ETV Bharat / sports

BAN vs PAK : বিপর্যয় সামলে জয় দিয়েই বাংলাদেশ সফর শুরু করলেন বাবররা - হাসান আলি

শাহিন আফ্রিদি না থাকলেও হাসান আলি, মহম্মদ ওয়াসিমের গতিতে টপ-অর্ডার ধসে যায় বাংলাদেশের ৷ আফিফের 36, নুরুলের 28 এবং মেহদির 20 বলে ঝোড়ো 30 রানের ইনিংসে 7 উইকেটে 127 রান তোলে বাংলাদেশ ৷

BAN vs PAK
বিপর্যয় সামলে জয় দিয়েই বাংলাদেশ সফর শুরু করলেন বাবররা
author img

By

Published : Nov 19, 2021, 6:34 PM IST

মীরপুর, 19 নভেম্বর : একদল বিশ্বকাপের বিপর্যয় সামলে ঘরের মাঠে মরিয়া ছিল ঘুরে দাঁড়াতে ৷ অন্যদল সাড়া জাগিয়েও বিশ্বকাপের শেষ চারে বিদায়ের ব্য়র্থতা মুছতে ছিল বদ্ধপরিকর ৷ তাছাড়া পড়শি দেশে গিয়ে অনুশীলন গ্রাউন্ডে দেশের পতাকা উড়িয়ে আগেই হাওয়া গরম করে রেখেছিলেন বাবর-রিজওয়ানরা ৷ সবমিলিয়ে বিশ্বকাপ পরবর্তীতে পাকিস্তানের বাংলাদেশ সফর শুরুর আগে থেকেই ছিল চর্চার শিরোনামে ৷ এমতাবস্থায় শুক্রবার তিন ম্য়াচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ঘরের মাঠে ব্যর্থতা জারি রইল বাংলাদেশের ৷ রান তাড়া করতে নেমে চাপে পড়েও বাজিমাত করল পাকিস্তান ৷

মীরপুরে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল সদ্য়-সমাপ্ত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা ৷ টস জিতে ঘরের মাঠে ব্য়াট নিয়ে এদিন বাংলাদেশের লক্ষ্য় ছিল বড় রানের বোঝা চাপানো ৷ তবে 40 রানে 4 উইকেট হারানো বাংলাদেশের সেই লক্ষ্যপূরণ হয়নি ৷ যদিও শেষ পর্যন্ত আফিফ হোসেন, নুরুল হাসান এবং মেহদি হাসানের ব্য়াটে সম্মানজনক রান স্কোরবোর্ডে তোলে টাইগার্স'রা ৷

শাহিন আফ্রিদি না থাকলেও বিশ্বকাপ সেমির 'খলনায়ক' হাসান আলি, মহম্মদ ওয়াসিমের গতিতে টপ-অর্ডার ধসে যায় বাংলাদেশের ৷ আফিফের 36, নুরুলের 28 এবং মেহদির 20 বলে ঝোড়ো 30 রানের ইনিংসে 7 উইকেটে 127 রান তোলে বাংলাদেশ ৷ এই তিন ব্য়াটার ছাড়া আর কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷ তাড়া করতে নেমে শুরুটা বাংলাদেশের মতোই করে পাকিস্তান ৷

আরও পড়ুন : যৌন হেনস্থার দায় স্বীকার করে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়লেন পেইন

ব্যর্থ রিজওয়ান, বাবর ৷ 24 রানে 4 উইকেট হারানো পাকিস্তান শিবিরে হারের ভ্রুকুটি গ্রাস করলে হাল ধরেন ফকহর-খুশদিল ৷ পঞ্চম উইকেটে এই দুই ব্য়াটারের 56 রানের জুটিতে জয়ের গন্ধ পেয়ে যায় পাক দল ৷ দু'জনে 34 রানে ফিরলেও এরপর জয় আটকায়নি পাকিস্তানের ৷ শাদাব খান-মহম্মদ নওয়াজের অবিভক্ত 36 রানের জুটিতে 4 বল বাকি থাকতেই লক্ষ্য়মাত্রায় পৌঁছে যায় তারা ৷ 10 বলে 21 রানে অপরাজিত থাকেন শাদাব, 8 বলে অপরাজিত 18 করেন নওয়াজ ৷ 4 ওভারে 17 রানে 1 উইকেট নেওয়া মেহদির অলরাউন্ড পারফরম্য়ান্স বিফলে যায় ৷

