ETV Bharat / sports

পন্থের পর করোনা আক্রান্ত সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানি - ঋষভ পন্থ

ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরণ 20 তারিখে কান্ট্রি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে 3 দিনের অনুশীলন ম্যাচে থাকতে পারবেন না ৷ যদিও ম্যাচটি রুদ্ধদ্বারে হওয়ার কথা ৷

করোনা আক্রান্ত নেট বোলার দয়ানন্দ ঘরানি
করোনা আক্রান্ত নেট বোলার দয়ানন্দ ঘরানি
author img

By

Published : Jul 15, 2021, 8:10 PM IST

Updated : Jul 15, 2021, 8:42 PM IST

লন্ডন, 15 জুলাই : ঋষভ পন্থের পর এবার ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ করোনা ভাইরাস আক্রান্ত হলেন ৷ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে দলের থ্রো ডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানির করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে ৷

দলের আরেক উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা, স্ট্যান্ডবাই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ও বোলিং কোচ ভরত অরুণকেও আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ জানা যাচ্ছে তাঁরা গরানির সংস্পর্শে এসেছিলেন ৷ বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, ‘‘ চার জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ তাঁরা হোটেলের নিজেদের রুমে আইসোলেশনে থাকবেন ৷’’

ভারতীয় দলের বাকি সদস্যরা ডারহ্যামের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ 20 দিনের বিরতির পর তাঁরা লন্ডনে সবাই একত্রিত হবেন ৷

ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরণ 20 তারিখে কান্ট্রি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে 3 দিনের অনুশীলন ম্যাচে থকতে পারবেন না ৷ যদিও ম্যাচটি রুদ্ধদ্বারে হওয়ার কথা ৷

আরও পড়ুন : WIN vs AUS 4th T-20: মিচেল মার্শের অলরাউন্ড পারফরমেন্স, ক্যারিবিয়ান সফরে প্রথম জয় অস্ট্রেলিয়ার

গত 8 জুলাই করোনা পজিটিভ হন ঋষভ পন্থ ৷ সেই থেকে কোয়ারানটিনে আছেন তিনি ৷ ইউরোর শেষ ষোলোর জার্মানি বনাম ইংল্যান্ড ম্যাচে দর্শকাসনে ছিলেন ঋষভ পন্থ ৷ ধারণা করা হচ্ছে সেখান থেকেই করোনা আক্রান্ত হয়েছেন তিনি ৷

লন্ডন, 15 জুলাই : ঋষভ পন্থের পর এবার ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ করোনা ভাইরাস আক্রান্ত হলেন ৷ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে দলের থ্রো ডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানির করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে ৷

দলের আরেক উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা, স্ট্যান্ডবাই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ও বোলিং কোচ ভরত অরুণকেও আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ জানা যাচ্ছে তাঁরা গরানির সংস্পর্শে এসেছিলেন ৷ বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, ‘‘ চার জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ তাঁরা হোটেলের নিজেদের রুমে আইসোলেশনে থাকবেন ৷’’

ভারতীয় দলের বাকি সদস্যরা ডারহ্যামের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ 20 দিনের বিরতির পর তাঁরা লন্ডনে সবাই একত্রিত হবেন ৷

ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরণ 20 তারিখে কান্ট্রি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে 3 দিনের অনুশীলন ম্যাচে থকতে পারবেন না ৷ যদিও ম্যাচটি রুদ্ধদ্বারে হওয়ার কথা ৷

আরও পড়ুন : WIN vs AUS 4th T-20: মিচেল মার্শের অলরাউন্ড পারফরমেন্স, ক্যারিবিয়ান সফরে প্রথম জয় অস্ট্রেলিয়ার

গত 8 জুলাই করোনা পজিটিভ হন ঋষভ পন্থ ৷ সেই থেকে কোয়ারানটিনে আছেন তিনি ৷ ইউরোর শেষ ষোলোর জার্মানি বনাম ইংল্যান্ড ম্যাচে দর্শকাসনে ছিলেন ঋষভ পন্থ ৷ ধারণা করা হচ্ছে সেখান থেকেই করোনা আক্রান্ত হয়েছেন তিনি ৷

Last Updated : Jul 15, 2021, 8:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.