ETV Bharat / sports

Sourav to Rahul on Indian Batters: টপ-অর্ডার ব্যাটাররা যোগ্যতা অনুযায়ী পারফর্ম করেনি, সৌরভের কাছে স্বীকারক্তি রাহুলের

টেস্ট ক্রিকেটে গত কয়েক বছরে ভারতীয় ব্যাটারদের খারাপ পারফর্ম্যান্সের কথা স্বীকার করলেন কোচ রাহুল দ্রাবিড় ৷ সেই সঙ্গে জানালেন, ফাইনালেও ব্যাটাররা পরিস্থিতির সুবিধা তুলতে ব্যর্থ হয়েছেন ৷

Sourav to Rahul on Indian Batters ETV BHARAT
Sourav to Rahul on Indian Batters
author img

By

Published : Jun 12, 2023, 8:40 PM IST

লন্ডন, 12 জুন: নিজেদের যোগ্যতা এবং ক্ষমতা অনুযায়ী খেলতে পারেননি ভারতীয় ব্যাটিংয়ের তিন, চার ও পাঁচ নম্বর ব্যাটাররা ৷ সরাসরি না হলেও, এভাবেই পূজারা, কোহলি এবং রাহানেদের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুললেন কোচ রাহুল দ্রাবিড় ৷ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে, দলের বিশ্বমানের ব্যাটারদের মনোভাব নিয়ে সওয়াল করলেন তিনি ৷ এমনকি গত 2 বছরে বিদেশে ভারতীয় ব্যাটারদের খারাপ পারফর্ম্যান্সে ফের একবার পিচকে দায়ী করলেন রাহুল ৷

ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সাক্ষাৎকার নেন ৷ গত কয়েক বছরে 25-26 ম্যাচে ভারতের 1 থেকে 5 নম্বর ব্যাটাররা কেন ব্যর্থ ? রাহুলের সামনে এই প্রশ্ন রাখেন সৌরভ ৷ এমনকি রাহুল ভারতীয় কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বলেছিলেন, টেস্ট ম্যাচ জিততে হলে, বোলারদের স্কোরবোর্ডে রান দিতে হবে ব্যাটারদের ৷ কিন্তু, সেই কাজটা কেন করতে পারছেন না ব্যাটাররা ? রাহুলকে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন তাঁর প্রাক্তন অধিনায়ক ৷

আর এ নিয়ে রাহুলের জবাব, ভারতের ব্যাটিং অর্ডারে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা আগামিদিনে গ্রেট হিসেবে পরিচিতি পাবেন ৷ এই ক্রিকেটারদের নিজেদের বুঝতে হবে, কোথায় ভুল হচ্ছে ৷ রাহুল বলেন, ‘‘ভারতীয় দলে 3, 4 ও 5 নম্বরে যাঁরা রয়েছেন, তাঁরা এক একজন সেরা ৷ কিন্তু, এই ম্যাচে তাঁরা নিজেদের সেই মানের পারফর্ম্যান্স দিতে পারেননি ৷ আর সেটা তাঁরা নিজেরাও জানেন ৷ কিন্তু, আমরা সেটা নিয়ে কাজ করছি ৷’’

আরও পড়ুন: আম্পায়ারিংয়ের সমালোচনা করে 115 শতাংশ জরিমানা শুভমনের

তবে, নম্বর 3, 4 ও 5-এর উপরে দায় চাপালেই যে সব কাজ শেষ হবে না তা রাহুল দ্রাবিড়ও জানেন ৷ তাই বিদেশের কঠিন পরিস্থিতি ও পিচের দোহাই দিতেও শোনা গেল রাহুলকে ৷ তিনি বলেন, ‘‘বিদেশের মাটিতে পরিস্থিতিও কঠিন থাকে ৷ যেমন দক্ষিণ আফ্রিকায় আমরা খেলতে গেছিলাম ৷ সেখানে উইকেট খুব কঠিন ছিল ৷ এমনকি ভারতেও এখন চ্যালেঞ্জিং উইকেটে আমাদের খেলতে হয় ৷’’ তাই রাহুলের মতে, পিচ ও পরিস্থিতি অনেকটাই ব্যাটারদের খারাপ গড়ের কারণ ৷

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 3 ম্যাচের সিরিজ ও 20 দিনের প্রস্তুতির পক্ষে সওয়াল রোহিতের

তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনও দল এখন ম্যাচ ড্র করার মানসিকতা নিয়ে খেলতে পারবে না বলে জানান রাহুল ৷ এর পিছনে তাঁর যুক্তি, সব জায়গাতেই এখন এমন পিচ তৈরি হচ্ছে, যাতে ম্যাচে ফলাফল আসে ৷ তাই মাঝে মধ্যে আক্রমণে যেতে হয় ব্যাটারদের ৷ তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওভালের পিচ যথেষ্ঠ সহজ ও ব্যাটিং সহায়ক ছিল বলে মেনে নিয়েছেন রাহুল ৷ শেষবেলায় এটাও মেনে নিলেন, বোলাররা স্কোরবোর্ডে রান পেলে তবেই ম্যাচ জেতা সম্ভব ৷

লন্ডন, 12 জুন: নিজেদের যোগ্যতা এবং ক্ষমতা অনুযায়ী খেলতে পারেননি ভারতীয় ব্যাটিংয়ের তিন, চার ও পাঁচ নম্বর ব্যাটাররা ৷ সরাসরি না হলেও, এভাবেই পূজারা, কোহলি এবং রাহানেদের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুললেন কোচ রাহুল দ্রাবিড় ৷ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে, দলের বিশ্বমানের ব্যাটারদের মনোভাব নিয়ে সওয়াল করলেন তিনি ৷ এমনকি গত 2 বছরে বিদেশে ভারতীয় ব্যাটারদের খারাপ পারফর্ম্যান্সে ফের একবার পিচকে দায়ী করলেন রাহুল ৷

ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সাক্ষাৎকার নেন ৷ গত কয়েক বছরে 25-26 ম্যাচে ভারতের 1 থেকে 5 নম্বর ব্যাটাররা কেন ব্যর্থ ? রাহুলের সামনে এই প্রশ্ন রাখেন সৌরভ ৷ এমনকি রাহুল ভারতীয় কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বলেছিলেন, টেস্ট ম্যাচ জিততে হলে, বোলারদের স্কোরবোর্ডে রান দিতে হবে ব্যাটারদের ৷ কিন্তু, সেই কাজটা কেন করতে পারছেন না ব্যাটাররা ? রাহুলকে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন তাঁর প্রাক্তন অধিনায়ক ৷

আর এ নিয়ে রাহুলের জবাব, ভারতের ব্যাটিং অর্ডারে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা আগামিদিনে গ্রেট হিসেবে পরিচিতি পাবেন ৷ এই ক্রিকেটারদের নিজেদের বুঝতে হবে, কোথায় ভুল হচ্ছে ৷ রাহুল বলেন, ‘‘ভারতীয় দলে 3, 4 ও 5 নম্বরে যাঁরা রয়েছেন, তাঁরা এক একজন সেরা ৷ কিন্তু, এই ম্যাচে তাঁরা নিজেদের সেই মানের পারফর্ম্যান্স দিতে পারেননি ৷ আর সেটা তাঁরা নিজেরাও জানেন ৷ কিন্তু, আমরা সেটা নিয়ে কাজ করছি ৷’’

আরও পড়ুন: আম্পায়ারিংয়ের সমালোচনা করে 115 শতাংশ জরিমানা শুভমনের

তবে, নম্বর 3, 4 ও 5-এর উপরে দায় চাপালেই যে সব কাজ শেষ হবে না তা রাহুল দ্রাবিড়ও জানেন ৷ তাই বিদেশের কঠিন পরিস্থিতি ও পিচের দোহাই দিতেও শোনা গেল রাহুলকে ৷ তিনি বলেন, ‘‘বিদেশের মাটিতে পরিস্থিতিও কঠিন থাকে ৷ যেমন দক্ষিণ আফ্রিকায় আমরা খেলতে গেছিলাম ৷ সেখানে উইকেট খুব কঠিন ছিল ৷ এমনকি ভারতেও এখন চ্যালেঞ্জিং উইকেটে আমাদের খেলতে হয় ৷’’ তাই রাহুলের মতে, পিচ ও পরিস্থিতি অনেকটাই ব্যাটারদের খারাপ গড়ের কারণ ৷

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 3 ম্যাচের সিরিজ ও 20 দিনের প্রস্তুতির পক্ষে সওয়াল রোহিতের

তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনও দল এখন ম্যাচ ড্র করার মানসিকতা নিয়ে খেলতে পারবে না বলে জানান রাহুল ৷ এর পিছনে তাঁর যুক্তি, সব জায়গাতেই এখন এমন পিচ তৈরি হচ্ছে, যাতে ম্যাচে ফলাফল আসে ৷ তাই মাঝে মধ্যে আক্রমণে যেতে হয় ব্যাটারদের ৷ তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওভালের পিচ যথেষ্ঠ সহজ ও ব্যাটিং সহায়ক ছিল বলে মেনে নিয়েছেন রাহুল ৷ শেষবেলায় এটাও মেনে নিলেন, বোলাররা স্কোরবোর্ডে রান পেলে তবেই ম্যাচ জেতা সম্ভব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.