মীরপুর, 19 নভেম্বর : একদল বিশ্বকাপের বিপর্যয় সামলে ঘরের মাঠে মরিয়া ছিল ঘুরে দাঁড়াতে ৷ অন্যদল সাড়া জাগিয়েও বিশ্বকাপের শেষ চারে বিদায়ের ব্য়র্থতা মুছতে ছিল বদ্ধপরিকর ৷ তাছাড়া পড়শি দেশে গিয়ে অনুশীলন গ্রাউন্ডে দেশের পতাকা উড়িয়ে আগেই হাওয়া গরম করে রেখেছিলেন বাবর-রিজওয়ানরা ৷ সবমিলিয়ে বিশ্বকাপ পরবর্তীতে পাকিস্তানের বাংলাদেশ সফর শুরুর আগে থেকেই ছিল চর্চার শিরোনামে ৷ এমতাবস্থায় শুক্রবার তিন ম্য়াচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ঘরের মাঠে ব্যর্থতা জারি রইল বাংলাদেশের ৷ রান তাড়া করতে নেমে চাপে পড়েও বাজিমাত করল পাকিস্তান ৷

মীরপুরে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল সদ্য়-সমাপ্ত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা ৷ টস জিতে ঘরের মাঠে ব্য়াট নিয়ে এদিন বাংলাদেশের লক্ষ্য় ছিল বড় রানের বোঝা চাপানো ৷ তবে 40 রানে 4 উইকেট হারানো বাংলাদেশের সেই লক্ষ্যপূরণ হয়নি ৷ যদিও শেষ পর্যন্ত আফিফ হোসেন, নুরুল হাসান এবং মেহদি হাসানের ব্য়াটে সম্মানজনক রান স্কোরবোর্ডে তোলে টাইগার্স'রা ৷

শাহিন আফ্রিদি না থাকলেও বিশ্বকাপ সেমির 'খলনায়ক' হাসান আলি, মহম্মদ ওয়াসিমের গতিতে টপ-অর্ডার ধসে যায় বাংলাদেশের ৷ আফিফের 36, নুরুলের 28 এবং মেহদির 20 বলে ঝোড়ো 30 রানের ইনিংসে 7 উইকেটে 127 রান তোলে বাংলাদেশ ৷ এই তিন ব্য়াটার ছাড়া আর কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷ তাড়া করতে নেমে শুরুটা বাংলাদেশের মতোই করে পাকিস্তান ৷

আরও পড়ুন : যৌন হেনস্থার দায় স্বীকার করে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়লেন পেইন

ব্যর্থ রিজওয়ান, বাবর ৷ 24 রানে 4 উইকেট হারানো পাকিস্তান শিবিরে হারের ভ্রুকুটি গ্রাস করলে হাল ধরেন ফকহর-খুশদিল ৷ পঞ্চম উইকেটে এই দুই ব্য়াটারের 56 রানের জুটিতে জয়ের গন্ধ পেয়ে যায় পাক দল ৷ দু'জনে 34 রানে ফিরলেও এরপর জয় আটকায়নি পাকিস্তানের ৷ শাদাব খান-মহম্মদ নওয়াজের অবিভক্ত 36 রানের জুটিতে 4 বল বাকি থাকতেই লক্ষ্য়মাত্রায় পৌঁছে যায় তারা ৷ 10 বলে 21 রানে অপরাজিত থাকেন শাদাব, 8 বলে অপরাজিত 18 করেন নওয়াজ ৷ 4 ওভারে 17 রানে 1 উইকেট নেওয়া মেহদির অলরাউন্ড পারফরম্য়ান্স বিফলে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.