কলকাতা, 31 অক্টোবর: শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ ওয়াসিমের (জুনিয়র) সামনে অসহায় আত্মসমর্পণ করলেন শাকিব-আল হাসানরা ৷ একেবারেই চললো না বাংলাদেশের টপ-অর্ডার ৷ বরং আগের ম্যাচের থেকে অনেক বেশি ব্যাটিং সহায়ক দেখাল আজকে ইডেনের পিচ ৷ তা সত্ত্বেও মাত্র 204 রান অল-আউট হয়ে গেল বাংলা-টাইগাররা ৷ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 56 রান করলেন মাহমুদুল্লাহ রিয়াদ ৷
ইডেনে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব ৷ জানিয়েছিলেন, আগে ব্যাট করে যত বেশি সম্ভব স্কোরবোর্ডে রান তুলতে চান ৷ কিন্তু, রান তোলা দূর ৷ বাংলাদেশের ওপেনিং জুটি পুরো এক ওভারও ক্রিজে টিকতে পারেনি ৷ প্রথম ওভারেই আফ্রিদির বলে আউট হন তানজিদ হাসান ৷ এ দিন লিটন দাস ইনিংসের হাল ধরলেও, কখনই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে ব্যাট করতে দেখা যায়নি তাঁকে ৷ মাত্র 23 রানে টপ-অর্ডারের 3 উইকেট হারিয়ে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ ৷
পুরো টুর্নামেন্টে ছয় বা 7 নম্বরে ব্যাট করতে নামা মাহমুদুল্লাহ রিয়াদকে আজ প্রথমবার 5 নম্বরে পাঠায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ৷ লিটন দাসের সঙ্গে 79 রানের পার্টনারশিপ করেন তিনি ৷ মাহমুদুল্লাহর ব্যক্তিগত সংগ্রহ 56 ৷ এছাড়া বাকি কোনও পার্টনারশিপ বাংলাদেশ গড়তে পারেননি ৷ পাকিস্তান বোলারদের পেসের সামনে আত্মসমর্পণ করেন শাকিব ৷ অধিনায়কের সংগ্রহ 43 ৷ লোয়ার-অর্ডারে নেমে মেহেদি হাসান মিরাজ 25 রান করেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: বিশ্বকাপে মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, প্রথমবার কঠিন চ্যালেঞ্জের মুখে প্রোটিয়ারা
দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ব্যাটে এই বিশ্বকাপে একটিও বড় ইনিংস পায়নি বাংলাদেশ ৷ আজও মাত্র 5 রান করে হ্যারিস রউফের বলে উইকেট দিয়ে আসেন ৷ শাহিন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র 3টি করে উইকেট নিয়েছেন ৷ এ দিন আফ্রিদির সঙ্গে পার্টটাইম বোলার ইফতিকার আহমেদকে দিয়ে বোলিং শুরু করান পাক অধিনায়ক বাবর ৷ ইফতিকার 10 ওভারে 44 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন ৷ হ্যারিস রউফ 2 টি উইকেট পেয়েছেন ৷