ETV Bharat / sports

ICC World Cup 2023: বাবরদের জয়ে ইডেনে গ্যালারিতে পাক সুন্দরীদের উচ্ছ্বাস - 7 উইকেটে জয় তুলে নিল পাকবাহিনী

তিলোত্তমায় হারের খরা কাটাল বাবরবাহিনী ৷ টানা চার ম্যাচে হারের পর বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে জয়ের মুখ দেখল বাবর অ্যান্ড কোং ৷

ICC World Cup 2023
7 উইকেটে জয় তুলে নিল পাকবাহিনী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 8:48 PM IST

Updated : Oct 31, 2023, 10:03 PM IST

কলকাতা, 31 অক্টোবর: তিলোত্তমায় হারের খরা কাটল বাবরবাহিনীর ৷ শাকিব-আল হাসানের বাংলাদেশকে হারিয়ে অবশেষে জয়ের সরণীতে ফিরল পাকিস্তান ৷ আর টানা চার ম্যাচ পর আবার পাক সুন্দরীরা সুযোগ পেলেন বাবরদের হয়ে গ্যালারি থেকে গলা ফাটানোর ৷ বাবর আজমদের জন্য চলতি বিশ্বকাপের শুরুটা হয়েছিল ভালোই ৷ কিন্তু তারপর চার ম্যাচে টানা হার ৷ বাংলাদেশের বিরুদ্ধে জিতেও সেমিফাইনালের রাস্তা হয়তো খুব সহজ হল না ৷ তবে জয়ের খরা অন্তত কাটল ৷ আর এই ম্যাচের হারের জেরে বিশ্বকাপের চুড়ান্ত পর্বে যাওয়ার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের ৷

205 রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিংয়ে মঙ্গলবার 'ক্লিনিক্য়াল পারফরম্যান্স' উপহার দেন আবদুল্লাহ শফিক-ফখর জামানরা ৷ ওপেনিং পার্টনারশিপেই 128 রান করেন এই দুই পাক ব্যাটার ৷ মারমুখী ব্যাটিংয়ে বাংলাদেশকে প্রথম থেকেই শাসনে রাখেন ফখর ও শফিক ৷ 69 বলে 9টি চার এবং 2টি ছয় দিয়ে 68 রানের ইনিংস সাজান শফিক ৷ তিনি সাজঘরে ফেরার পর বাবর আজম, মহম্মদ রিজওয়ান দলকে তেমন সাহায্য করতে পারেননি ৷

তবে ফখরের ব্যাটিংয়ে উইকেট পতনের কোনও প্রভাব পড়েনি ৷ বিশ্বকাপের শুরু থেকে দলকে সঙ্গ দিতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটার ৷ চোটের কারণে রিজার্ভ বেঞ্চেই তাঁকে কাটাতে হয়েছে বেশিরভাগ ম্যাচ ৷ তবে কামব্যাক করেই দলকে জয় এনে দেন তিনি ৷ এতদিন ওপেনিংয়ে পাক দলের ভরসা ছিলেন ইমাম-উল হক ৷ ইডেনে তাঁর বদলে দলে আসেন ফখর ৷ আর দলে এসেই ফখর জয় এনে দিলেন বাবরদের ৷ 74 বলে 3টি চার ও 7টি ছক্কার সাহায্য়ে 81 রানের ইনিংস খেলেন তিনি ৷ ওপেনিং পার্টনারশিপের গড়া ভিতের ওপর দাঁড়িয়ে 7 উইকেটে জয় তুলে নিল পাকবাহিনী ৷

আরও পড়ুন: ব্যর্থ শাকিব-মাহমুদুল্লাহের লড়াই, আফ্রিদিদের বিরুদ্ধে দু'শো পেরিয়ে শেষ বাংলাদেশ

দিনের শুরু থেকেই এদিন বাংলাদেশকে চাপে রাখেন পাকিস্তানি বোলাররা ৷ এদিনও তিনটি করে উইকেট শিকার করেন মহম্মদ ওয়াসিম জুনিয়র এবং শাহিন আফ্রিদি ৷ মাহমুদুল্লাহ রিয়াদও এদিনও অর্ধশতরান করে দলের মুখ রক্ষার চেষ্টা করেন ৷ অর্ধশতরানের দোরগোড়ায় পৌঁছেছিলেন শাকিব এবং লিটন দাসও ৷ তবে ইফতিকার আহমেদ ও হ্যারিস রাউফের দৌরাত্মে হাফসেঞ্চুরি পূর্ণ করতে পারেননি তাঁরা ৷ ফলতো 204 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ৷ এই টার্গেট যে পাকবাহিনীর জন্য় যথেষ্ট ছিল না তা বলাই বাহুল্য ৷ জয়ের পর আপাতত পঞ্চম স্থানে উঠে এল পাকিস্তান ৷

