ETV Bharat / sports

PAK vs ENG: নজির গড়ে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে 657 রানে থামল ইংল্যান্ড, প্রত্যাঘাত পাকিস্তানের

প্রথমদিনে টেস্ট (PAK vs ENG 1st Test) ক্রিকেটে রেকর্ড রান তোলার পর, দ্বিতীয় দিনে 657 রানে অল আউট ইংল্যান্ড (England All Out for 657 Runs Against Pakistan) ৷ জবাবে ব্যাট করতে নেমে দেড়শোর উপরে পার্টনারশিপ দুই পাক ওপেনারের ৷

PAK vs ENG 1st Test Day 2 England All Out for 657 Runs Against Pakistan
PAK vs ENG 1st Test Day 2 England All Out for 657 Runs Against Pakistan
author img

By

Published : Dec 2, 2022, 5:53 PM IST

রাওয়ালপিন্ডি, 2 ডিসেম্বর: প্রথমদিন রেকর্ড 506 রান তোলার পর রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয়দিনে বিশেষ সুবিধা করতে পারল ইংরেজরা ৷ দ্বিতীয়দিন 657 রানে অল আউট হল তারা (England All Out for 657 Runs Against Pakistan) ৷ 17 বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে বৃহস্পতিবার নজির গড়ে ইংল্যান্ড ৷ গতকাল রাওয়ালপিন্ডি টেস্টের প্রথমদিনে 75 ওভারে রেকর্ড 506 রান তোলেন ব্রিটিশ ব্যাটাররা ৷ সেঞ্চুরি করেন চার টপ অর্ডার ব্যাটার ৷ তবে, আজ সকালে দ্বিতীয়দিনের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন বেন স্টোকসরা ৷

4 উইকেটে 506 রান হাতে নিয়ে দ্বিতীয়দিন প্রথম ওভারেই আউট হন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস ৷ 76 তম ওভারের শেষ বলে নাসিম শাহ’র বলে বোল্ড হন তিনি ৷ 18 বলে 41 রানের বিস্ফোরক ইনিংস খেলেন অলরাউন্ডার ৷ যদিও উলটোদিকে গতকাল সেঞ্চুরি করে অপরাজিত থাকা হ্যারি ব্রুক এদিন দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যান ৷ তিনি 116 বলে 153 রান করেন প্যাভিলিয়নে ফেরার আগে ৷ শেষদিকে উইল জ্যাকস 30 এবং ওলি রবিনসন 37 রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে 657 রানে পৌঁছে দেন ৷

PAK vs ENG 1st Test Day 2 England All Out for 657 Runs Against Pakistan
পাকিস্তানের বিরুদ্ধে 153 রানের ইনিংস হ্যারি ব্রুকের

আরও পড়ুন: ধারাভাষ্য চলাকালীন হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে রিকি পন্টিং

পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার জাহিদ মেহমুদ ৷ তিনি 33 ওভারে 235 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ নাসিম শাহ 24 ওভারে 140 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন ৷ আরেক পেসার মহম্মদ আলি 124 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে দেড়শোর গণ্ডি পেরিয়ে যায় পাকিস্তান দল ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তান 49 ওভারে 179 রান তুলেছে বিনা উইকেট হারিয়ে ৷ ওপেনার আব্দুল্লা শফিক 89 এবং ইমাম-উল-হক 88 রানে অপরাজিত রয়েছেন ৷

pak-vs-eng-1st-test-day-2-england-all-out-for-657-runs-against-pakistan
দ্বিতীয় দিনের প্রথম ওভারে বেন স্টোকসের উইকেট নিলেন নাসিম শাহ

প্রত্য়াঘাত হেনে দ্বিতীয়দিনের শেষে কোনও উইকেট না-হারিয়ে 181 রান তুলেছে পাকিস্তান ৷ সেঞ্চুরির দোরগোড়ায় অপরাজিত দুই ওপেনার আবদুল্লা শফিক (89) এবং ইমাম উল হক (90) ৷

রাওয়ালপিন্ডি, 2 ডিসেম্বর: প্রথমদিন রেকর্ড 506 রান তোলার পর রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয়দিনে বিশেষ সুবিধা করতে পারল ইংরেজরা ৷ দ্বিতীয়দিন 657 রানে অল আউট হল তারা (England All Out for 657 Runs Against Pakistan) ৷ 17 বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে বৃহস্পতিবার নজির গড়ে ইংল্যান্ড ৷ গতকাল রাওয়ালপিন্ডি টেস্টের প্রথমদিনে 75 ওভারে রেকর্ড 506 রান তোলেন ব্রিটিশ ব্যাটাররা ৷ সেঞ্চুরি করেন চার টপ অর্ডার ব্যাটার ৷ তবে, আজ সকালে দ্বিতীয়দিনের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন বেন স্টোকসরা ৷

4 উইকেটে 506 রান হাতে নিয়ে দ্বিতীয়দিন প্রথম ওভারেই আউট হন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস ৷ 76 তম ওভারের শেষ বলে নাসিম শাহ’র বলে বোল্ড হন তিনি ৷ 18 বলে 41 রানের বিস্ফোরক ইনিংস খেলেন অলরাউন্ডার ৷ যদিও উলটোদিকে গতকাল সেঞ্চুরি করে অপরাজিত থাকা হ্যারি ব্রুক এদিন দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যান ৷ তিনি 116 বলে 153 রান করেন প্যাভিলিয়নে ফেরার আগে ৷ শেষদিকে উইল জ্যাকস 30 এবং ওলি রবিনসন 37 রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে 657 রানে পৌঁছে দেন ৷

PAK vs ENG 1st Test Day 2 England All Out for 657 Runs Against Pakistan
পাকিস্তানের বিরুদ্ধে 153 রানের ইনিংস হ্যারি ব্রুকের

আরও পড়ুন: ধারাভাষ্য চলাকালীন হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে রিকি পন্টিং

পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার জাহিদ মেহমুদ ৷ তিনি 33 ওভারে 235 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ নাসিম শাহ 24 ওভারে 140 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন ৷ আরেক পেসার মহম্মদ আলি 124 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে দেড়শোর গণ্ডি পেরিয়ে যায় পাকিস্তান দল ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তান 49 ওভারে 179 রান তুলেছে বিনা উইকেট হারিয়ে ৷ ওপেনার আব্দুল্লা শফিক 89 এবং ইমাম-উল-হক 88 রানে অপরাজিত রয়েছেন ৷

pak-vs-eng-1st-test-day-2-england-all-out-for-657-runs-against-pakistan
দ্বিতীয় দিনের প্রথম ওভারে বেন স্টোকসের উইকেট নিলেন নাসিম শাহ

প্রত্য়াঘাত হেনে দ্বিতীয়দিনের শেষে কোনও উইকেট না-হারিয়ে 181 রান তুলেছে পাকিস্তান ৷ সেঞ্চুরির দোরগোড়ায় অপরাজিত দুই ওপেনার আবদুল্লা শফিক (89) এবং ইমাম উল হক (90) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.