ETV Bharat / sports

Sachin Tendulkar: 15 নভেম্বর, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ও শেষবার ব্যাটহাতে নেমেছিলেন মাস্টার

Sachin Tendulker and Love Affair with November 15: 15 নভেম্বর ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের কাছে এক বিশেষ দিন ৷ আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের ৷ আর আজই শেষবারের জন্য ভারতের হয়ে ব্যাটহাতে নেমেছিলেন তিনি ৷ যদিও, অবসরের তারিখ এটা নয় ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 4:25 PM IST

মুম্বই, 15 নভেম্বর: ভারতীয় ক্রিকেটের একটি যুগের শুরু হয়েছিল আজকের দিনেই ৷ সেটা ছিল 'সচিন তেন্ডুলকর যুগ' ৷ 15 নভেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক তথা টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন এক 'কিশোর' প্রতিভা ৷ আর আজকের দিনেই সেই যুগের সমাপ্তি ঘটাতে শেষবার ব্যাটহাতে ক্রিকেট মাঠে নেমেছিলেন এক কিংবদন্তি মাস্টার ব্লাস্টার ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের 200তম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটহাতে নেমেছিলেন মাস্টার ৷

15 নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ভারত প্রথমে ফিল্ডিং করেছিল ৷ পাকিস্তান প্রথম ইনিংসে 409 রান করার পর, দ্বিতীয়দিনে ব্যাট করতে নেমেছিলেন সচিন ৷ তবে, অভিষেক ম্যাচে মনে রাখার মতো শুরু হয়নি তাঁর ৷ মাত্র 15 রানে ওয়াকার ইউনিসের শিকার হয়েছিলেন ৷ আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং পাননি ৷ পরবর্তী 24 বছর বিশ্ব ক্রিকেট এক স্বপ্নকে সত্যি হতে দেখেছে ৷ আন্তর্জাতিক ক্রিকেটে একশোটা সেঞ্চুরি করতে দেখেছে কোনও ব্যাটারকে ৷ 35 হাজারের উপর আন্তর্জাতিক রান করতে দেখা গিয়েছে তাঁকে ৷ আর 24 বছরের দীর্ঘ কেরিয়ারে 200টি টেস্ট ম্যাচ খেলেছেন সচিন ৷

দু’শোতম টেস্ট ম্যাচেই অবসর নিয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ ইডেনে 199 তম ম্যাচ খেলে এবং জিতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদায়ী ম্যাচ খেলতে নেমেছিলেন সচিন ৷ সেই ম্যাচেও ভারত প্রথমে ফিল্ডিং করেছিল ৷ ওয়েস্ট ইন্ডিজকে 182 রানে আটকে দেয় ভারত ৷ ব্যাট করতে চেতেশ্বর পূজারা (113) এবং রোহিত শর্মার (111) জোড়া সেঞ্চুরিতে ভর করে ভারত 495 রান তুলেছিল স্কোর বোর্ডে ৷ মাঝে বিরাট কোহলি 57 রানের ইনিংস খেলেছিলেন ৷ আর ঘরের মাঠে 15 নভেম্বর শেষবার ব্যাটহাতে নেমেছিলেন মাস্টার ৷ 14 নভেম্বর ইনিংসের শুরু করলেও, সেদিন উইকেট বাঁচিয়ে খেলেছিলেন ৷ পরেরদিন নেমে 12টি বাউন্ডারি-সহ 118 বলে 74 রানের ইনিংস খেলেন মাস্টার ৷

আউট হয়েছিলেন নরসিংহ ডিওনারাইনের বলে প্রথম স্লিপে ড্যারেন স্যামির হাতে হাতে কাট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন ৷ ওয়াংখেড়ে-সহ গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন ৷ এমনকি প্রতিপক্ষ দলের অধিনায়ক ড্যারেন স্যামি তাঁর দলকে নির্দেশ দিয়েছিলেন, সচিনের উইকেট তাঁরা উদযাপন করবেন না ৷ তাই সচিন আউট হতে কোনও উচ্ছ্বাস প্রকাশ করেননি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররাও ৷ পরেরদিন, 16 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজকে 187 রানে অল-আউট করে সচিনকে তাঁর 200 তম তথা বিদায়ী টেস্টে জয় উপহার দেয় ভারতীয় দল ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে ক্রীড়া জগতের দুই কিংবদন্তি সচিন ও বেকহ্যাম
  2. আহত হয়ে মাঠ ছাড়লেন গিল, বিরাটের সঙ্গে ক্রিজে শ্রেয়স
  3. 'ইউনিভার্স বস'কে টপকে বিশ্বকাপে ছক্কার শিখরে 'হিটম্যান'

