ইসলামাবাদ, 1 জুন : অতীতে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল ৷ এবার তুতো বোনকে বিয়ে করতে চলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৷ আগামী বছর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন বাবর ৷ দুটো পরিবারের সম্মতিতে হচ্ছে এই বিয়ে ৷
বাবরের বিয়ের জল্পনা শুরু হয় একটি টুইট দিয়ে ৷ সতীর্থ আজহার আলি বাবরকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন ৷ টুইটারে অনুরাগীদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্ব চলাকালীন আজহারকে একজন প্রশ্ন করেন, "আপনি বাবর আজমকে কি পরামর্শ দিতে চান ?" জবাবে আজহার লেখেন, "তাড়াতাড়ি বিয়ে করে নাও ৷" বর্তমানে পাকিস্তানকে সবরকম ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন 26 বছরের বাবর ৷ ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন ৷ কেরিয়ারের সোনার সময়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাবর ৷ পাত্রী খুঁজতে বাইরে যেতে হল না ৷ নিজের তুতো বোনের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন পাক অধিনায়ক ৷
আরও পড়ুন : আমিরশাহীতে আইপিএল খেলবেন না প্যাট কামিন্স, বাকি অস্ট্রেলিয়ানদের নিয়েও সংশয়
তবে বাবরের স্বচ্ছ ইমেজে কালি লাগে গতবছর ৷ এক পাক তরুণী বাবরের বিরুদ্ধে যৌন নির্যাতন সহ একাধিক গুরুতর অভিযোগ আনেন ৷ গত বছরের নভেম্বরের এই ঘটনায় হইচই পড়ে যায় ৷ হামিজা মুখতার নামে ওই তরুণী থানায় এফআইআর দায়ের করেন ৷ যেখানে পাক অধিনায়কের বিরুদ্ধে যৌন নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত এবং বিয়ের মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ করেন ৷ পরে অবশ্য ওই তরুণী অভিযোগ প্রত্যাহার করে নেন ৷