থেকে বের করে দেওয়ার নীতি নিয়ে চলেছে প্রোটিয়াস ব্রিগেড ৷ কিন্তু, আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে 282 রান হাতে নিয়েও তা ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান ৷ আর এখানে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ৷ যাদের ব্যাটিং এই বিশ্বকাপে সবচেয়ে আলোচ্য বিষয় ৷ ফলে বাবরদের এই সিদ্ধান্ত কতটা সফল হবে, তা নির্ভর করছে পাকিস্তানের

আরও পড়ুন: ছন্দে ফিরতে ছোটবেলার কোচের পরামর্শ নিয়ে ইডেনে দলে যোগ শাকিবের

Last Updated : Oct 27, 2023, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.