মুম্বই, 15 নভেম্বর: ভারতীয় ক্রিকেটের একটি যুগের শুরু হয়েছিল আজকের দিনেই ৷ সেটা ছিল 'সচিন তেন্ডুলকর যুগ' ৷ 15 নভেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক তথা টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন এক 'কিশোর' প্রতিভা ৷ আর আজকের দিনেই সেই যুগের সমাপ্তি ঘটাতে শেষবার ব্যাটহাতে ক্রিকেট মাঠে নেমেছিলেন এক কিংবদন্তি মাস্টার ব্লাস্টার ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের 200তম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটহাতে নেমেছিলেন মাস্টার ৷

15 নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ভারত প্রথমে ফিল্ডিং করেছিল ৷ পাকিস্তান প্রথম ইনিংসে 409 রান করার পর, দ্বিতীয়দিনে ব্যাট করতে নেমেছিলেন সচিন ৷ তবে, অভিষেক ম্যাচে মনে রাখার মতো শুরু হয়নি তাঁর ৷ মাত্র 15 রানে ওয়াকার ইউনিসের শিকার হয়েছিলেন ৷ আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং পাননি ৷ পরবর্তী 24 বছর বিশ্ব ক্রিকেট এক স্বপ্নকে সত্যি হতে দেখেছে ৷ আন্তর্জাতিক ক্রিকেটে একশোটা সেঞ্চুরি করতে দেখেছে কোনও ব্যাটারকে ৷ 35 হাজারের উপর আন্তর্জাতিক রান করতে দেখা গিয়েছে তাঁকে ৷ আর 24 বছরের দীর্ঘ কেরিয়ারে 200টি টেস্ট ম্যাচ খেলেছেন সচিন ৷

দু’শোতম টেস্ট ম্যাচেই অবসর নিয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ ইডেনে 199 তম ম্যাচ খেলে এবং জিতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদায়ী ম্যাচ খেলতে নেমেছিলেন সচিন ৷ সেই ম্যাচেও ভারত প্রথমে ফিল্ডিং করেছিল ৷ ওয়েস্ট ইন্ডিজকে 182 রানে আটকে দেয় ভারত ৷ ব্যাট করতে চেতেশ্বর পূজারা (113) এবং রোহিত শর্মার (111) জোড়া সেঞ্চুরিতে ভর করে ভারত 495 রান তুলেছিল স্কোর বোর্ডে ৷ মাঝে বিরাট কোহলি 57 রানের ইনিংস খেলেছিলেন ৷ আর ঘরের মাঠে 15 নভেম্বর শেষবার ব্যাটহাতে নেমেছিলেন মাস্টার ৷ 14 নভেম্বর ইনিংসের শুরু করলেও, সেদিন উইকেট বাঁচিয়ে খেলেছিলেন ৷ পরেরদিন নেমে 12টি বাউন্ডারি-সহ 118 বলে 74 রানের ইনিংস খেলেন মাস্টার ৷

আউট হয়েছিলেন নরসিংহ ডিওনারাইনের বলে প্রথম স্লিপে ড্যারেন স্যামির হাতে হাতে কাট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন ৷ ওয়াংখেড়ে-সহ গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন ৷ এমনকি প্রতিপক্ষ দলের অধিনায়ক ড্যারেন স্যামি তাঁর দলকে নির্দেশ দিয়েছিলেন, সচিনের উইকেট তাঁরা উদযাপন করবেন না ৷ তাই সচিন আউট হতে কোনও উচ্ছ্বাস প্রকাশ করেননি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররাও ৷ পরেরদিন, 16 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজকে 187 রানে অল-আউট করে সচিনকে তাঁর 200 তম তথা বিদায়ী টেস্টে জয় উপহার দেয় ভারতীয় দল ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে ক্রীড়া জগতের দুই কিংবদন্তি সচিন ও বেকহ্যাম
  2. আহত হয়ে মাঠ ছাড়লেন গিল, বিরাটের সঙ্গে ক্রিজে শ্রেয়স
  3. 'ইউনিভার্স বস'কে টপকে বিশ্বকাপে ছক্কার শিখরে 'হিটম্যান'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.