ETV Bharat / sports

Virat and Anushka on Vamika : ক্যামেরাবন্দি হচ্ছিলেন জানতেন না! ভামিকার ছবি প্রকাশ না করতে অনুরোধ বিরুষ্কার - Virat and Anushka on Vamika

ভামিকার ছবি শেয়ার না করার অনুরোধ বিরাট ও অনুষ্কার ৷ কেপটাউনের মাঠে মেয়ে ভামিকার ক্যামেরাবন্দি হওয়ার বিষয়টি জানতে না বলে জানিয়েছেন এই দুই তারকা জুটি (Virat Kohli on Viral Photo of Daughter Vamika) ৷ তাই মেয়েকে নিয়ে আগের অবস্থানে রয়েছেন জানিয়ে, তার ছবি তোলা এবং শেয়ার না করার অনুরোধ করেছেন বিরুষ্কা (Not Click or Share Vamikas Photo Request by Virushka) ৷

Not Click or Share Vamikas Photo Virat and Anushka Request Their Fans and Media
Not Click or Share Vamikas Photo Virat and Anushka Request Their Fans and Media
author img

By

Published : Jan 24, 2022, 2:41 PM IST

কেপটাউন, 24 জানুয়ারি : ম্যাচ চলাকালীন যে মেয়ের ছবি যে সম্প্রচার হয়েছে তা জানতেন না বিরাট এবং অনুষ্কা ৷ ভামিকার ছবি ভাইরাল হওয়া নিয়ে এমনটাই জানালেন ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli on Viral Photo of Daughter Vamika ) ৷ পাশাপাশি বিরাট এবং অনুষ্কা আগের মতোই আবেদন করেছেন, তাঁদের মেয়ে ভামিকার ছবি যাতে তোলা এবং পোস্ট করা না হয় ৷

প্রসঙ্গত, রবিবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে অনুষ্কার কোলে তাঁর মেয়ে ভামিকাকে দেখা যায় ৷ প্রথমবার ক্যামেরা ধরা পড়ে বিরুষ্কা কন্যা ৷ সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ তবে, সম্প্রচারকারী চ্যানেল যে ভামিকাকে লেন্সবন্দি করেছে তা নাকি অনুষ্কা বা বিরাট কেউ জানতেন না ৷ তাই নিয়েই এবার সকল সংবাদমাধ্যম এবং অনুরাগীদের ভামিকার ছবি তুলতে এবং শেয়ার না করতে অনুরোধ করেছেন তারকা জুটি (Not Click or Share Vamikas Photo Request by Virushka) ৷

বিরাট ও অনুষ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন, ‘‘বন্ধুরা! আমরা জানতে পেরেছি গতকাল স্টেডিয়ামে আমাদের মেয়ের ছবি তোলা হয়েছে এবং তার পর সেটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে ৷ আমরা সবাইকে জানাতে চাই যে, আমরা জানতাম না ক্যামেরা আমাদের তাক করে রয়েছে এবং অজান্তেই ছবি তোলা হয়েছে ৷ এ বিষয়ে আমাদের অবস্থান এবং অনুরোধ আগের মতোই রয়েছে এবং থাকবে ৷ এর আগে জানানো কারণ মতো, আমাদের মেয়ে ভামিকার ছবি তোলা এবং প্রকাশ না করলে আমরা বাধিত থাকব ৷ ধন্যবাদ !’’

Not Click or Share Vamikas Photo Virat and Anushka Request Their Fans and Media
মেয়ের ভাইরাল ছবি নিয়ে বিরাটের ইনস্টাগ্রাম স্টোরি

আরও পড়ুন : Vamika celebrates Virat half century : ভিআইপি বক্সে বাবার অর্ধশতরান সেলিব্রেট ভামিকার, প্রকাশ্যে বিরাট-কন্যা

তবে, সমালোচকদের যুক্তি একটা আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচার হচ্ছে টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মে, তাও আবার বিদেশের মাটিতে ৷ সেখানে কোনও আগল ছাড়াই অনুষ্কা ভিভিআইপি ব্যালকনিতে মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলেন ৷ সেই ছবি যে ক্যামেরাম্যান তাঁর লেন্সবন্দি করবেন, সেটাই স্বাভাবিক ৷ আর ভামিকা যে সে কেউ নয় ৷ সে বিশ্ব ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার মেয়ে ৷