কলকাতা, 31 অক্টোবর: তিলোত্তমায় হারের খরা কাটল বাবরবাহিনীর ৷ শাকিব-আল হাসানের বাংলাদেশকে হারিয়ে অবশেষে জয়ের সরণীতে ফিরল পাকিস্তান ৷ আর টানা চার ম্যাচ পর আবার পাক সুন্দরীরা সুযোগ পেলেন বাবরদের হয়ে গ্যালারি থেকে গলা ফাটানোর ৷ বাবর আজমদের জন্য চলতি বিশ্বকাপের শুরুটা হয়েছিল ভালোই ৷ কিন্তু তারপর চার ম্যাচে টানা হার ৷ বাংলাদেশের বিরুদ্ধে জিতেও সেমিফাইনালের রাস্তা হয়তো খুব সহজ হল না ৷ তবে জয়ের খরা অন্তত কাটল ৷ আর এই ম্যাচের হারের জেরে বিশ্বকাপের চুড়ান্ত পর্বে যাওয়ার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের ৷

205 রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিংয়ে মঙ্গলবার 'ক্লিনিক্য়াল পারফরম্যান্স' উপহার দেন আবদুল্লাহ শফিক-ফখর জামানরা ৷ ওপেনিং পার্টনারশিপেই 128 রান করেন এই দুই পাক ব্যাটার ৷ মারমুখী ব্যাটিংয়ে বাংলাদেশকে প্রথম থেকেই শাসনে রাখেন ফখর ও শফিক ৷ 69 বলে 9টি চার এবং 2টি ছয় দিয়ে 68 রানের ইনিংস সাজান শফিক ৷ তিনি সাজঘরে ফেরার পর বাবর আজম, মহম্মদ রিজওয়ান দলকে তেমন সাহায্য করতে পারেননি ৷

তবে ফখরের ব্যাটিংয়ে উইকেট পতনের কোনও প্রভাব পড়েনি ৷ বিশ্বকাপের শুরু থেকে দলকে সঙ্গ দিতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটার ৷ চোটের কারণে রিজার্ভ বেঞ্চেই তাঁকে কাটাতে হয়েছে বেশিরভাগ ম্যাচ ৷ তবে কামব্যাক করেই দলকে জয় এনে দেন তিনি ৷ এতদিন ওপেনিংয়ে পাক দলের ভরসা ছিলেন ইমাম-উল হক ৷ ইডেনে তাঁর বদলে দলে আসেন ফখর ৷ আর দলে এসেই ফখর জয় এনে দিলেন বাবরদের ৷ 74 বলে 3টি চার ও 7টি ছক্কার সাহায্য়ে 81 রানের ইনিংস খেলেন তিনি ৷ ওপেনিং পার্টনারশিপের গড়া ভিতের ওপর দাঁড়িয়ে 7 উইকেটে জয় তুলে নিল পাকবাহিনী ৷

আরও পড়ুন: ব্যর্থ শাকিব-মাহমুদুল্লাহের লড়াই, আফ্রিদিদের বিরুদ্ধে দু'শো পেরিয়ে শেষ বাংলাদেশ

দিনের শুরু থেকেই এদিন বাংলাদেশকে চাপে রাখেন পাকিস্তানি বোলাররা ৷ এদিনও তিনটি করে উইকেট শিকার করেন মহম্মদ ওয়াসিম জুনিয়র এবং শাহিন আফ্রিদি ৷ মাহমুদুল্লাহ রিয়াদও এদিনও অর্ধশতরান করে দলের মুখ রক্ষার চেষ্টা করেন ৷ অর্ধশতরানের দোরগোড়ায় পৌঁছেছিলেন শাকিব এবং লিটন দাসও ৷ তবে ইফতিকার আহমেদ ও হ্যারিস রাউফের দৌরাত্মে হাফসেঞ্চুরি পূর্ণ করতে পারেননি তাঁরা ৷ ফলতো 204 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ৷ এই টার্গেট যে পাকবাহিনীর জন্য় যথেষ্ট ছিল না তা বলাই বাহুল্য ৷ জয়ের পর আপাতত পঞ্চম স্থানে উঠে এল পাকিস্তান ৷

Last Updated : Oct 31, 2023, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.