রাওয়ালপিন্ডি, 2 ডিসেম্বর: প্রথমদিন রেকর্ড 506 রান তোলার পর রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয়দিনে বিশেষ সুবিধা করতে পারল ইংরেজরা ৷ দ্বিতীয়দিন 657 রানে অল আউট হল তারা (England All Out for 657 Runs Against Pakistan) ৷ 17 বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে বৃহস্পতিবার নজির গড়ে ইংল্যান্ড ৷ গতকাল রাওয়ালপিন্ডি টেস্টের প্রথমদিনে 75 ওভারে রেকর্ড 506 রান তোলেন ব্রিটিশ ব্যাটাররা ৷ সেঞ্চুরি করেন চার টপ অর্ডার ব্যাটার ৷ তবে, আজ সকালে দ্বিতীয়দিনের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন বেন স্টোকসরা ৷
4 উইকেটে 506 রান হাতে নিয়ে দ্বিতীয়দিন প্রথম ওভারেই আউট হন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস ৷ 76 তম ওভারের শেষ বলে নাসিম শাহ’র বলে বোল্ড হন তিনি ৷ 18 বলে 41 রানের বিস্ফোরক ইনিংস খেলেন অলরাউন্ডার ৷ যদিও উলটোদিকে গতকাল সেঞ্চুরি করে অপরাজিত থাকা হ্যারি ব্রুক এদিন দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যান ৷ তিনি 116 বলে 153 রান করেন প্যাভিলিয়নে ফেরার আগে ৷ শেষদিকে উইল জ্যাকস 30 এবং ওলি রবিনসন 37 রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে 657 রানে পৌঁছে দেন ৷
আরও পড়ুন: ধারাভাষ্য চলাকালীন হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে রিকি পন্টিং
পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার জাহিদ মেহমুদ ৷ তিনি 33 ওভারে 235 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ নাসিম শাহ 24 ওভারে 140 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন ৷ আরেক পেসার মহম্মদ আলি 124 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে দেড়শোর গণ্ডি পেরিয়ে যায় পাকিস্তান দল ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তান 49 ওভারে 179 রান তুলেছে বিনা উইকেট হারিয়ে ৷ ওপেনার আব্দুল্লা শফিক 89 এবং ইমাম-উল-হক 88 রানে অপরাজিত রয়েছেন ৷
প্রত্য়াঘাত হেনে দ্বিতীয়দিনের শেষে কোনও উইকেট না-হারিয়ে 181 রান তুলেছে পাকিস্তান ৷ সেঞ্চুরির দোরগোড়ায় অপরাজিত দুই ওপেনার আবদুল্লা শফিক (89) এবং ইমাম উল হক (90) ৷