ভামিকার যে ছবি সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে, তা দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সময় ৷ যখন বিরাট অর্ধশতরান করে ব্যাট কোলে নিয়ে দোল খাইয়ে নিজের ইনিংস মেয়েকে উৎসর্গ করেন ৷ বিরাটের ওই ভঙ্গির পরেই টিভি ক্যামেরা ব্যালকনিতে অনুষ্কা এবং ভামিকাকে তাক করে ৷ তবে, তার আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময়ও ভামিকাকে লেন্সবন্দি করেছিল সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ৷ তখন দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডি’কক তাঁর শতরানের দোরগোড়ায় ছিলেন ৷ তবে, সেটা কয়েক মুহূর্তের জন্য হওয়ায়, সেভাবে বোঝা যায়নি ৷

কেপটাউন, 24 জানুয়ারি : ম্যাচ চলাকালীন যে মেয়ের ছবি যে সম্প্রচার হয়েছে তা জানতেন না বিরাট এবং অনুষ্কা ৷ ভামিকার ছবি ভাইরাল হওয়া নিয়ে এমনটাই জানালেন ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli on Viral Photo of Daughter Vamika ) ৷ পাশাপাশি বিরাট এবং অনুষ্কা আগের মতোই আবেদন করেছেন, তাঁদের মেয়ে ভামিকার ছবি যাতে তোলা এবং পোস্ট করা না হয় ৷

প্রসঙ্গত, রবিবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে অনুষ্কার কোলে তাঁর মেয়ে ভামিকাকে দেখা যায় ৷ প্রথমবার ক্যামেরা ধরা পড়ে বিরুষ্কা কন্যা ৷ সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ তবে, সম্প্রচারকারী চ্যানেল যে ভামিকাকে লেন্সবন্দি করেছে তা নাকি অনুষ্কা বা বিরাট কেউ জানতেন না ৷ তাই নিয়েই এবার সকল সংবাদমাধ্যম এবং অনুরাগীদের ভামিকার ছবি তুলতে এবং শেয়ার না করতে অনুরোধ করেছেন তারকা জুটি (Not Click or Share Vamikas Photo Request by Virushka) ৷

বিরাট ও অনুষ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন, ‘‘বন্ধুরা! আমরা জানতে পেরেছি গতকাল স্টেডিয়ামে আমাদের মেয়ের ছবি তোলা হয়েছে এবং তার পর সেটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে ৷ আমরা সবাইকে জানাতে চাই যে, আমরা জানতাম না ক্যামেরা আমাদের তাক করে রয়েছে এবং অজান্তেই ছবি তোলা হয়েছে ৷ এ বিষয়ে আমাদের অবস্থান এবং অনুরোধ আগের মতোই রয়েছে এবং থাকবে ৷ এর আগে জানানো কারণ মতো, আমাদের মেয়ে ভামিকার ছবি তোলা এবং প্রকাশ না করলে আমরা বাধিত থাকব ৷ ধন্যবাদ !’’

Not Click or Share Vamikas Photo Virat and Anushka Request Their Fans and Media
মেয়ের ভাইরাল ছবি নিয়ে বিরাটের ইনস্টাগ্রাম স্টোরি

আরও পড়ুন : Vamika celebrates Virat half century : ভিআইপি বক্সে বাবার অর্ধশতরান সেলিব্রেট ভামিকার, প্রকাশ্যে বিরাট-কন্যা

তবে, সমালোচকদের যুক্তি একটা আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচার হচ্ছে টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মে, তাও আবার বিদেশের মাটিতে ৷ সেখানে কোনও আগল ছাড়াই অনুষ্কা ভিভিআইপি ব্যালকনিতে মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলেন ৷ সেই ছবি যে ক্যামেরাম্যান তাঁর লেন্সবন্দি করবেন, সেটাই স্বাভাবিক ৷ আর ভামিকা যে সে কেউ নয় ৷ সে বিশ্ব ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার মেয়ে ৷

ভামিকার যে ছবি সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে, তা দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সময় ৷ যখন বিরাট অর্ধশতরান করে ব্যাট কোলে নিয়ে দোল খাইয়ে নিজের ইনিংস মেয়েকে উৎসর্গ করেন ৷ বিরাটের ওই ভঙ্গির পরেই টিভি ক্যামেরা ব্যালকনিতে অনুষ্কা এবং ভামিকাকে তাক করে ৷ তবে, তার আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময়ও ভামিকাকে লেন্সবন্দি করেছিল সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ৷ তখন দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডি’কক তাঁর শতরানের দোরগোড়ায় ছিলেন ৷ তবে, সেটা কয়েক মুহূর্তের জন্য হওয়ায়, সেভাবে বোঝা যায়নি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.